
04/05/2025
সন্তানদের সাথে বাবা-মায়ের সম্পর্ক দুর্বল হওয়ার অন্যতম বড় কারণ হলো অতিরিক্ত শাসন ও অহেতুক আদেশ-নিষেধ। যেমন:
◾প্রায়ই শারীরিক শাস্তি দেওয়া।
◾প্রতিবেশীর সন্তানের সাথে তুলনা করে
নিজের সন্তানকে ছোট করা।
◾সামান্য ভুলে রেগে গিয়ে চিৎকার-চেঁচামেচি
করা।
◾সব সময় উপদেশ দিতে দিতে এমন একটা
ভাব তৈরি হওয়া যেন আদেশ-নিষেধ করাই বাবা-মায়ের নেশা, ফলে সন্তান তা গুরুত্বহীন মনে করতে শেখে।
কোনো সমস্যায় পড়লে না জেনে-বুঝে সব দোষ একমাত্র একজনের ওপর চাপিয়ে দেওয়া।
এ ধরনের আচরণ সন্তানের মনে বিরূপ প্রভাব ফেলে। ভালোবাসা ও শ্রদ্ধার বদলে সম্পর্কের মাঝে তৈরি হয় তর্ক, বিরোধ ও মানসিক দূরত্ব। একসময় তা এতটাই বেড়ে যায় যে, বাবা-মা ও সন্তান যেন দুটো সম্পূর্ণ ভিন্ন জগতে বাস করে।