03/01/2025
"কতোটা পরিশ্রম করলে খেতে বসেও চোখে ঘুম নেমে আসে? 🥀💔
"জীবনের তাগিদে মানুষ কতটা পরিশ্রম করতে পারে, তা অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না। ক্লান্ত শরীর, না পাওয়ার বেদনা, আর অবিরাম সংগ্রাম—সবকিছু মিলিয়ে একসময় চোখের পাতায় ঘুম নেমে আসে খাবারের মাঝেই। তাদের পরিশ্রমের প্রতি সম্মান জানাই, যারা নিজেদের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে। 🥀💔"
#পরিশ্রম #জীবনেরসংগ্রাম #ক্লান্তি #মানবতা #সংগ্রামীজীবন #মনেরকথা #সম্মান #বাংলাপোস্ট #অভিমান