Cricket T20 2014

Cricket T20 2014 - রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা,
- ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা
................ 💞💞💞................

বাংলাদেশে ১৮ কোটি জনগন....কিন্তু মানুষ কয়জন....?
05/12/2025

বাংলাদেশে ১৮ কোটি জনগন....
কিন্তু মানুষ কয়জন....?

বর্তমান বাংলাদেশ টিম নিয়ে সন্তুষ্ট.............?
01/11/2025

বর্তমান বাংলাদেশ টিম নিয়ে সন্তুষ্ট.............?

18/10/2025

বাংলাদেশের প্রতি মানুষের দেশপ্রেম আছে কিনা সেটা খেলা হলেই বুঝা যায়।

Lasit Malinga.... মনে করেন...... আপনিও  কি তাই....?
03/10/2025

Lasit Malinga.... মনে করেন......
আপনিও কি তাই....?

03/10/2025
ফিভার পেজে হামজার ছবি.......আলহামদুলিল্লাহ।
01/10/2025

ফিভার পেজে হামজার ছবি.......
আলহামদুলিল্লাহ।

এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে। চার দশকেরও বেশি সময় কেটে গেলেও এতদিন একবারও হয়নি ভারত–পাকিস্তান ফাইনাল। অবশেষে...
29/09/2025

এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে। চার দশকেরও বেশি সময় কেটে গেলেও এতদিন একবারও হয়নি ভারত–পাকিস্তান ফাইনাল। অবশেষে ৪১ বছরের সেই অচলায়তন ভাঙল বাংলাদেশের কল্যাণেই ২০২৫ সালে হলো বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ফাইনাল।

১৯৮৬ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে পা রেখেছিল বাংলাদেশ। দীর্ঘ এই যাত্রায় আমরা বারবার লড়েছি, শিখেছি, সংগ্রাম করেছি। কিন্তু এখনও যেন শিক্ষা সফরের ছাত্র হয়ে আছি স্বপ্নের সোপান ছোঁয়ার আগে হোঁচট খেয়ে পড়েছি বারবার।

টাইগারদের পরাজয়ে ভেঙে গেছে লাখো সমর্থকের হৃদয়। হতাশা আর ক্ষোভে কেউ কেউ ছিঁড়ে ফেলেছেন জার্সি, গলা ফাটিয়ে চিৎকার করেছেন আক্ষেপে। কারণ এই দলটাই তাদের স্বপ্ন, তাদের আবেগ, তাদের অহংকার।

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest amo...
29/09/2025

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!

ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের হারানোর কিছু ছিল না। বরং, এই ম্যাচের বড় উপহার হলো সাইফ।বড় দলের বিপক্ষে ব্যাট করা সহজ নয়। স্পিন ...
25/09/2025

ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের হারানোর কিছু ছিল না। বরং, এই ম্যাচের বড় উপহার হলো সাইফ।

বড় দলের বিপক্ষে ব্যাট করা সহজ নয়। স্পিন পিচে, যেখানে প্রতিটি বলই পরীক্ষার মতো, কোয়ালিটি স্পিনারদের সামনে দাঁড়িয়ে রান করা আরও কঠিন। আজ সাইফ সেই কঠিন পরীক্ষায় নিজেকে উজ্জ্বলভাবে প্রমাণ করেছেন।

ওপেনিংয়ে ব্যাট করার ক্ষমতা, প্রয়োজনমতো ‘পাওয়ার হিটিং’, চাপের মুহূর্তে দলের জন্য স্থিতি বজায় রাখা সবই আজ তার ব্যাটে আমরা দেখেছি। তাছাড়া, ছয় নম্বরে বোলিং করতে গিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা, তার বহুমুখী প্রতিভার আরও এক প্রমাণ।

বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে কি না, তা এখনও অনিশ্চিত। কিন্তু এই টুর্নামেন্ট থেকে একজন প্রতিভাবান ক্রিকেটারকে টিমে স্থায়ীভাবে রাখার সম্ভাবনা পাওয়া, তা নিজেই একটি বড় অর্জন।

সাইফ, তোমার অসাধারণ পারফরম্যান্সকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন।
এখানেই শেষ নয় এটি শুধু শুরু। যাত্রা এখনও অনেক দূর, এবং তার প্রতিটি মুহূর্তই অপেক্ষারত।





শুভ জন্মদিন আফিফ হোসেন ধ্রুব বাংলাদেশ ক্রিকেটের প্রতিশ্রুতিশীল এক তারকাযার ব্যাটিংয়ে আছে জেদ, আছে আগ্রাসনযেকোনো মুহূর্তে...
22/09/2025

