
14/01/2025
আমার মত আপনাদের অনেকের শখ ছিল ট্রেনের চেন টানার!!
তবে এতদিন মাত্র ২০০ টাকা জরিমানা থাকলেও তবে সেটা এখন বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে সাথে এক বছরের কারাদণ্ড ফ্রি তাই সকলে সাবধান নিজের প্যান্টের চেইন ভেবে যেন আবার ট্রেনের চেন টানতে যাইয়েন না।
তাহলে আপনার নিজের চেন খুলে যেতে পারে।🤣