EEE X Shahed

EEE X Shahed Make easy your

EEE preparation with Shahed. Stay here. Thank you all.

16/05/2024

১। ট্রান্সফরমার কি ?

ট্রান্সফরমার এমন একটি বৈদ্যুতিক স্থির ডিভাইস যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকুয়েন্সী পরিবর্তন না করে কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়া শুধু মাত্র চুম্বকীয় ভাবে সংযুক্ত দুইটি কয়েলে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা হয় তাই ট্রান্সফরমার।

ট্রান্সফরমার তিন প্রকার যথা-

১। কোর টাইপ

২। শেল টাইপ

৩। স্পাইরাল কোর টাইপ

কার্যপ্রণালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে তিন ভাগে ভাগ করা হয়েছে-

১। স্টেপ আপ ট্রান্সফরমার

২। স্টেপ ডাউন ট্রান্সফরমার

৩। ওয়ান টু ওয়ান ট্রান্সফরমার

প্রয়োগের উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে চার ভাগে ভাগ করা হয়েছে-

১। পাওয়ার ট্রান্সফরমার

২। ডিষ্ট্রিবিউশন ট্রান্সফরমার

৩। অটো ট্রান্সফরমার

৪। ইনস্টুমেন্ট ট্রান্সফরমার

ইনস্টুমেন্ট ট্রান্সফরমার দুই প্রকার-

১। কারেন্ট ট্রান্সফরমার

২। পটেনশিয়াল ট্রান্সফরমার

স্থাপন প্রনালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে তিন ভাগে ভাগ করা হয়েছে-

১। ইনডোর টাইপ ট্রান্সফরমার

২। আউটডোর টাইপ ট্রান্সফরমার

৩। পোল মাউন্টেড ট্রান্সফরমার

ফ্রিকোয়েন্সী অনুযায়ী দুই প্রাকার-

১। অডিও ফ্রিকোয়েন্সী ট্রান্সফরমার

২। রেড়িও ফ্রিকোয়েন্সী ট্রান্সফরমার

২। ট্রান্সফরমার কি ধরনের ডিভাইস ?

উত্তরঃ ট্রান্সফরমার একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস।

৩। বুখলজ রিলে কোথায় থাকে ?

উত্তরঃ ট্রান্সফরমারের ট্যাঙ্ক ও কনজারভেটরের সংযোগকারী পাইপের মধ্যে লাগানো থাকে।

৪। ট্রান্সফরমেশন রেশিও বলতে কি বুঝায় ?

উত্তরঃ ট্রান্সফরমারের প্রাইমারী ও সেকেন্ডারী পার্শ্বের উৎপন্ন ভোল্টেজ এবং কারন্ট, ওয়াল্ডিং এর পাক সংখ্যার সাথে যা নির্দিষ্ট অনুপাত মেনে চলে তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে।

৫। ট্রান্সফরমার লস দুই প্রাকার-

কোর লস
কাপার লস
৬। কোর লস আবার দুই প্রকার-

এডি কারেন্ট লস
হিসটেরিসিস লস
৭। তিন ফেজ ট্রান্সফরমারের সংযোগের বিভিন্ন পদ্ধতি গুলো হল-

ষ্টার- ষ্টার
ডেল্টা- ডেল্টা
ডেল্টা- ষ্টার
ষ্টার- ডেল্টা



16/05/2024

১। কারেন্ট কাকে বলে?
পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নিদ্রিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে। ইহাকে I বা i দ্বারা প্রকাশ করা হয়, এর একক অ্যাম্পিয়ার (A বা Amp.) অথবা কুলম্ব/সেকেন্ড ।

২। ভোল্টেজ কাকে বলে?
পরিবাহী পদার্থের পরমাণুগুলির মুক্ত ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন সেই বল বা চাপকেই বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। একে V দ্বারা প্রকাশ করা হয় এর একক Volts.

৩। রেজিষ্ট্যান্স কাকে বলে?
পরিবাহী পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে উহা বাধাগ্রস্ত হয় উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রোধ বা রেজিষ্ট্যান্স বলে। এর প্রতীক R অথবা r, আর একক ওহম (Ω)।



Address

Dhaka
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when EEE X Shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share