07/07/2025
জীবনটা আপনার —পথটাও আপনার 🌿
✅ "জীবনে চলতে গেলে নানা মুখ, নানা কথা, নানা পরিস্থিতি আসবে—সবকিছুর প্রতিক্রিয়া দেখানো জরুরি নয়। নিজের শান্তিকে প্রাধান্য দিন।"
✅ "আপনাকে সবাই বুঝবে না, এটা একদমই স্বাভাবিক। তাই সময় নষ্ট না করে এড়িয়ে যান সেই মানুষদের, যাদের কথা শুধু মন খারাপ করে দেয়।"
✅ "সমালোচনার উত্তর সবার কাছে দিতে হয় না। অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।"
✅ "নেগেটিভ মানুষের সঙ্গে যুক্ত হয়ে সময় আর মন খারাপ করার চেয়ে—চুপচাপ ভালো কিছুতে মন দিন। নিজের ভেতরের শক্তিটাই বড় জবাব।"
✅ "কেউ যখন আপনাকে অপমান করতে চায়, বা নিচে নামাতে চায়—তাদের উদ্দেশ্য সফল না করে, নিজের উপর বিশ্বাস রাখুন।"
✅ "সব কথার উত্তর না দিয়ে বই পড়ুন, গান শুনুন, মনের মতো কাজ করুন। সিনেমা দেখুন, গাছ লাগান, আল্লাহর ধ্যানে বসুন। আপনি কীভাবে সময় কাটাবেন, সেটা একমাত্র আপনার সিদ্ধান্ত।"
✅ "আপনার মানসিক শান্তি আর জীবনের ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেকে রক্ষা করুন অপ্রয়োজনীয় মানুষের কথাবার্তা, হিংসা আর নেতিবাচকতা থেকে।"
✅ "যাদের পাশে আপনাকে নিরাপদ লাগে, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন—তাদেরই বলুন মনের কথা। বাকি দুনিয়া শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ।"
✅ "সবশেষে, মনে রাখবেন—জীবন সত্যিই সুন্দর। পথে কাঁটা থাকবে, ধুলা থাকবে; কিন্তু ফুলও থাকবে। এখন বেছে নেওয়ার দায়িত্ব আপনার—কী পাশ কাটিয়ে এগিয়ে যাবেন, আর কাকে গুরুত্ব দেবেন না।"
✅ "নিজেকে প্রমাণ করার দরকার নেই। যারা বোঝে, তারা এক কথাতেই বুঝে নেয়। আর যারা বোঝে না, তাদের বোঝাতে গিয়ে নিজের শান্তি হারাবেন না।"
(Collected from the respective owner)