09/07/2025
বর্তমান সময়ে যাত্রা শিল্প প্রায় শেষ হয়ে গিয়েছিল। মৃতপ্রায় যাত্রা শিল্পকে যদি কেউ নতুন প্রান দিয়ে বাঁচনোর চেষ্টা করে সেজন্য ধন্যবাদ দিতে চাই রাতের পর রাত জাগা যাত্রা শিল্পীদের। মৃত প্রায় যাত্রা শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই চন্দ্রা ব্যানার্জি , হান্নান সাহেব, লাবন্য বাবু, সৌমেন রায়, কুমার বিশ্বজিৎ, কুমার দেবু , প্রনব বাবু, দ্রোনাচার্য গোলদার, পরিতোষ বাবু, রবীন বাবু, উত্তম দাদা, বাপীঘোষ দাদা কে। ধন্যবাদ জানাতে চাই আলপনা দেবী, পূরবী দত্ত , শেফালী রায়, লিপিকা হালদার, মুক্তি রানী-কে। ধন্যবাদ দিতে চাই ভদ্রকান্ত বাবু, সুকুমার বাবু, সুকুমার সরদার, অবনীমল্লিক বাবু কে, ধন্যবাদ দিতে চাই বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আজও যারা যাত্রা মঞে সাবলীল সেই ভোলানাথ বিশ্বাস, সূর্য কান্ত সরকার, প্রনব সরকার, শিশির কাকু, শিব বাবু কে, ধন্যবাদ দিতে চাই অনিমেষ, সঞ্জয়, মহেন, দেবব্রত বাইন, চিরঞ্জিত ও কনক মন্ডল দাদাদের কে, ধন্যবাদ দিতে চাই লিজা, রুপালি, মনোরমা দেবনাথকে, ধন্যবাদ দিতে চাই নিপা, পপি, পূজা, সীমন্তি, স্বপ্না মল্লিক কে, ধন্যবাদ দিতে চাই প্রেমা, সন্ধ্যা, বাসন্তী সাহাকে , ধন্যবাদ দিতে চাই আনন্দ হিরামোহন, যাদব দাদা সহ নাম না জানা গুনী শিল্পী কলা কুশলীদের।
আরও ধন্যবাদ দিতে চাই নারায়ণ সাধু, অসিত বাবু, তপন বাবু, দেবব্রত সরকার, গোপালবাবু, মঙ্গল বাবু, কামনাশীষ মন্ডল দাদার মত সংগঠকদের। ধন্যবাদ দিতে চাই রাজ্যেশ্বর বাবু, নায়ক মৃনাল বাবু, দয়াল মন্ডল দাদা,
সাধন দাদা, রবীন দাদার মত শুভাকাঙ্ক্ষীদের কে। ধন্যবাদ দিতে চাই রাকেশ, লাবন্য, সুমনের মত টেকনেশিয়ান ও গ্রামীণ যাত্রা পালার মত মিডিয়া পার্টনারকে। সর্বোপরি ধন্যবাদ দিতে চাই আয়োজক কমিটি যারা টাকা খরচ করে যাত্রাগান দিয়ে শিল্পটাকে টিকিয়ে রেখেছে এবং যাত্রামোদী দর্শক শ্রোতা যারা যাত্রাকে ভালবেসে আজও মঞ্চের পাশে এসে আসল ভূমিকা পালন করে।
যাত্রার খারাপ সময়ে নিজেদের মধ্যে দ্বন্দ ভুলে সকলে মিলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে না নিলে হারিয়ে যাবে এই শিল্প। কারোর ফুলানো ফাঁপানো কথা, আর কাগজে ছিড়ে কলম ভেঙে ফেলে এই শিল্প বাঁচানো যাবে না। সম্ভব কেবল সকল যাত্রা শিল্পীদের রাতা জাগা শ্রম , ইচ্ছে আর একতা দিয়ে।
এতদ সংশ্লিষ্ট সকলকে আমাদের প্রনাম , ভালবাসা রইল🙏
(কালি দাদু, বকুল হায়দার কাকু সহ যারা অবসরে গিয়েছেন তাদের প্রতি রইল সশ্রদ্ধ প্রনাম। 🙏
🙏দুলাল কাকু , মনা দাস, ভারতীয় রানী সহ জীবনের শেষ দিন পর্যন্ত যাত্রা ভালবেসে গেছেন, ওপারে বসে আপনারা আমাদের জন্য আর্শীবাদ করবেন🙏)
বিনয়াবনত,
তন্ময় সরকার
স্বত্বাধিকারী
মহিষাডাংগা তরুণ নাট্য সংস্থা।