Al amine 007

Al amine 007 নিজেকে আজ দেয়াল ঘড়ির মতো মনে হয়। প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না।
(2)

কাবিননামা,,,,,কাজী যখন কাবিননামায় দেনমহরের টাকা লিখছিলো মেয়েটি হঠাৎ কাজীর কাছ থেকে কলম-কাগজ নিয়ে বলে উঠে 😮"আমার কাবিননাম...
22/01/2024

কাবিননামা,,,,,

কাজী যখন কাবিননামায় দেনমহরের টাকা লিখছিলো মেয়েটি হঠাৎ কাজীর কাছ থেকে কলম-কাগজ নিয়ে বলে উঠে 😮
"আমার কাবিননামা আমি লিখবো,,ঠিক যা লিখবো আমাকে তা দিতে হবে 🤔
গরীব সেলেটা মেয়েটিকে প্রচুর ভালেবাসতো🥰 তাই মেয়েটির কথা মেনে নিয়ে,,দরদ ভরা কষ্টে মেয়েটিকে বল্লো এমন কিছু লিখোনা প্লিজ যা দেওয়ার মতো সামর্থ আমার নেই 😔

আমি গরীব হতে পারি,,কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাবোনা.😥
মেয়েটা ছেলেটার দিকে চোখ রাঙিয়ে কাবিনের ঐই টাকার যায়গায় কুট-কুট করে লিখে দিলো ছেলেটির নাম..🥰
আর সবার সামনে চিৎকার করে বলতে লাগলো,,যদি আমায় কখনো ছেড়ে যায় তাহলে আমি দেনমোহর বাবদ ওকে নিয়ে যাবো..আজ কান খুলে শুনে রাখুন সবাই 🤨

প্রতিটা স্বামী-স্ত্রী সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর পবিত্র ভালোবাসায়🥰
অর্থ,আভিজাত্য আর দেন মহরের টাকায় নয় 🙂

নারী নির্যাতন,,,,,,,,01১. আপনার মানসিক তৃপ্তি দেয় কে ?      ..... আপনার স্ত্রী২. আপনার শারীরিক তৃপ্তি দেয় কে ?      .......
04/01/2024

নারী নির্যাতন,,,,,,,,01

১. আপনার মানসিক তৃপ্তি দেয় কে ?
..... আপনার স্ত্রী

২. আপনার শারীরিক তৃপ্তি দেয় কে ?
..... আপনার স্ত্রী

৩. আপনাকে রান্না করে খাওয়ায় কে ?
..... আপনার স্ত্রী

৪. আপনার ঘর সাজিয়ে রাখে কে ?
..... আপনার স্ত্রী

৫. আপনার ঘর পরিষ্কার রাখে কে ?
..... আপনার স্ত্রী

৬. আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে ?
..... আপনার স্ত্রী

৭. আপনার বৃদ্ধ মা-বাবার সেবা যত্ন করে কে ?
..... আপনার স্ত্রী

৮. আপনাকে বাবা হতে সাহায্য করে কে ?
..... আপনার স্ত্রী

৯. আপনার ছেলে- মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে ?
..... আপনার স্ত্রী

১০. আপনার অসুস্থতার পাশে থাকে কে ?
..... আপনার স্ত্রী

তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেনো আপনি ? যৌতুক কি সামাজিক প্রথা নাকি ?

স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙ্গিয়ে পিটান কেনো আপনি ?

একজন নারী এতো কিছু করার পর ও কেনো কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না ?

এটাই কি আপনার সমাজ ?

আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন,, আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে,, যেইটা আপনি করবেন 🥰

,,,,,,,,,,,,,,,,,,,Al amine 007,,,,,,,,,,

03/01/2024
01/01/2024

💘💘কিছু কিছু সম্পর্ক থাকে-        যার কোনো ভবিষ্যতে থাকে না-কিন্তু ভালোবাসা থাকে অনেক গভীর...💘💘💘💘💘💘💘💘💘💘💘💘                ...
31/12/2023

💘💘কিছু কিছু সম্পর্ক থাকে-
যার কোনো ভবিষ্যতে থাকে না-
কিন্তু ভালোবাসা থাকে অনেক গভীর...
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

Happy New year 2024

30/12/2023

স্বামী স্ত্রী মধ্যে বয়সের ব্যাবধান কতো হওয়া উচিত?!

