
28/08/2025
যারা তৌহিদ আফ্রিদির গ্রে*ফতার এর কথা শুনে আলহামদুলিল্লাহ বলছেন এবং বিভিন্ন ভাবে তার শা*স্তি ছাইছেন তাদের কাছে জানতে চাই, তৌহিদ আফ্রিদি তো কন্টেন্ট তৈরি করার জন্য হলেও জীবনে অনেক মানুষের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে নিজের শ্রম এবং অর্থ দিয়ে বিভিন্ন মহামারীর সময় দেশের অসহায় মানুষের পাশে থেকেছেন। কিন্তু আপনারা জীবনে কার জন্য কি করছেন?
খারাপ ভালো মিলেই একটা মানুষের জীবন।আর খারাপ কিছু করলে তার শাস্তি একদিন পাবেই।তাই হয়তো তৌহিদ আফ্রিদি ও পাচ্ছে।কিন্তু এখানে আলহামদুলিল্লাহ বলার কি আছে।আর যারা আলহামদুলিল্লাহ বলতেছেন তাদের নিজেদেের কোয়ালিটি কেমন আমার জানা নায়।কিন্তু হিসাব করে দেখেন তৌহিদ আফ্রিদি জীবনে যত মানুষের বড় বড় সাহায্য করেছে। আপনি সেটা করেন নি। @ তৌহিদআফ্রিদী