Imran Hossain

Imran Hossain Personal blog

12/04/2025

চীনের মতো আমাদেরও ভাবা উচিত!

চীনে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, গুগল ম্যাপ, হোয়াটসঅ্যাপ, এমনকি ক্রোম ব্রাউজারও ব্যান!
শুরুতে শুনে বিরক্ত লাগলেও এখন বুঝতে পারছি—ওরা আসলে অনেক আগেই অনেক বড় এক বিপদ থেকে নিজেদের রক্ষা করেছে।

আজকের একটি নিউজ দেখে বুকটা কেঁপে উঠল।
দেখলাম, ইস’রা’য়েল এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে ফি-লি’স্তি,নি মানুষদের টার্গেট করে হ,ত্যা করছে!

AI নিয়ে কাজ করি বলেই মাঝে মাঝেই গভীরে ঘাঁটতে হয়, আর সেখান থেকেই একটা কথা নিশ্চিতভাবে বলা যায় AI-এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডেটা। যত বেশি ডেটা, তত বেশি শক্তিশালী মডেল। আর এই ডেটা আমরা নিজেরাই প্রতিদিন ফ্রিতে দিয়ে যাচ্ছি—একটা বড় মস্ত ভুল করে।

🔹 আপনি গুগল ম্যাপ ব্যবহার করলেই গুগল আপনার লোকেশন ট্র্যাক করে
🔹 ফেসবুক চায় আপনার কনট্যাক্ট লিস্ট, যেন আপনাকে আর আপনার নেটওয়ার্ককে পুরোপুরি চিনে ফেলে
🔹 আপনার ফোনে “Ma”, “Baba”, “Boro Vai” নামে সেভ করা নম্বরগুলো থেকেই তারা বুঝে ফেলে কার সাথে আপনার কী সম্পর্ক
🔹 আপনার ব্রাউজার (ক্রোম) মনে রাখে সব পাসওয়ার্ড, মেইল, ব্রাউজিং হিস্ট্রি—একদম হাতের মুঠোয় আপনার ডিজিটাল লাইফ!

আর আপনি যেসব পারিবারিক ছবি পোস্ট করেন… আপনি ভাবতেই পারবেন না, সেগুলো একেকটা ডেটা পয়েন্ট।
একটা যুদ্ধের সময় এগুলোই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে।

এখন প্রশ্ন হলো—উপায় কী?
🔸 ছোট্ট সমাধান: ব্যক্তিগত তথ্য অনলাইনে না দেওয়া
🔸 বড় সমাধান: আমাদের নিজেদের বিকল্প তৈরি করা—যেমন চীন করেছে।

চীনের মতো নিজেদের প্ল্যাটফর্ম না বানালে আমরা কখনোই স্বাধীন নই, শুধু আধুনিক দাস! যাদের হাতে আপনার সবকিছু—তাদের বিরুদ্ধে দাঁড়ানোর আগে ভাবুন, আপনার শক্তি আসলে কোথায়?

09/04/2025

রাতে দেরি করে ঘুমালে শরীরে কি কি ক্ষতি হয়ে থাকে।

আমরা প্রত্যেকেই জেনে না জেনেই নিজের শরীরের একটা মারাত্মক ক্ষতি করে ফেলি রাত এ দেরি করে ঘুমিয়ে।

১। প্রথমত দীর্ঘদিন রাতে কম ঘুমালে আপনার হার্ডের প্রব্লেম দেখা দিবে। যা আপনি এখন বুঝতে পারবেন না, কিন্তু ধীরেধীরে আপনার হার্ড দুর্বল হয়ে যাবে।

২। আপনার চোখের মারাত্মক ক্ষতি হবে, যদি আপনি না ঘুমিয়ে মোবাইল চালান। আপনার দৃষ্টি শক্তি কমতে শুরু করবে।

