shaikh imran hasan

shaikh imran hasan ভালো কিছু শেখার দ্বারা মানসিকতাও ভালো হয়।

إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَচট্টগ্রাম পটিয়া মাদরাসার শায়খুল হাদীস, হযরত আল্লামা মুফতি হাফেয আহমাদুল্লাহ স...
14/09/2025

إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ

চট্টগ্রাম পটিয়া মাদরাসার শায়খুল হাদীস, হযরত আল্লামা মুফতি হাফেয আহমাদুল্লাহ সাহেব (রহ.) ইন্তেকাল করেছেন।
আমরা আবারো এক মহামান্য মুরুব্বীকে হারালাম। ইলমের এক মহাসমুদ্র আজ নিভে গেল।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের কবরকে নূরে নূরান্নিত করুন এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আমিন।

দেশকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো।
07/09/2025

দেশকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো।

আলহামদুলিল্লাহ জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া পাটকেলঘাটা সাতক্ষীরা। এর সম্মানিত মুহতামিম মুফতি মুনিরুল হক সাহেব অন...
29/08/2025

আলহামদুলিল্লাহ জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া পাটকেলঘাটা সাতক্ষীরা। এর সম্মানিত মুহতামিম মুফতি মুনিরুল হক সাহেব অনেকটা সুস্থ হয়ে উঠছেন। আজ সকালে ঢাকা থেকে মাদ্রাসায় ফিরেছেন। বর্তমান তিনি মাদ্রাসায় অবস্থান করছেন। ইনশাল্লাহ মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজও পড়াবেন।
তিনি সকলের কাছে মাদ্রাসার সার্বিক উন্নয়ন এর জন্য দোয়া চেয়েছেন।

29/08/2025

যেই আলেম আপন প্রজন্মের দৃষ্টিভঙ্গির সাথে অপরিচিত, সে কখনো বিজ্ঞ আলেম নয়।

জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া পাটকেলঘাটা সাতক্ষীরা।  এর সম্মানিত মুহতামিম মুফতি মুনিরুল হক সাহেব হঠাৎ অসুস্থ হয়ে...
28/08/2025

জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া পাটকেলঘাটা সাতক্ষীরা। এর সম্মানিত মুহতামিম মুফতি মুনিরুল হক সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
আল্লাহ পাক আমাদের সারেতাজ বড় হুজুরকে শেফায়ে কামেলা দান করুন ।
তার ইলম- হেকমত ও দক্ষতার মনোরম ঝর্নাধারা থেকে আমাদের সবাইকে বঞ্চিত নয় সিঞ্চিত করুন।

শরহুল আকায়েদে পড়েছিলাম, মানুষের জ্ঞান অর্জিত হয় ৬টা মাধ্যমে। ৫টা হলো 'পঞ্চ-ইন্দ্রীয়'। আর ৬ষ্ঠটা ওহী। যেখানে পঞ্চ-ইন্দ্রী...
27/08/2025

শরহুল আকায়েদে পড়েছিলাম, মানুষের জ্ঞান অর্জিত হয় ৬টা মাধ্যমে। ৫টা হলো 'পঞ্চ-ইন্দ্রীয়'। আর ৬ষ্ঠটা ওহী। যেখানে পঞ্চ-ইন্দ্রীয় বিকল হয়, সেখান থেকে ওহীর কাজ শুরু। দুইটার মধ্যে ওহী অধিকতর শক্তিশালী। কেননা পঞ্চ ইন্দ্রীয়র জ্ঞানে ভুল হবার পসিবিলিটি আছে। আপনি চোখের পাতা চাপ দিয়ে ধরেন, সামনের সবকিছু ২টা করে দেখবেন৷ কিছুক্ষণ শরীরটাকে ঘুরাতে থাকেন, মনে হবে চারপাশের সবই ঘুরছে। অথচ এর কোনটাই বাস্তব নয়। সেজন্য ওহী হলো জ্ঞানের সবচে নিখুঁত মাধ্যম, যেখানে ভুলের কোন চান্স নেই। এই ছবিটা দেখে কথাগুলো মনে পড়লো। দেখতে মনে হচ্ছে বলটা নড়ছে, আসলে কিছুই নড়ছে না। চোখ এখানে ভুল করছে।

জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া পাটকেলঘাটা সাতক্ষীরা। এর ১ম সাময়িক পরীক্ষার পরে ৪ দিনের বিরতি শেষে আগামীকাল থেকে জ...
08/08/2025

জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া পাটকেলঘাটা সাতক্ষীরা। এর ১ম সাময়িক পরীক্ষার পরে ৪ দিনের বিরতি শেষে আগামীকাল থেকে জামিয়ার সকল বিভাগের ক্লাস শুরু হচ্ছে। অত‌এব জামিয়ার সকল শিক্ষার্থীকে যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। এক্ষেত্রে অভিভাবকদের সজাগ দৃষ্টি কামনা করছে জামিয়া কর্তৃপক্ষ।

08/08/2025

জতীয় মাসজিদের খতিব থেকে এমন সুস্পষ্ট বক্তব্য আমাদের বিবেককে জাগিয়ে তুলবে। ইনশাআল্লাহ

08/08/2025

একজন সাংবাদিককে হত্যা করতে ৫ মিনিট লেগেছে,
আর বিচার পেতে লাগবে ৫ বছর। আসামী গ্রেফতারের কথা ভুলে যান। আজ আবার নতুন ইস্যু আসবে যা বিগত সব ইস্যুকে ভুলিয়ে দিবে।
হ্যাঁ এটাই আমার স্বাধীন বাংলাদেশ। হ্যাঁ এটাই বাস্তব।

06/08/2025

১৩-কে মাইনাস করে ২৪ এর কথা বলা মূলত পিতৃপরিচয়কে অস্বীকার করার নামান্তর। কারণ ২৪-কে যদি সন্তান ধরি তাহলে ১৩ তার পিতা। পিতাকে অস্বীকার করার দ্বারা পিতার চেয়ে সন্তানের ক্ষতিই বেশি। কারণ এতে করে সন্তান 'হারামজাদা'য় রূপান্তরিত হয়।

জুলাই ঘোষণাতে ১৩-এর শাপলা গণহত্যা ও বিডিআর গণহত্যাকে ইচ্ছা করে মাইনাসের তীব্র নিন্দা জানিয়ে রাখলাম।

গাজায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার অফিস থাকা সত্ত্বেও এই নীরিহ মানবগুলোর এই করুণ অবস্থা কেনো? বাংলাদেশে উক্ত অফিস ...
28/07/2025

গাজায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার অফিস থাকা সত্ত্বেও এই নীরিহ মানবগুলোর এই করুণ অবস্থা কেনো?
বাংলাদেশে উক্ত অফিস অনুমোদনকারীদের নিকট বার বার জানতে চাই আমার এই অবুঝ মন।

27/07/2025

Address

Jamia Arabia Siddikia Kowmia, Patkelghata
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when shaikh imran hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category