শুভ জন্মদিন আফিফ হোসেন ধ্রুব

বাংলাদেশ ক্রিকেটের প্রতিশ্রুতিশীল এক তারকা
যার ব্যাটিংয়ে আছে জেদ, আছে আগ্রাসন
যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অদম্য ক্ষমতা। 🏏

তোমার প্রতিটি ইনিংস যেন হয়ে ওঠে দেশের গর্ব,
প্রতিটি রান যেন যোগ করে নতুন স্বপ্নের রঙ। 🇧🇩

তোমার জীবনের প্রতিটি দিন হোক সাফল্য, সুস্থতা আর আনন্দে ভরা।
বাংলাদেশকে আরও অনেকবার জয়ী করার শক্তি পাক তোমার ব্যাট।

❤️ শুভ জন্মদিন চ্যাম্প! এগিয়ে চলো আলোর পথে।

ইনফর্ম প্লেয়ার বসিয়ে হৃদয়কে টানা সুযোগ  পুরোনো ভুলে হাঁটছে বাংলাদেশ....?বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরেই এক অদ্ভুত প্রবণতা ...
21/09/2025

ইনফর্ম প্লেয়ার বসিয়ে হৃদয়কে টানা সুযোগ পুরোনো ভুলে হাঁটছে বাংলাদেশ....?

বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরেই এক অদ্ভুত প্রবণতা চলছে একবার সুযোগ পাওয়া খেলোয়াড়কে ফর্ম যাই হোক না কেন, বারবার একাদশে রাখা হয়। তাওহীদ হৃদয়ও যেন সেই ধারাবাহিকতার ফল। যদিও হঠাৎ একদিন তিনি ভালো খেলতে পারেন, কিন্তু ইনফর্ম ক্রিকেটারকে বাইরে রেখে একই খেলোয়াড়কে ধরে রাখা আসলে পুরোনো ব্যর্থতার পুনরাবৃত্তি।

ফিফথ বোলারের অভাব

গত ম্যাচেই সবচেয়ে বড় সমস্যা ছিল ফিফথ বোলারের অনুপস্থিতি। তাই একই একাদশ নামানো বোকামি ছাড়া কিছু হতো না। এখানে তানজিম সাকিব কিংবা শরিফুলকে দলে আনা দরকার ছিল। অথচ নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে হৃদয়কে রাখা হয়েছে যা যৌক্তিক মনে হচ্ছে না।

সোহানকে সুযোগ না দেওয়া অন্যায়?

রিশাদকে বাদ দিয়ে শেখ মেহেদীকে নেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটারদের জন্য। তবে যেহেতু মেহেদী অলরাউন্ডার, সোহানকে রেখেই হৃদয়কে বাদ দেওয়া যেত। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে খেলোয়াড়দের অযথা লেবেল দেওয়ার প্রবণতা আছে—কেউ ওপেনার, কেউ মিডল অর্ডার, কেউ আবার ফিনিশার! অথচ শামীম হোসেন আর জাকের আলির মতো সোহানও দায়িত্ব নিয়ে ইনিংস গড়তে পারতেন।

ব্যাটিং অর্ডারে ভিন্ন সমাধান

শ্রীলঙ্কার বিপক্ষে শামীম-জাকেরের দুর্দান্ত পার্টনারশিপই প্রমাণ করেছে “ফিনিশার” নামের আলাদা কোনো ট্যাগের দরকার নেই। চাইলে ৪ নম্বরে জাকের, ৫-এ সোহান, ৬-এ শামীম এবং ৭-এ শেখ মেহেদীকে খেলানো যেত। এতে ব্যাটিং গভীরতাও বাড়ত, আর সোহানও নিয়মিত সুযোগ পেতেন।

হৃদয় কি টি-২০ উপযোগী?

তাওহীদ হৃদয় বর্তমানে টি-২০ দলে এক বড় প্রশ্নবোধক। তার স্লো স্ট্রাইক রেট বারবার দলকে পিছিয়ে দেয়। বাস্তবে তিনি ওডিআই ফরম্যাটের জন্য উপযুক্ত, সেখানে মনোযোগী হলে জাতীয় দলকে অনেক বেশি দিতে পারবেন। কিন্তু টি-২০ তে বিকল্প খোঁজা এখন সময়ের দাবি।

পরিবর্তনের সময়

টি-২০ যুগে সফল হতে হলে দরকার সাহসী একাদশ, নতুন গেমপ্ল্যান আর আধুনিক মানসিকতা। বাংলাদেশেরও এখন সেই পরিবর্তনটাই সবচেয়ে বেশি প্রয়োজন।

Address

Satkhira

Telephone

+8801712368445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket T20 2014 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket T20 2014:

Share