দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা SuprovatSatkhira

৫ই আগস্ট ২০২৫ তারিখের পত্রিকা #৫ই  #আগস্ট  #পত্রিকা  #ইপেপার  #সংবাদ  #পত্র  #খবরের  #কাগজ  #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীর...
05/08/2025

৫ই আগস্ট ২০২৫ তারিখের পত্রিকা
#৫ই #আগস্ট #পত্রিকা #ইপেপার #সংবাদ #পত্র #খবরের #কাগজ #দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা

03/08/2025

সাতক্ষীরার কালিগঞ্জে চাচি আর ভাতিজার পরকীয়ার কল রেকর্ডিং ফাঁস..........

#সাতক্ষীরা #কালিগঞ্জ #পরকীয়া #চাচি #ভাতিজা
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা আজকের সংখ্যা #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #ইপেপার  #সংবাদপত্র
31/07/2025

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা আজকের সংখ্যা
#দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #ইপেপার #সংবাদপত্র

সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করল সাতক্ষীরার পাঠক নন্দিত পত্রিকা "দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা"। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার...
30/07/2025

সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করল সাতক্ষীরার পাঠক নন্দিত পত্রিকা "দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা"। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার আজকের এই শুভ ক্ষণে সকলকে আন্তরিক শুভেচ্ছা 🎂🌹
#দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা
#নিউজ #সংবাদ #ইপেপার #সংবাদপত্র

বর্তমান নির্বাহি কমিটির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্তসাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতপ্রেস বিজ্ঞপ্তি ...
23/07/2025

বর্তমান নির্বাহি কমিটির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ।
হাফেজ মোঃ কামরুল ইসলামের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এরপর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ বহু সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সাথে আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।
পেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি ও দৈনিক যুগের বার্তার নির্বাহি সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, শহিদুল ইসলাম, আবু সাঈদ বিশ্বাস, রবিউল ইসলাম, মাহফিজুল ইসলাম আক্কাজ প্রমূখ।
বক্তারা বলেন, ২০২১ সালের মার্চের নির্বাচনে মমতাজ আহমেদ বাপী ও মোহাম্মদ আলী সুজনের কমিটি আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় প্রেসক্লাব পরিচালনা করেছেন। এক বছরের কমিটি আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে টানা সাড়ে তিনবছর স্বৈরাচারী কায়দায় প্রেসক্লাব দখল করে রেখেছিল। প্রেসক্লাবের উন্নয়নের নামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে নিজেরা আত্মসাৎ করেছেন। এমনকি তৎকালীন কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমানের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে প্রেসক্লাবের সভাপতির পদ বিক্রি করে দেন মমতাজ আহমেদ বাপী। মুনজিতপুরস্থ লিচুতলা নামক স্থানে কমিটির সভাপতির পদ বিক্রি হওয়ায় এটাকে লিচুতলা ষড়যন্ত্র বলেও অনেকে আখ্যায়িত করেছেন। তিনিও প্রেসক্লাবের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে তা পকেটস্থ করেন। তাদের সাড়ে তিন বছরের পরিচালনায় প্রেসক্লাবের সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মকান্ড মুখ থুবড়ে পড়ে। প্রেসক্লাবের সচিব থেকে শুরু করে ঝাড়–দারদের বেতন মাসের পর মাস বকেয়া রাখেন। লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করলেও প্রেসক্লাবের তহবিল হয়ে পড়ে শুন্য। এমতাবস্থায় জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুথানের পর প্রেসক্লাবের সচেতন ও প্রগতিশীল সাংবাদিকরা একত্রিত হয়ে প্রেসক্লাবের উন্নয়ন ও কার্যক্রম গতিশীল করার লক্ষে কয়েক দফা বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার একপর্যায়ে গঠনতন্ত্রের আলোকে একান্ন ভাগ সদস্যের মতামতের ভিত্তিতে ২৪ আগষ্ট ২০২৪ এক বছর মেয়াদি একটি কার্য নির্বাহি কমিটি গঠিত হয়। যা বর্তমানে বিদ্যমান।
সাধারণ সম্পাদক আব্দুল বারী বলেন, আবু নাসের মোঃ আবু সাঈদকে সভাপতি করে ১৩ সদস্যের গঠিত কমিটি প্রেসক্লাবের শুন্য তহবিল হাতে নিয়ে গুটি গুটি পায়ে দীর্ঘ এগারো মাস পাড়ি দিয়েছে। প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ নিয়ে সিলেটে আনন্দ ভ্রমন, সকল সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ, পবিত্র ঈদে সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান, প্রেসক্লাবের বিধ্বস্ত ভবন নতুন করে নির্মাণের কাজ শুরু করা হয়েছে। সচিব, পিয়ন ও ঝাড়–দারের কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধ করাসহ নানান ধরণের সেবা ও উন্নয়নমূলক কাজ করে আসছে এই কমিটি। প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সাতক্ষীরা প্রেসক্লাব যখন উন্নয়নের অগ্রযাত্রায়, ঠিক তখনই আওয়ামী আমলের সেই ফ্যাসিষ্ট সাংবাদিকরা ষড়যন্ত্র শুরু করে। তারা কিছু বহিরাগত মাদকাসক্ত, সমাজ বিরোধী, সন্ত্রাসীদের সাংবাদিকতার তকমা লাগিয়ে প্রেসক্লাব তথা সাতক্ষীরাকে অস্থিতিশীল করতে অজানা কোন জায়গা থেকে প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি কমিটি ঘোষনা করেন। এবং ফ্যাসিষ্টদের সাথে ষড়যন্ত্র করে প্রেসক্লাব দখলের হুমকি দিতে থাকে। এই কুচক্র মহলটি আজও সেই ষড়যন্ত্রে লিপ্ত।
সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের এবিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়ে সাধারণ সম্পাদক আরো বলেন- আমরা শন্তিতে বিশ^াসী। তাই, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র পরিহার করে প্রেসক্লাবের বৃহৎ স্বার্থে ও সাংবাদিকদের পোশাগত মানউন্নয়নে বিপথগামী সদস্যদের ফিরে আসার আহবান জানানো হয়েছে বার্ষিক সাধারণ সভায়।
এসময় উপস্থিত সাংবাদিকদের অনেকেই বিপথগামী সদস্যদের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করেন। এবং শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে বর্তমান কার্যনির্বাহি কমিটির মেয়াদকাল গঠনতন্ত্র মোতাবেক আরো ৪৫ দিন বাড়ানোর জন্য সুপারিশ করেন। বিষয়টি সাধারণ সভার সকল সদস্যরা সম্মতি প্রদান করেছেন।
সাধারণ সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পড়ে শোনান অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন।