আজ রাত ১২ টার পর থেকে, চাঁদের পাশে লাল আকৃতির গোল চিহ্ন  দেখা যাচ্ছে।   #শ্রমিক_জীবন      ゚
22/12/2023

আজ রাত ১২ টার পর থেকে, চাঁদের পাশে
লাল আকৃতির গোল চিহ্ন দেখা যাচ্ছে।

#শ্রমিক_জীবন ゚

21/12/2023

নিজ দায়িত্বে কাজ করা।

বিবরণ:-
নিজ দায়িত্বে কাজ করা ।
মেসার্স সারিকা ব্রিকস
মুক্তাগাছা, ময়মনসিংহ ।

#শ্রমিক_জীবন

20/12/2023

মা মইরা গেছে তোমার পাগল ছেলে।
কণ্ঠশিল্পী Sapqul lsiam

#শ্রমিক_জীবন ゚

প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্য কিছু বলছি........ ✍️✍️ বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে,দেখে নিন বিল্ডিং এর ...
18/12/2023

প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্য কিছু বলছি........ ✍️✍️

বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে,দেখে নিন বিল্ডিং এর মানুষগুলো মানুষ কি না।একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে না শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। মেয়ের জন্য যখন কোন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। তখন আপনি দেখেন ছেলের বাড়ি,গাড়ি, ব্যাংক ব্যালেন্স।অথচ এই কথাটি একটিবারের জন্য চিন্তা করেন না।ছেলেটি মদ খায়,না গাজা খায়, না হিরোইন খায়,কি ভা ইয়াবার সাথে সম্পর্কিত।ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে মেয়েটাকে বিয়ে দেন। বিয়ের পর কিছুদিন যেতে না যেতে, মেয়েটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তাই মা-বাবা দেরকে বলতেছি টাকা পয়সা প্রকৃত সুখ না। মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটা সম্পর্কে যাচাই-বাছাই করে নিন। ছেলেটার যোগ্যতা,সততা, আদর্শ, কর্মঠ এবং ছেলে হিসেবে সে কেমন।দালান কোটা টাকা পয়সা হলেই আপনার মেয়েকে যে সুখে রাখবে বিষয়টা এরকম না।
মনে রাখবেন,একটা কথা। মেয়েরা সুখি হয় তার স্বামীর ভালোবাসায় কেয়ার করাতে ও তাকে বুঝার মতো একটা মানুষ চাই😘

দালান কোটা,ধন সম্পত্তিতে সুখি হওয়া যায় না..❌. Al amine 007

#শ্রমিক_জীবন ゚

12/12/2023

গুলিস্তান টোল প্লাজার সামনে পাবলিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

#শ্রমিক_জীবন ゚

12/12/2023

গণমানুষের অধিকার।

#শ্রমিক_জীবন ゚

সারিকা ব্রিকস,    মুক্তাগাছা ময়মনসিংহ।
10/12/2023

সারিকা ব্রিকস,
মুক্তাগাছা ময়মনসিংহ।

07/12/2023

আমাদের ভাটার কাজ।

#শ্রমিক_জীবন ゚

06/12/2023

আজ আমাদের ভাটায় ভোরের পাখির সাথে দেখা মিলল।

আজ আমাদের ভাটায় ভোরের পাখির সাথে দেখা মিলল।

#শ্রমিক_জীবন ゚

19/11/2023

১৮/১১/২০২৩ ৪:৩০মিনিটে আগুন 🔥 হয়েছে।

#শ্রমিক_জীবন ゚

18/11/2023

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ,
আমাদের ভাটায় আগুন দেয়া হলো।

#শ্রমিক_জীবন ゚

13/11/2023

05/11/2023 গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।.. আগড়ঘাটা,পাইগাছা, খুলনা...!

#শ্রমিক_জীবন

13/11/2023

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।.. আগড়ঘাটা,পাইগাছা, খুলনা...!

#শ্রমিক_জীবন

03/11/2023

ঘেরে মাছ ধরতে গিয়ে ছিলাম।

নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়।              সংঘ সবাই দেবে, অর্থ কেউ দেবে না।
02/11/2023

নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়।
সংঘ সবাই দেবে, অর্থ কেউ দেবে না।

23/10/2023

নৌকা বাইচ অনুষ্ঠিত
দুলুয়া বাজার,তালা, সাতক্ষীরা,,,।

Address

Satkhira
9420

Telephone

+8801910404064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al amine 007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like