
26/01/2025
"প্রাপ্য যার যার প্রাপ্তি তার" এমপি হাবিবের বার্তা গ্রামে-গঞ্জের, মাঠে-ঘাটে, দুয়ারে দুয়ারে পৌঁছানোর লক্ষ্যে নিয়োজিত অতন্দ্রপ্রহরীরা বদ্ধপরিকর। যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ এবং পরিবর্তিত নতুন বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পূনবর্তন ঠেকাতে, এমপি হাবিব সাহেবের হাতকে শক্তিশালী করতে আমরা ৭নং চন্দনপুর নেতৃবৃন্দ বদ্ধপরিকর।