MAR Abeer

MAR Abeer Surely with suffering there is relief

⭕ভারনিক্স⭕নবজাতকের শরীরে জন্মের পর যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে।এই ভারনিক্স সম্পর্কে অনেকে অ...
24/03/2024

⭕ভারনিক্স⭕
নবজাতকের শরীরে জন্মের পর যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে।

এই ভারনিক্স সম্পর্কে অনেকে অবগত নয়,
জন্মের পর বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।

◾ভারনিক্স মায়ের গর্ভে থাকাকালীন সময়ে শিশুর ত্বককে রক্ষা করে।
◾এটি শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।

◾নবজাতকের শরীরের তাপমাত্রা কমে যেতে বাধা দেয়
অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ।

জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। যতক্ষন রাখা যায় রেখে দিতে হবে। WHO এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।

Rewrite:ডাঃআব্দুল লতিফ
© ডাঃমোঃ মোরশেদ আলম বাবলু!

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when MAR Abeer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAR Abeer:

Share