#সাতক্ষীরা #প্রেসক্লাব #নিউজ #সংবাদ

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুরঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলানিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে গুন্ডা ভ...
11/07/2025

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর
ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা
নিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর বাড়িতে এসে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার হাড়তদহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় রোহনা আক্তার শীলা নামের একটি মেয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হাড়তদহ এলাকার মৃত মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মইমুর হোসেন নিজ জামাতাসহ ১২জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার গোকালখালী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ রাকিবুল ইসলামের সাথে সাতক্ষীরা সদর উপজেলার হাড়তদহ গ্রামের মোঃ মইমুর হোসেনের মেঝ মেয়ে রোকসানা আক্তার সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাতা মোঃ রাকিবুল ইসলাম অদ্যবধি পর্যন্ত বিভিন্ন অজুহাতে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে মোঃ মইমুর হোসেন তার মেয়ের মাধ্যমে জানতে পারে জামাতা মোঃ রাকিবুল ইসলাম নেশাগ্রহস্থ ও অনলাইন জুয়ার একজন বড় এজেন্ট। এরমধ্যে বিগত ১মাস ধরে স্ত্রী ও শ্বশুরের কাছে আরও টাকা দাবী করলে তা দিতে অস্বীকার করেন শ্বশুর মোঃ মইমুর হোসেন। এজাহার সূত্রে আরো জানা গেছে, এরই জের ধরে গত ০২ জুলাই সকাল অনুমান ১০টার দিকে রোকসানা আক্তার সীমা তার বাবার কাছে মোবাইল করে বলে রাকিবুল তাকে টাকার জন্য অনেক নির্যাতন করছে এবং তাকে ইলেকট্রিক শক দিয়েছে। সেসময় মেয়েকে সাতক্ষীরায় চলে আসার জন্য বললে জাসাতা রাকিবুল ইসলাম একটি ঘওে স্ত্রীকে আটকিয়ে রাখে। সেই থেকে মেয়ের সাথে আর যোগাযোগ করতে না পেরে জামাতা রাকিবুল ইসলামের কাছে মোবাইল করলে জামাতা শ্বশুরে সাথে অশোভনীয় আচরন শুরু করে। একপর্যায়ে স্ত্রীকে সাথে নিয়ে ঢাকায় জামাতার বাড়ীতে যান মোঃ মইমুর হোসেন। জামাতার বাড়ীতে নিজ মেয়েকে না পেয়ে জামাতা রাকিবুল ইসলামের সাথে কথা বলতে গেলে শ্বশুর-শ্বাশুড়িকে বাড়ী থেকে বের করে দেয় জামাতা রাকিবুল ইসলাম। মেয়েকে না পেয়ে নিরুপায় হয়ে স্ত্রীকে সাথে নিয়ে সাতক্ষীরায় চলে আসেন ভুক্তভোগী মোঃ মইমুর হোসেন। এরপর থেকে মেয়ের কোন যোগাযোগ হয়নি তাদের। এজাহার সূত্রে আরো জানা গেছে, সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জামাতা রাকিবুল ইসলামসহ ১২জন একটি মাইক্রোযোগে সাতক্ষীরার হাড়তদহে মোঃ মইমুর হোসেনের বাড়িতে আসে। এসেই এজাহারে উল্লেখিত ১০ ও ১১নং আসামীদ্বয় মোঃ মইমুর হোসেনের বাড়ীর গেটে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এসময় মোঃ মইমুর হোসেনের স্ত্রী গেট খোলা মাত্রই সকল আসামীরা বাড়ীর মধ্যে প্রবেশ করে মোঃ মইমুর হোসেরেন স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় মোঃ মইমুর হোসেন ও তার বড় মেয়ে সোহানা আক্তার স্মৃতি ও ছোট মেয়ে রোহনা আক্তার শীলা ঘর থেকে বাইরে আসার সাথে সাথে সকল সকল আসামীরা জিআই পাইপ, লোহার রড, কাঠের রুল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা শুরু করে। এ সময় ১নং আসামী জামাতা রাকিবুল ইসলামকে এহেন কর্মকান্ড করার কারণ জিজ্ঞাসা করা মাত্রই রাকিবুলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে মোঃ মইমুর হোসেনের মাথায় কোপ মারতে গেলে ছোট মেয়ে ঠেকাতে গিয়ে তার ডান কপালের উপর চোখের নীচে চোয়াল বরাবর লেগে কাটা রক্তাক্ত জখম হয় (যা ডাক্তার দ্বারা ২০ টি সেলাই দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে)’। মোঃ মইমুর হোসেন এজাহারে আরো উল্লেখ করেছেন, আঘাতপ্রাপ্ত হয়ে তার ছোট মেয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকলে ২,৩,৪,৫নং আসামীরা তার ছোট মেয়েকে মাটিতে ফেলে জিআই পাইপ দিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করতে থাকে। অন্যদিকে ৬,৭,৮,৯নং আসামীরা মোঃ মইমুর হোসেরেন বড় মেয়ে ও স্ত্রীকে জিআই পাইপ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এসময় জামাতা রাকিবুল ইসলাম মোঃ মইমুর হোসেনের মাথায় ছুরির উল্টো পিট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে বলে যে, তোর মেয়েকে শেষ করেছি এখন তোকে শেষ করব বলে রাকিবুল ইসলাম তার শ্বশুরর মোঃ মইমুর হোসেনকে মাটিতে ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মারামারি চলাকালিন সময়ে ০২ থেকে ০৯নং আসামীরা মোঃ মইমুর হোসেনের বড় মেয়ে ও স্ত্রীর পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। ০২-০৯ নং আসামীরা মোঃ মইমুর হোসেনের বসত ঘরে প্রবেশ করে ঘরে থাকা ৪ ভরি বিভিন্ন স্বর্ণের অলংকার, ২টি এ্যান্ডোয়েট মোবাইল, ঘরে রক্ষিত থাকা নগদ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় আসামীরা আমাদেরকে ধরে আমার বসত ঘরের মধ্যে ঢুকিয়ে বাহিরে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকী দেয়। এসময় ভুক্তভোগীদেও ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন সহ গ্রামের লোকজন এসে উপস্থিত হলে আসামীরা বাড়ীর আশপাশে লুকিয়ে পড়ে’। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ১২নং আসামী বাড়ীর গেটে পাহারা দিচ্ছিল। গ্রামের লোকজন ঘরের তালা ভেঙ্গে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং পার্শ্ববর্তী সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আসামীদেরকে গ্রামের লোকজনের সহযোগীতায় আটক করে থানা পুলিশের সংবাদ দেয়। গ্রামের লোকজন ভুক্তভোগীদের উদ্ধার কওে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে’। মামলার আসামীরা হলেন, ভুক্তভোগী মোঃ মইমুর হোসেনের জামাতা মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার গোকালখালী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম, ঢাকা জেলার উত্তরা-১২৩০ এর উত্তরা ব্যাপারীপাড়ার মৃত আঃ আওয়ালের ছেলে মোঃ আরিফ হোসেন, মোঃ মামুন হোসেন, সাভারের মৃত শাহ আলমের ছেলে মোঃ তানভিরুল ইসলাম, গাজীপুর জেলার টংগী থানার টংগী পূর্বপাড়ার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাহাত হোসেন, ওই এলাকার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ নাইম হোসেন, টংগী পূর্ব থানার এরশাদনগরের মৃত মুকুল হোসেনের ছেলে মোঃ সাগর, ওই এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ সাগর হোসেন, এরশাদনগরের মোঃ মফিজ মিয়ার ছেলে মোঃ মামুন হোসেন, উত্তর খান ব্যাপারীপাড়ার মামুন আহম্মদের স্ত্রী মোছাঃ নার্গিস খাতুন, একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ মিনারা ও ভোলা জেলার দৌলতখান থানার হাওয়লাদার বাড়ী এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ সাকিল হোসেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