৩। আপনার ত্বক খারাপ হয়ে যাবে। মুখে ব্রন হতে পারে।

৪। ঘুমের ঘারতি হলে কার্টিজল নামক স্ট্রেস হরমোনের ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে, আপনি অল্পতে রেগে যাবেন।

৫।আপনার ব্রেন আগের মতো সক্রিয় থাকতে পারবে না।

৬। আপনার ওজন বেরে যাবে। কারণ আপনার রাতের খাবার হজম হবে না ঠিক মতো, এতে আপনার এসিডিটি হতে পারে এবং আপনার ওজন বাড়তে থাকবে।

তাই আপনি কাজ শেষ করে দ্রুত ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন এবং নিয়মিত ৭-৮ ঘন্টা ঘুমান। দেরি করে ঘুম থেকে উঠা থেকে বিরত থাকুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন।

শুরুটা হয়েছিলো ডেনমার্ক থেকে আসা(ক্যাপ্টেন) Jamal Bhuyan  কে দিয়েতারপর ফিনল্যান্ড থেকে Tariq Kazi এবারের নামটা ত আরো বড় ...
18/03/2025

শুরুটা হয়েছিলো ডেনমার্ক থেকে আসা
(ক্যাপ্টেন) Jamal Bhuyan কে দিয়ে

তারপর ফিনল্যান্ড থেকে Tariq Kazi

এবারের নামটা ত আরো বড় প্রিমিয়ার লিগ খেলা Hamza Chowdhury সাথে কাজেম শাহ্ ,ফাহামিদুল ইসলামেরা লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে চলছেন।

জামাল ভুঁইয়া - ডেনমার্ক (🇩🇰)
তারিক কাজি - ফিনল্যন্ড (🇫🇮)
হামজা চৌধুরী - ইংল্যান্ড (🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿)
কাজেম শাহ - কানাডা (🇨🇦)
ফাহামিদুল ইসলাম - ইতালি (🇮🇹)

আশাকরি, তাদের হাত ধরেই ২৫ তারিখে ভারত কে হারিয়ে বাংলাদেশ ফুটবলের গন জাগরন শুরু হবে... 🇧🇩⚽

আচার্য প্রফুল্লচন্দ্র রায় (১৮৬১–১৯৪৪) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় রসায়নবিদ, শিক্ষাবিদ, এবং উদ্যোগপতি, যিনি ভারতের বৈজ্ঞ...
17/03/2025

আচার্য প্রফুল্লচন্দ্র রায় (১৮৬১–১৯৪৪) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় রসায়নবিদ, শিক্ষাবিদ, এবং উদ্যোগপতি, যিনি ভারতের বৈজ্ঞানিক ও শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর জীবন ও কাজের মূল দিকগুলি নিম্নরূপ:

# # # জন্ম ও শিক্ষা:
- **জন্ম**: ২ আগস্ট, ১৮৬১, তৎকালীন ব্রিটিশ ভারতের খুলনা জেলার রাড়ুলি গ্রামে (বর্তমানে বাংলাদেশে)।
- **শিক্ষা**: কলকাতার হেয়ার স্কুল ও মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। পরে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডক্টরেট (DSc) অর্জন করেন (১৮৮৭)।

# # # বৈজ্ঞানিক অবদান:
- **পারদ নাইট্রাইট আবিষ্কার**: তিনি পারদ(II) নাইট্রাইট (Hg(NO)₂) নামক একটি নতুন যৌগ সংশ্লেষণ করেন, যা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায়।
- **বঙ্গীয় রাসায়নিক গবেষণা**: ভারতীয় উপকরণ ব্যবহার করে রসায়ন গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেন।
- **গ্রন্থ রচনা**: *হিন্দু কেমিস্ট্রির ইতিহাস* (A History of Hindu Chemistry) নামে বইয়ে প্রাচীন ভারতীয় রসায়ন চর্চার দলিল সংগ্রহ করেন।

