TAQWA Holy life

TAQWA Holy life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TAQWA Holy life, Video Creator, Turdanga Assasuni Satkhira, Satkhira.

আসসালামু আলাইকুম।
TAQWA Holy Life-এ আপনাকে স্বাগতম।আসুন, কোরআন ও সুন্নাহর জ্ঞানে দ্বীনের পথে সঙ্গী হতে পেজটি Follow করুন।
📢 আমাদের আয়োজন:
​📜 কোরআন ও হাদিসের শিক্ষা
​🎙️ ইসলামিক আলোচনা ও ওয়াজ
​🎶 আত্মশুদ্ধিমূলক গজল
​📖 বিশুদ্ধ কোরআন তেলাওয়াত।

আপনার জুমার দিনকে আরও সার্থক করুন: সহজ কিছু সুন্নাত  জুমার দিনে যা অবশ্যই করবেন! #জুম্মা_মোবারক  #জুম্মার_দিনের_আমল  #সু...
18/09/2025

আপনার জুমার দিনকে আরও সার্থক করুন: সহজ কিছু সুন্নাত জুমার দিনে যা অবশ্যই করবেন!

#জুম্মা_মোবারক #জুম্মার_দিনের_আমল #সুন্নতসমূহ
#সূরা_আল_কাহাফ #মিসঅক_করা #দরুদ_পড়া
#জুমার_দিনে_যা_অবশ্যই_করবেন #আমল

17/09/2025
আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। অযথা দুনিয়ার পিছে না ছুটে আল্লাহকে তালাশ করি #আল্লাহ   #অপরাধী  #খোঁজে  #ক্ষমা ...
14/09/2025

আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু।
অযথা দুনিয়ার পিছে না ছুটে আল্লাহকে তালাশ করি
#আল্লাহ #অপরাধী #খোঁজে #ক্ষমা #সুবহানাল্লাহ

তুয়ারডাঙ্গা ঈদগা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা শফিকুর রহমানের মেজো ছেলে কারী আইয়ুব আলী । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গে...
12/09/2025

তুয়ারডাঙ্গা ঈদগা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা শফিকুর রহমানের মেজো ছেলে কারী আইয়ুব আলী । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তুমি তাকে বেহেস্ত নসিব কর।

10/09/2025
‎ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদ...
10/09/2025

‎ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মোঃ মহিউদ্দিন খান বিজয়ী।

‎এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন।

‎ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোঃ আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ পেয়েছেন ১৪০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।

‎জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

‎সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মোঃ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৭৭২ ভোট।

‎সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে।

‎রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে।

‎তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

‎এর মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের । ভিপি প্রার্থী হিসেবে মোট পেয়েছেন ৩৩৮৯টি।

‎বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন ১১০৩ ভোট।

‎তবে নির্বাচনে কোনও কারচুপি হয়নি, বরং একটি মডেল নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

‎সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ। তারা সৎ ও সত্যকে খুঁজে নিয়েছে। সেই সাথে ভিসি মহোদয় ও সাধারণ শিক্ষকদের ধন্যবাদ। উনারা কারো রক্ত চক্ষুকে ভয় পায়নি। আমরা মনে করি এই সমাজে আবারো শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা ফিরে পাবে।

#সাদিক_কায়েম_ভিপি) #শিবির_বিজয়
‎ াদ_GS) #নির্বাচন_বর্জন #মোঃ_মহিউদ্দিন_খান_AGS) #ছাত্র_অধিকার #কারচুপির_অভিযোগ #ডাকসু_নির্বাচন২০২৫ #শিবির_প্যানেল

একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি কেন মনে করেন সাদিক কায়েম এবং শিবির প্যানেলের জয় প্রয়োজন।আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যা...
09/09/2025

একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি কেন মনে করেন সাদিক কায়েম এবং শিবির প্যানেলের জয় প্রয়োজন।

আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নই, কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের রাজনীতি সব সময় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ডাকসু নির্বাচন নিয়ে সবার মতো আমারও আগ্রহ আছে। বিভিন্ন মাধ্যমে খবর নিয়েছি, খোঁজখবর রাখছি।
আমার মতো আরও অনেকে মনে করে, আসন্ন ডাকসু নির্বাচনে যদি সাদিক কায়েম ভাই এবং শিবির প্যানেল জয়ী হয়, তাহলে তা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই নয়, বরং দেশের সকল শিক্ষার্থীর জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে।
কেন এই প্রত্যাশা?
তারা ছাত্রদের অধিকারের বিষয়ে আপসহীন।
তাদের মধ্যে রয়েছে নেতৃত্ব এবং পরিবর্তন আনার সৎ সাহস।
বর্তমান ছাত্র রাজনীতিতে সততা ও জবাবদিহিতার যে অভাব রয়েছে, তারা সেটি পূরণ করতে পারে।
আমার বিশ্বাস, সাদিক কায়েমের মতো নেতৃত্বই পারে ছাত্র রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে। সকল সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের চাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদের সঠিক প্রতিনিধি বেছে নিতে পারে।

#ডাকসু_নির্বাচন২০২৫ #সাদিক_কায়েম #শিবির_প্যানেল #ঢাকা_বিশ্ববিদ্যালয় #ভাইরাল_পোস্ট

09/09/2025

ইনশাল্লাহ
ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জয়ী হবে।
আপনারা কি মনে করেন।

এখনও বসে আছেন? মৃত্যুর পর কাঁধে করে মসজিদে যাওয়ার চেয়ে জীবিত অবস্থায় হেঁটে মসজিদে যাওয়া অনেক বেশি উত্তম। আসুন আল্লাহর জন...
07/09/2025

এখনও বসে আছেন? মৃত্যুর পর কাঁধে করে মসজিদে যাওয়ার চেয়ে জীবিত অবস্থায় হেঁটে মসজিদে যাওয়া অনেক বেশি উত্তম। আসুন আল্লাহর জন্য এই পদক্ষেপ নেই।
#মসজিদে #মৃত্যুর_পর #আল্লাহর #জীবিত_অবস্থায় #খাটিয়া

হে আল্লাহ।তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার আশায়, ফজরের নামাজের আগে আমায় জাগিয়ে দিও।              #বান্দা
06/09/2025

হে আল্লাহ।
তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার আশায়, ফজরের নামাজের আগে আমায় জাগিয়ে দিও।
#বান্দা

ভারতবর্ষ ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ! ‎ভারতবর্ষের হিন্দুদের সাথে মুসলমানদের এই বিশাল জিহাদ বা ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ...
02/01/2025

ভারতবর্ষ ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!
‎ভারতবর্ষের হিন্দুদের সাথে মুসলমানদের এই বিশাল জিহাদ বা ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে। আর এই ভবিষৎ বাণী করেছিলেন হযরত রাসুলে পাক (সা.)।

‎পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়াতুল হিন্দ” তথা হিন্দুস্থানের যুদ্ধ। যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্ম যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে। আর এই ভবিষৎ বাণী করেছিলেন হযরত রাসুলে পাক (সা.)।

‎কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ? আর ঈমানদার মুসিলমদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলাবাহুল্য রাখেনা। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান আর হিন্দ হলো স্থানের নাম। ১৪’শ বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রিলঙ্কা, অফগানিস্থান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান।

‎পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চুড়ান্ত বিজয় লাভ করবে।

‎মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ হবে যে হয় তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।

‎অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চুড়ান্ত যুদ্ধ। রাসুল (সা) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (সা.) কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ (সা.) আপনি এমন করছেন কেন!

‎রাসুল (সা.) বললেন, আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ’লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ (সা.) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (সা.) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।

‎ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।

‎দয়াল নবী রাসুলে পাক (সা.) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য (সুবহানাল্লাহ)।

‎তিনি আরো বলেছেন, ঐ সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন।

07/12/2024

এগুলোর কারণেই তো জিনা। কথাগুলো শুনেন এগুলো অহরহ ঘটছে। মাওঃ গোলাম সারোয়ার সাঈদী।

#মাওঃগোলামসরোয়ারসাঈদী #সাঈদী #জিনা #বাবামেয়ে

Address

Turdanga Assasuni Satkhira
Satkhira
9460

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA Holy life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category