দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা SuprovatSatkhira

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুরঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলানিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে গুন্ডা ভ...
11/07/2025

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর
ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা
নিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর বাড়িতে এসে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার হাড়তদহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় রোহনা আক্তার শীলা নামের একটি মেয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হাড়তদহ এলাকার মৃত মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মইমুর হোসেন নিজ জামাতাসহ ১২জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার গোকালখালী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ রাকিবুল ইসলামের সাথে সাতক্ষীরা সদর উপজেলার হাড়তদহ গ্রামের মোঃ মইমুর হোসেনের মেঝ মেয়ে রোকসানা আক্তার সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাতা মোঃ রাকিবুল ইসলাম অদ্যবধি পর্যন্ত বিভিন্ন অজুহাতে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে মোঃ মইমুর হোসেন তার মেয়ের মাধ্যমে জানতে পারে জামাতা মোঃ রাকিবুল ইসলাম নেশাগ্রহস্থ ও অনলাইন জুয়ার একজন বড় এজেন্ট। এরমধ্যে বিগত ১মাস ধরে স্ত্রী ও শ্বশুরের কাছে আরও টাকা দাবী করলে তা দিতে অস্বীকার করেন শ্বশুর মোঃ মইমুর হোসেন। এজাহার সূত্রে আরো জানা গেছে, এরই জের ধরে গত ০২ জুলাই সকাল অনুমান ১০টার দিকে রোকসানা আক্তার সীমা তার বাবার কাছে মোবাইল করে বলে রাকিবুল তাকে টাকার জন্য অনেক নির্যাতন করছে এবং তাকে ইলেকট্রিক শক দিয়েছে। সেসময় মেয়েকে সাতক্ষীরায় চলে আসার জন্য বললে জাসাতা রাকিবুল ইসলাম একটি ঘওে স্ত্রীকে আটকিয়ে রাখে। সেই থেকে মেয়ের সাথে আর যোগাযোগ করতে না পেরে জামাতা রাকিবুল ইসলামের কাছে মোবাইল করলে জামাতা শ্বশুরে সাথে অশোভনীয় আচরন শুরু করে। একপর্যায়ে স্ত্রীকে সাথে নিয়ে ঢাকায় জামাতার বাড়ীতে যান মোঃ মইমুর হোসেন। জামাতার বাড়ীতে নিজ মেয়েকে না পেয়ে জামাতা রাকিবুল ইসলামের সাথে কথা বলতে গেলে শ্বশুর-শ্বাশুড়িকে বাড়ী থেকে বের করে দেয় জামাতা রাকিবুল ইসলাম। মেয়েকে না পেয়ে নিরুপায় হয়ে স্ত্রীকে সাথে নিয়ে সাতক্ষীরায় চলে আসেন ভুক্তভোগী মোঃ মইমুর হোসেন। এরপর থেকে মেয়ের কোন যোগাযোগ হয়নি তাদের। এজাহার সূত্রে আরো জানা গেছে, সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জামাতা রাকিবুল ইসলামসহ ১২জন একটি মাইক্রোযোগে সাতক্ষীরার হাড়তদহে মোঃ মইমুর হোসেনের বাড়িতে আসে। এসেই এজাহারে উল্লেখিত ১০ ও ১১নং আসামীদ্বয় মোঃ মইমুর হোসেনের বাড়ীর গেটে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এসময় মোঃ মইমুর হোসেনের স্ত্রী গেট খোলা মাত্রই সকল আসামীরা বাড়ীর মধ্যে প্রবেশ করে মোঃ মইমুর হোসেরেন স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় মোঃ মইমুর হোসেন ও তার বড় মেয়ে সোহানা আক্তার স্মৃতি ও ছোট মেয়ে রোহনা আক্তার শীলা ঘর থেকে বাইরে আসার সাথে সাথে সকল সকল আসামীরা জিআই পাইপ, লোহার রড, কাঠের রুল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা শুরু করে। এ সময় ১নং আসামী জামাতা রাকিবুল ইসলামকে এহেন কর্মকান্ড করার কারণ জিজ্ঞাসা করা মাত্রই রাকিবুলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে মোঃ মইমুর হোসেনের মাথায় কোপ মারতে গেলে ছোট মেয়ে ঠেকাতে গিয়ে তার ডান কপালের উপর চোখের নীচে চোয়াল বরাবর লেগে কাটা রক্তাক্ত জখম হয় (যা ডাক্তার দ্বারা ২০ টি সেলাই দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে)’। মোঃ মইমুর হোসেন এজাহারে আরো উল্লেখ করেছেন, আঘাতপ্রাপ্ত হয়ে তার ছোট মেয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকলে ২,৩,৪,৫নং আসামীরা তার ছোট মেয়েকে মাটিতে ফেলে জিআই পাইপ দিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করতে থাকে। অন্যদিকে ৬,৭,৮,৯নং আসামীরা মোঃ মইমুর হোসেরেন বড় মেয়ে ও স্ত্রীকে জিআই পাইপ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এসময় জামাতা রাকিবুল ইসলাম মোঃ মইমুর হোসেনের মাথায় ছুরির উল্টো পিট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে বলে যে, তোর মেয়েকে শেষ করেছি এখন তোকে শেষ করব বলে রাকিবুল ইসলাম তার শ্বশুরর মোঃ মইমুর হোসেনকে মাটিতে ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মারামারি চলাকালিন সময়ে ০২ থেকে ০৯নং আসামীরা মোঃ মইমুর হোসেনের বড় মেয়ে ও স্ত্রীর পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। ০২-০৯ নং আসামীরা মোঃ মইমুর হোসেনের বসত ঘরে প্রবেশ করে ঘরে থাকা ৪ ভরি বিভিন্ন স্বর্ণের অলংকার, ২টি এ্যান্ডোয়েট মোবাইল, ঘরে রক্ষিত থাকা নগদ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় আসামীরা আমাদেরকে ধরে আমার বসত ঘরের মধ্যে ঢুকিয়ে বাহিরে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকী দেয়। এসময় ভুক্তভোগীদেও ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন সহ গ্রামের লোকজন এসে উপস্থিত হলে আসামীরা বাড়ীর আশপাশে লুকিয়ে পড়ে’। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ১২নং আসামী বাড়ীর গেটে পাহারা দিচ্ছিল। গ্রামের লোকজন ঘরের তালা ভেঙ্গে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং পার্শ্ববর্তী সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আসামীদেরকে গ্রামের লোকজনের সহযোগীতায় আটক করে থানা পুলিশের সংবাদ দেয়। গ্রামের লোকজন ভুক্তভোগীদের উদ্ধার কওে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে’। মামলার আসামীরা হলেন, ভুক্তভোগী মোঃ মইমুর হোসেনের জামাতা মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার গোকালখালী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম, ঢাকা জেলার উত্তরা-১২৩০ এর উত্তরা ব্যাপারীপাড়ার মৃত আঃ আওয়ালের ছেলে মোঃ আরিফ হোসেন, মোঃ মামুন হোসেন, সাভারের মৃত শাহ আলমের ছেলে মোঃ তানভিরুল ইসলাম, গাজীপুর জেলার টংগী থানার টংগী পূর্বপাড়ার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাহাত হোসেন, ওই এলাকার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ নাইম হোসেন, টংগী পূর্ব থানার এরশাদনগরের মৃত মুকুল হোসেনের ছেলে মোঃ সাগর, ওই এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ সাগর হোসেন, এরশাদনগরের মোঃ মফিজ মিয়ার ছেলে মোঃ মামুন হোসেন, উত্তর খান ব্যাপারীপাড়ার মামুন আহম্মদের স্ত্রী মোছাঃ নার্গিস খাতুন, একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ মিনারা ও ভোলা জেলার দৌলতখান থানার হাওয়লাদার বাড়ী এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ সাকিল হোসেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

