Jony's DIARY

Jony's DIARY It is an online service provider agency. We provide high quality all the online service. like Web De

Congratulated✨🎈🎉🎊
04/10/2025

Congratulated✨🎈🎉🎊

Are you busy or are you lazy?🤷‍♂️😹
04/10/2025

Are you busy or are you lazy?🤷‍♂️😹

Make your mind as clear as nature.🍃🕊️
03/10/2025

Make your mind as clear as nature.🍃🕊️

30/09/2025

29/09/2025

11/09/2025
🚎
09/09/2025

🚎

আলেকজান্ডার ফ্লেমিং – দুর্ঘটনাই বড় আবিষ্কারের হাতিয়ার ⚗️একদিন ফ্লেমিং যখন ল্যাবে কাজ করছিলেন, হঠাৎ ভুলবশত এক বেকটেরিয়ার...
17/07/2025

আলেকজান্ডার ফ্লেমিং – দুর্ঘটনাই বড় আবিষ্কারের হাতিয়ার ⚗️
একদিন ফ্লেমিং যখন ল্যাবে কাজ করছিলেন, হঠাৎ ভুলবশত এক বেকটেরিয়ার ছাঁচ বেড়ে উঠলো তার পাত্রে।
অনেকে হয়তো এটা ফেলে দিত, কিন্তু তিনি সেটা লক্ষ্য করলেন এবং পরীক্ষা চালিয়ে দেখলেন এটা ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়।
এসব থেকেই আবিষ্কার হলো পেনিসিলিন, যা জীবনে বিপ্লব নিয়ে আসে ও কোটি কোটি মানুষের প্রাণ বাঁচায়।

📌 দেখা যায়, বড় কিছু আবিষ্কার আসে ছোট্ট এক মুহূর্তের কৌতূহল আর সঠিক পর্যবেক্ষণ থেকে।

বেন কারসন – দারিদ্র্য থেকে বিশ্বসেরা নিউরোসার্জন 🌟শৈশবে বড় হয়েছেন দারিদ্র্য আর সহিংসতায় ভরা এক পাড়ায়।পড়াশোনায় খুব...
16/07/2025

বেন কারসন – দারিদ্র্য থেকে বিশ্বসেরা নিউরোসার্জন 🌟
শৈশবে বড় হয়েছেন দারিদ্র্য আর সহিংসতায় ভরা এক পাড়ায়।
পড়াশোনায় খুব পিছিয়ে ছিলেন, বন্ধুরা উপহাস করত, শিক্ষকরাও বলত – “এ ছেলে কিছুই হতে পারবে না!”

কিন্তু তাঁর মা পড়ালেখার গুরুত্ব বোঝালেন, টেলিভিশনের বদলে বই পড়তে বাধ্য করলেন।
ধীরে ধীরে বেন বইয়ের জগতে নিজের আসল শক্তি খুঁজে পেলেন।

অশেষ পরিশ্রম আর আত্মবিশ্বাসে মেডিকেলে পড়লেন, আর পরে হয়েছেন বিশ্বের সেরা নিউরোসার্জনদের একজন।
📌 আমাদের শেখালেন – তুমি কোথা থেকে এসেছ, সেটা নয়; তুমি কী হতে চাও, সেটাই জীবনের আসল চাবিকাঠি। 🌟

নিকোলা টেসলা – সময়ের আগের এক স্বপ্নবাজ বিজ্ঞানী 🌌নিকোলা টেসলা ছোটবেলা থেকেই ছিলেন স্বপ্নবাজ – মাথায় সবসময় নতুন আইডিয়া, ন...
15/07/2025

নিকোলা টেসলা – সময়ের আগের এক স্বপ্নবাজ বিজ্ঞানী 🌌
নিকোলা টেসলা ছোটবেলা থেকেই ছিলেন স্বপ্নবাজ – মাথায় সবসময় নতুন আইডিয়া, নতুন আবিষ্কারের নেশা।
তিনি রাতের পর রাত জেগে একা একা কাজ করতেন, ইলেকট্রিসিটি আর শক্তির রহস্য ভাঙার জন্য।

টেসলা আমাদের দিয়েছিলেন AC কারেন্ট, রেডিও, রিমোট কন্ট্রোল–এর মতো অসংখ্য আবিষ্কারের ভিত্তি।
কিন্তু জীবনের শেষ দিকে তিনি প্রায় নিঃস্ব ছিলেন, মানুষ তাকে “পাগল বিজ্ঞানী” বলেও ডাকত।

তবুও থামেননি – কারণ টেসলার কাছে আবিষ্কার ছিল নিজের চেয়ে বড় কিছু, মানবতার জন্য উপহার।
📌 তিনি দেখিয়েছেন – টাকা বা স্বীকৃতি নয়, আসল বিজ্ঞানীর শক্তি আসে কৌতূহল আর স্বপ্ন থেকে। ⚡🌟

স্টিফেন হকিং – অদম্য মনের বিজ্ঞানী ♿✨২১ বছর বয়সে ডাক্তাররা তাকে বলেছিল – তোমার শরীর আস্তে আস্তে অকেজো হয়ে যাবে, আর বড়জোর...
14/07/2025

স্টিফেন হকিং – অদম্য মনের বিজ্ঞানী ♿✨
২১ বছর বয়সে ডাক্তাররা তাকে বলেছিল – তোমার শরীর আস্তে আস্তে অকেজো হয়ে যাবে, আর বড়জোর কয়েক বছর বাঁচবে।
তখনকার দিনে কেউ হয়ত হাল ছেড়ে দিত, স্বপ্ন ভুলে যেত।

কিন্তু হকিং হাল ছাড়লেন না। নিজের দুর্বল শরীরকে মানসিক শক্তিতে জয় করলেন। হুইলচেয়ারেই কাটালেন জীবন, কিন্তু মাথার ভেতর চলল অনন্ত মহাবিশ্ব নিয়ে ভাবনা।

লিখলেন A Brief History of Time, যা কোটি মানুষের কল্পনায় এনে দিলো কৃষ্ণগহ্বর আর বিগ ব্যাং–এর জটিল থিওরি।
শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করেছেন – কারণ তার কাছে জীবন মানে ছিল না শুধু বেঁচে থাকা, বরং ভাবা, শেখা আর নতুন কিছু সৃষ্টি করা।

📌 আমাদের শেখালেন – শরীরের সীমাবদ্ধতা কিছুই নয়, যদি মন কখনো সীমাবদ্ধ না হয়। 🌟

এক সময় আমেরিকায় গায়ের রঙ দেখে বিচার হতো।কালো মানুষকে উঠতে দিত না বাসে, স্কুলে, এমনকি পানির কলেও আলাদা লেখা থাকত – “White...
14/07/2025

এক সময় আমেরিকায় গায়ের রঙ দেখে বিচার হতো।
কালো মানুষকে উঠতে দিত না বাসে, স্কুলে, এমনকি পানির কলেও আলাদা লেখা থাকত – “Whites only”।

তখন দাঁড়িয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র।
বলেছিলেন – “I have a dream.”
একটা স্বপ্ন যেখানে গায়ের রঙ নয়, মানুষ তার চরিত্রে বিচার পাবে।

📌 তাঁর সেই স্বপ্ন, সেই অহিংস আন্দোলন বদলে দিয়েছিল গোটা দেশের ভবিষ্যৎ।

👉 আপনি যদি একটা কথা বিশ্বাস করেন মন থেকে, তাহলে সেই কথাই হতে পারে কোটি মানুষের ভবিষ্যৎ।

Address

Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jony's DIARY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jony's DIARY:

Share