# # # শিল্প ও স্বদেশী আন্দোলন:
- **বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস**: ১৮৯২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা ভারতের প্রথম স্বদেশী রাসায়নিক শিল্পগুলির মধ্যে একটি, যা ঔষধ ও রাসায়নিক পণ্য উৎপাদনে অগ্রগণ্য ছিল।
- **স্বাবলম্বন প্রচার**: ব্রিটিশ পণ্য বর্জন ও স্বদেশী শিল্প গড়ে তোলার জন্য সংগ্রামী ভূমিকা রাখেন।

# # # শিক্ষাক্ষেত্রে ভূমিকা:
- **অধ্যাপনা**: কলকাতার প্রেসিডেন্সি কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কাজ করেন।
- **ছাত্র প্রেরণা**: মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষের মতো বিজ্ঞানীদের অনুপ্রেরণা দেন।
- **বৈজ্ঞানিক প্রতিষ্ঠান**: ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটিসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠায় সহায়তা করেন।

# # # সামাজিক উদ্যোগ:
- **দানশীলতা**: ব্যক্তিগত আয়ের অধিকাংশ শিক্ষা ও সমাজসেবায় দান করতেন। দরিদ্র ছাত্রদের বৃত্তি দিতেন।
- **সমাজ সংস্কার**: জাতিভেদ প্রথার বিরোধিতা ও নারী শিক্ষাকে সমর্থন করতেন।

# # # মৃত্যু ও উত্তরাধিকার:
- **মৃত্যু**: ১৬ জুন, ১৯৪৪, কলকাতায়।
- **পরিচয়**: "ভারতের রসায়ন বিজ্ঞানের জনক" হিসেবে খ্যাত। তাঁর কাজ বিজ্ঞান, শিল্প ও জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে সেতুবন্ধ রচনা করে।

প্রফুল্লচন্দ্র রায় কেবল একজন বিজ্ঞানীই নন, তিনি ছিলেন একাধারে দূরদর্শী সংগঠক এবং দেশপ্রেমিক, যিনি ভারতের আধুনিক বিজ্ঞান ও শিল্পের ভিত্তি প্রস্তুত করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

"যে তোমাকে ধ্বংস করতে পারেনি, সে তোমাকে শক্তিশালী করে তুলেছে।" →ফ্রিডরিখ
15/03/2025

"যে তোমাকে ধ্বংস করতে পারেনি,
সে তোমাকে শক্তিশালী করে তুলেছে।"
→ফ্রিডরিখ

14/03/2025

শুভ রাত্রি

Good Night
12/03/2025

Good Night

"প্রকৃতির অপার বিস্ময় সুন্দরবন—যেখানে গাছপালা, বাঘ, নদী আর ম্যানগ্রোভের মেলবন্ধনে তৈরি হয় পৃথিবীর এক অনন্য সৌন্দর্য। 🌿...
10/03/2025

"প্রকৃতির অপার বিস্ময় সুন্দরবন—যেখানে গাছপালা, বাঘ, নদী আর ম্যানগ্রোভের মেলবন্ধনে তৈরি হয় পৃথিবীর এক অনন্য সৌন্দর্য। 🌿🐅"

— ফুল কখনো শুধু ফুল থাকে না, সে প্রেমের প্রতিশ্রুতি, ধুলোরও অহংকার। 🌸
03/03/2025

— ফুল কখনো শুধু ফুল থাকে না, সে প্রেমের প্রতিশ্রুতি, ধুলোরও অহংকার। 🌸

মাহে রামাদান এই কলুষিত দুর্বল হুদয়ে হেদায়েতের নূর হয়ে এসো।
01/03/2025

মাহে রামাদান এই কলুষিত দুর্বল হুদয়ে হেদায়েতের নূর হয়ে এসো।

শুভ সকাল
23/01/2025

শুভ সকাল

Address

Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Imran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

newscorner24.com

stay with news