১১ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা  #১১  #জুলাই  #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #ইপেপার  #সংবাদপত্র
11/07/2025

১১ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা
#১১ #জুলাই #দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #ইপেপার #সংবাদপত্র

১০ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা  #১০  #জুলাই  #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #পত্রিকা  #ইপেপার  #সংবাদ  #খবর  #আজকের
10/07/2025

১০ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা
#১০ #জুলাই #দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #পত্রিকা #ইপেপার #সংবাদ #খবর #আজকের

 #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #ইপেপার ০৯-০৭-২০২৫ তারিখের পত্রিকা
09/07/2025

#দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #ইপেপার
০৯-০৭-২০২৫ তারিখের পত্রিকা

০৩ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা #জুলাই  #ই-পেপার  #পেপার  #পত্রিকা  #দৈনিক  #সুপ্রভাত  #সাতক্ষীরা  #সংবাদ  #পত্র  #নিউজ
03/07/2025

০৩ জুলাই ২০২৫ তারিখের পত্রিকা
#জুলাই #ই-পেপার #পেপার #পত্রিকা #দৈনিক #সুপ্রভাত #সাতক্ষীরা #সংবাদ #পত্র #নিউজ

01/07/2025

সাতক্ষীরা সদরের আলিপুর ঢালিপাড়া এলাকা থেকে যাত্রীবেশে মোটরভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রাত সাড়ে ১১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
#ছিনতাই #সাতক্ষীরা #ভ্যান

30/06/2025

সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে যা বললেন ক্লাবের সেক্রেটারি সাংবাদিক আব্দুল বারি....

