Imran Hossain

Imran Hossain এমন জীবন করিব গঠন মরিলে হাসিব আমি কাঁদিবে ভুবন।

29/09/2024

" অফার ❤️অফার ❤️ অফার "✅✅✅ঈদ পরবর্তী অর্ডারেও পাচ্ছেন ১৫% ছাড়!😱আপনাদের চাহিদার কথা বিবেচনা করে এই অফারটি এখনো চালু রাখা...
23/06/2024

" অফার ❤️অফার ❤️ অফার "✅✅✅

ঈদ পরবর্তী অর্ডারেও পাচ্ছেন ১৫% ছাড়!😱
আপনাদের চাহিদার কথা বিবেচনা করে এই অফারটি এখনো চালু রাখা হয়েছে।

👉চোখ ঢেকে পূর্ণ পর্দা করার জন্য পারফেক্ট একটি সেট।
👉 বোরকা মুসলিম কান্ট্রির মা-বোনদের জন্য এক অনন্য ও আভিজাত পোশাক।

বোরকা এমন একটি পোশাক,এটা যেমনিভাবে রক্ষা পায় আল্লাহর মনোনীত পর্দার বিধান , তেমনি ভাবে বজায় থাকে আভিজাত্য।

ছোট কিংবা বড়!
যে বোরকা মন জিতেছে সবার,
এবার মন জিতবে আপনারও।

প্রাইস একেবারে রিজনেবল,

প্রোডাক্টের গ্যারান্টি : সেলাই ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ফেরত দিতে পারবেন ।
সরাসরি নিজেদের ফ্যাক্টরি থেকে আমরা পণ্য দিয়ে থাকি। এজন্য কাস্টমাইজ করার সুযোগ রয়েছে।

তাহলে আর দেরি কিসের ?

ফুল সেটে রয়েছে.....
বোরকা , হিজাব ও ডাবল পাট নিকাব

"সতর্কীকরণ"
ডেলিভারি রাইডার থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্ট ভালোভাবে চেক করে নিবেন। অন্যথায় রাইডার চলে যাওয়ার পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

#বোরকা #বোরকা কালেকশন #ব্ল্যাক বোরকা #বোরকা সেট collection burka set ka 2024 choice burqa

😀😃😃😀
04/05/2024

😀😃😃😀

25/03/2024
'PHP কোরআনের আলো' এর চেয়ারম্যান মুহতারাম Abu Yousuf (রহি.) ভাই আজ বাংলাদেশ সময় সকাল 7:30টায় ইন্তেকাল করেছেন।😭😭😭😭ইন্নালি...
23/03/2024

'PHP কোরআনের আলো' এর চেয়ারম্যান
মুহতারাম Abu Yousuf (রহি.) ভাই
আজ বাংলাদেশ সময় সকাল 7:30টায় ইন্তেকাল করেছেন।😭😭😭😭
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারালো
সত্যিকারের একজন একনিষ্ঠ কুরআনের খাদেমকে।
আহ্!
একসাথে দীর্ঘদিন পথচলার অনেক স্মৃতি মনে পড়ছে।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।আমিন।😭😭😭

😭😭😭
21/03/2024

😭😭😭

21/03/2024

রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবন, শ্যামনগর, সাতক্ষীরা।

কিছুদিন আগে কৌতুহলবশতঃ "হেলিকপ্টারের দাম কত?" লিখে Google এ Search করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। YouT...
19/02/2024

কিছুদিন আগে কৌতুহলবশতঃ "হেলিকপ্টারের দাম কত?" লিখে Google এ Search করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। YouTube, Facebook, Instagram- যেখানেই যাই শুধু বড়লোকী বিজ্ঞাপন!

এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা... প্রিয় মানুষকে দিন ডায়মন্ড উপহার... আপনার অপেক্ষায় মিশরের পিরামিড... অগ্রীম বুকিং দিন IPhone 16... কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি...

কত আর সহ্য করা যায়?

বিপদ থেকে উদ্ধারের উপায় তাই বের করতেই হলো। গতকাল রাতে সার্চ করেছি- "ছিড়া জুতা সেলাই করার উপায় কি?"'

আলহামদুলিল্লাহ্...
সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে YouTube আমাকে দেখাচ্ছে মাত্র ১২০ টাকায় কিনুন দুইটা স্যান্ডেল, সাথে ১০ টাকা ক্যাশব্যাক!🤣🥱😆😆

11/02/2024

জন্মদিন বা বিবাহবার্ষিকীকেই উত্তম গিফট দেয়ার জন্যে হুজুর দম্পতিরাও বেছে নিচ্ছে।
এটা অত্যন্ত দুঃখজনক।
এমনকি আলেম ওলামা ট্যাগ নিয়েও এই দিনগুলোতে গোপনে হলেও একটু স্পেশাল ফিল করাচ্ছে বাচ্চা বা স্ত্রীকে।
কেনো!বছরের অন্যান্য দিনগুলোতে এই এক্সপেন্সিভ বা সুন্দর গিফট দিলে হয়না?
বিবাহবার্ষিকীতে চুপিচুপি গিফট দিচ্ছে।
দুষ্টুমির ভান করে ফেইসবুকে জানিয়ে দিচ্ছে।
জন্মদিনে ঘরোয়া আয়োজন করছে বাহিরের কেউ বুঝলে হুজুর মানুষের বদনাম হবে তাই।
আমরা আল্লাহকে ভয় করিনা আমরা ভয় করি আমাদের হুজুর নামে অর্জিত সম্মানকে।
আফসোস।
দুষ্টুমির ছলেও ফেব্রুয়ারীর জঘন্য ডে গুলো যেন পালন হয়ে না যায়।
স্বামী স্ত্রীরা মাঝেমাঝে এই ডে গুলো দুষ্টুমির ছলে হলেও সেলিব্রেট করে।
বিধর্মী পশ্চিমাদের সংস্কৃতিকে গোপনে সস্নেহে দুষ্টুমির ছলেও প্রতিষ্ঠা করলে আর বর্জনের থাকেটা কি?
অথচ এগুলোকে আস্কারা না দিয়ে কঠিনভাবে প্রতিবাদ করতে হয়।দৃঢ় প্রতিবাদ করে এগুলো থেকে বচিয়ে চলার জন্যে অন্যকে সতর্ক করা আমাদের দায়িত্বের মধ্যে পরে।
যে সরিষা দিয়ে ভুত তাড়ানো হয় সেই সরিষাতেই ভুত থাকলে যা হয়,,,,

আর এই প্রতিবাদ গুলোকে এখন আর্থিক দৈন্যতা মনে করা হয়।
অথচ বছরের অন্যদিন গুলোকে আলহামদুলিল্লাহ স্পেশাল বানানো যায়।
শুধু এই দিনগুলো এভয়েড করা ধর্মীয় মুল্যবোধ।👍

10/02/2024

বর্তমান যুগের ছেলে মেয়েরা পিতামাতার কথা শোনে না কেন?

৪৩ তম বিসিএস এ ভাইভা বোর্ডে করা একটা প্রশ্ন। আপনি কী উত্তর দিবেন?

14/01/2024

পৃথিবীতে সব দিও না মালিক। হৃদয় স্পর্শী মরমি গজল।

Address

Satkhira

Telephone

+8801714384649

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Hossain:

Share