১১ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা  #১১  #জুলাই  #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #ইপেপার  #সংবাদপত্র
11/07/2025

১১ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা
#১১ #জুলাই #দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #ইপেপার #সংবাদপত্র

১০ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা  #১০  #জুলাই  #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #পত্রিকা  #ইপেপার  #সংবাদ  #খবর  #আজকের
10/07/2025

১০ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা
#১০ #জুলাই #দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #পত্রিকা #ইপেপার #সংবাদ #খবর #আজকের

 #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #ইপেপার ০৯-০৭-২০২৫ তারিখের পত্রিকা
09/07/2025

#দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #ইপেপার
০৯-০৭-২০২৫ তারিখের পত্রিকা

০৩ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা #জুলাই  #ই-পেপার  #পেপার  #পত্রিকা  #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #সংবাদ  #পত্র  #নিউজ
03/07/2025

০৩ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা
#জুলাই #ই-পেপার #পেপার #পত্রিকা #দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #সংবাদ #পত্র #নিউজ

01/07/2025

সাতক্ষীরা সদরের আলিপুর ঢালিপাড়া এলাকা থেকে যাত্রীবেশে মোটরভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রাত সাড়ে ১১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
#ছিনতাই #সাতক্ষীরা #ভ্যান

30/06/2025

সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে যা বললেন ক্লাবের সেক্রেটারি সাংবাদিক আব্দুল বারি....

#সাতক্ষীরা #প্রেসক্লাব #হামলা #সংবাদ #খবর দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

Address

Palashpole
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা:

Share

Category

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গিকার নিয়ে নিয়ে ২০১৮ সালের ৩০ জুলাই যাত্রা শুরু করে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা। সত্য প্রকাশের প্রত্যয়ে দৈনিক পত্রিকাটি দু বছর অতিক্রম করেছে। পাঠকের জন্য আগামী দিনে আরো নতুন কিছু উপহার দিতে আমাদের পুরাতন অনলাইন সংস্করণ বর্তমানে মাল্টিমিডিয়া নিউজ পোর্টালে রুপান্তর করা হয়েছে। সব খবর সবার আগে জানতে সুপ্রভাত সাতক্ষীরার (www.suprovatsatkhira.com) সাথেই থাকবেন।