#সাতক্ষীরা #প্রেসক্লাব #হামলা #সংবাদ #খবর দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

27/06/2025

সাতক্ষীরায় ঐতিহ্য আর ভক্তির মেলবন্ধনে অনুষ্ঠিত হলো রথযাত্রা
#সাতক্ষীরা #রথ #যাত্রা #ঐক্য #ভক্তি #মেলবন্ধন #অনুষ্ঠিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

সাবেক ব্যাংকার আজিজুর রহমান’র মৃত্যুতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পরিবারের গভীর শোক জ্ঞাপনসুপ্রভাত ডেস্ক : জনতা ব্যাংকের স...
26/06/2025

সাবেক ব্যাংকার আজিজুর রহমান’র মৃত্যুতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পরিবারের গভীর শোক জ্ঞাপন
সুপ্রভাত ডেস্ক : জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ¦ মো: আজিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত পত্রিকা পরিবার গভীর শোক জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আলহাজ¦ মো: আজিজুর রহমান বার্ধক্য জনিত কারনে বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি সাতক্ষীরার সিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাকালীন সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মরহুম আজিজুর রহমান দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক, সম্পাদক প্রয়াত একেএম আনিছুর রহমানের পিতা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য খালিদুর রহমানের দাদা। প্রয়াত আজিজুর রহমান একজন সমাজ সেবক, সদালপী ও মানব দরদী মানুষ ছিলেন। সদা হস্যউজ্জল দরদী মানুষটিকে হারিয়ে তার পরিবার ও কর্মজীবনের শত শত সহকর্মীসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দেয়া মরহুমের পারিবারিক কবরস্থানে জনাজা নামাজ শেষে দাফন করা হয়। তিনি শহরের পারকুখরালী গ্রামের সম্ভ্রন্ত বসিন্দা ছিলেন।
মরহুমের মৃত্যুতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পত্রিকার নির্বাহী সম্পাদক মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার তরিকুল ইসলাম, সর্কুলেশন সহযোগী রোকনুজ্জামান, পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাফিজুল ইসলাম আক্কাজ, পত্রিকাটির কলারোয়া প্রতিনিধি জাকির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি শাওন আহম্মেদ সোহাগ, তালা প্রতিনিধি জুলফিকার রায়হান, আশাশুনি প্রতিনিধি সমীর রায় প্রমুখ।
অনুরুপ এক শোক বার্তায় সমবেদনা জানিয়ে ও মরহুহের আত্মার শান্তি কামনা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সিটি সেন্টারের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সুপ্রভাতের প্রায়ত সম্পাদক আনিসের পিতার মৃত্যুতেসাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপনপ্রেস বিজ্ঞপ্তি : দৈনিক সুপ্রভাত সা...
26/06/2025

সুপ্রভাতের প্রায়ত সম্পাদক আনিসের পিতার মৃত্যুতে
সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সদস্য একেএম আনিসুর রহমানের পিতা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানিত সদস্য খালিদ হাসানের দাদা, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ¦ মো: আজিজুর রহমান (৮৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি সাতক্ষীরা শহরের পারকুখরালীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুই, কার্য নির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

২৫ জুন ২০২৫ তারিখের পত্রিকা           #পত্রিকা  #সুপ্রভাত  #সাতক্ষীরা দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা
24/06/2025

২৫ জুন ২০২৫ তারিখের পত্রিকা
#পত্রিকা #সুপ্রভাত #সাতক্ষীরা দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

সাতক্ষীরায় লোটো ও লি কুপারের দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের জাঁকজমক উদ্বোধননিজস্ব প্রতিনিধি : বিশ্ববিখ্যাত ও আন্তর্জাতিক ব্র্য...
24/06/2025

সাতক্ষীরায় লোটো ও লি কুপারের দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের জাঁকজমক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : বিশ্ববিখ্যাত ও আন্তর্জাতিক ব্র্যান্ড লোটো এবং লি কুপার তাদের ১২৯তম ও ১৩০তম ফ্ল্যাগশিপ আউটলেট সাতক্ষীরায় যুগপৎ উদ্বোধন করেছে। এই মাইলফলক অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাতক্ষীরার ফ্যাশনপ্রেমীদের জন্য বিশ্বমানের পণ্য আরও কাছে নিয়ে এলো। উদ্বোধনের সাথে সাথে শো-রুম দুটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফ্যাশনপ্রেমীদের উৎসাহ আর আকর্ষণীয় ছাড়ের ঘোষণায় সাতক্ষীরার নতুন ফ্যাশন ঠিকানা যেন উৎসবমুখর হয়ে উঠেছে!

১২৯তম আউটলেটটি উদ্বোধন হয়েছে বড় বাজার রোডে, আল আরাফা ব্যাংকের নিচে, এবং ১৩০তম আউটলেটটি অবস্থিত কালিগঞ্জ রোডে, মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের বিপরীতে সিদ্দিক সুপার মার্কেটে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আউটলেট দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মোঃ তাসকিন আহমেদ চিশতি, বিশিষ্ট ব্যবসায়ী ও লেক ভিউ হোটেলের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম বাবলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, এবং এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম।

উদ্বোধন উপলক্ষে লোটো ও লি কুপার নিয়ে এসেছে আকর্ষণীয় ছাড়ের অফার। ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন প্রথম ৫০ জন ক্রেতা পাবেন ৫০% ছাড়, পরবর্তী ৪০ জন পাবেন ৪০% ছাড়, ৩০ জন পাবেন ৩০% ছাড়, ২০ জন পাবেন ২০% ছাড়, এবং তৎপরবর্তী সকল ক্রেতা পাবেন ১০% ছাড়। এই অফার সাতক্ষীরার ফ্যাশনপ্রেমীদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম জানান, লোটো ও লি কুপারের নতুন আউটলেটগুলোতে রয়েছে বৈচিত্র্যময় ও স্টাইলিশ পণ্যের সমাহার। এর মধ্যে রয়েছে স্পোর্টস সু লেদার সু, মোকাসিন, স্পোর্টস স্যান্ডেল, লেদার স্যান্ডেল, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট লেডিস সু ও স্যান্ডেল ।

তিনি আরও জানান, লোটোর পণ্যগুলোতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা আরাম ও স্থায়িত্ব নিশ্চিত করে। বুস্ট টেকনোলজি, হালকা ওজনের জন্য ক্লান্তি কমায় এবং দীর্ঘ সময় আরাম প্রদান করে। হ্যান্ড ফ্রি টেকনোলজি হাতের স্পর্শ ছাড়াই পরা ও খোলা যায়। এএফএম টেকনোলজি সর্বোচ্চ আরাম নিশ্চিত করে। আল্ট্রা ড্রাই টেক টেকনোলজি, শরীরে ঠান্ডা ও শুষ্ক অনুভূতি প্রদান করে। এই প্রযুক্তিগুলো লোটোর পণ্যকে করে তুলেছে স্বাস্থ্যসম্মত, ফ্যাশনেবল এবং দীর্ঘস্থায়ী।

কোম্পানির কর্মকর্তারা আশা প্রকাশ করে জানান, সাতক্ষীরার ফ্যাশন সচেতন তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা এই তিন দিনে তাদের পছন্দের কালেকশন বেছে নেবেন। প্রতিষ্ঠানটি ক্রেতাদের শৃঙ্খলাবদ্ধভাবে আউটলেটে এসে আনন্দের সঙ্গে কেনাকাটা করার আহ্বান জানিয়েছে।
লোটো ও লি কুপারের এই উদ্যোগ সাতক্ষীরার ফ্যাশন জগতে নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয়রা আশাবাদী।

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা:

Share

Category

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গিকার নিয়ে নিয়ে ২০১৮ সালের ৩০ জুলাই যাত্রা শুরু করে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা। সত্য প্রকাশের প্রত্যয়ে দৈনিক পত্রিকাটি দু বছর অতিক্রম করেছে। পাঠকের জন্য আগামী দিনে আরো নতুন কিছু উপহার দিতে আমাদের পুরাতন অনলাইন সংস্করণ বর্তমানে মাল্টিমিডিয়া নিউজ পোর্টালে রুপান্তর করা হয়েছে। সব খবর সবার আগে জানতে সুপ্রভাত সাতক্ষীরার (www.suprovatsatkhira.com) সাথেই থাকবেন।