মহিষাডাংগা তরুণ নাট্য সংস্থা

মহিষাডাংগা তরুণ নাট্য সংস্থা দর্শকদের ভালবাসা আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি🙏🙏
(3)

নতুন সিজনের নতুন পথচলার শুরুতেই আপনাদের  ভালবাসা,,আশীর্বাদ/দোয়া চাই🙏🙏
14/07/2025

নতুন সিজনের নতুন পথচলার শুরুতেই আপনাদের ভালবাসা,,আশীর্বাদ/দোয়া চাই🙏🙏

10/07/2025

আমাদের অন্যতম শিশু শিল্পী মাস্টার অর্ঘ্য(ভাইরাল জুতা পালিশ গান) এবার এসএসসি পরীক্ষায় A+ পেয়েছে। সকলে তার জন্য আশীর্বাদ করবেন

09/07/2025

বর্তমান সময়ে যাত্রা শিল্প প্রায় শেষ হয়ে গিয়েছিল। মৃতপ্রায় যাত্রা শিল্পকে যদি কেউ নতুন প্রান দিয়ে বাঁচনোর চেষ্টা করে সেজন্য ধন্যবাদ দিতে চাই রাতের পর রাত জাগা যাত্রা শিল্পীদের। মৃত প্রায় যাত্রা শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই চন্দ্রা ব্যানার্জি , হান্নান সাহেব, লাবন্য বাবু, সৌমেন রায়, কুমার বিশ্বজিৎ, কুমার দেবু , প্রনব বাবু, দ্রোনাচার্য গোলদার, পরিতোষ বাবু, রবীন বাবু, উত্তম দাদা, বাপীঘোষ দাদা কে। ধন্যবাদ জানাতে চাই আলপনা দেবী, পূরবী দত্ত , শেফালী রায়, লিপিকা হালদার, মুক্তি রানী-কে। ধন্যবাদ দিতে চাই ভদ্রকান্ত বাবু, সুকুমার বাবু, সুকুমার সরদার, অবনীমল্লিক বাবু কে, ধন্যবাদ দিতে চাই বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আজও যারা যাত্রা মঞে সাবলীল সেই ভোলানাথ বিশ্বাস, সূর্য কান্ত সরকার, প্রনব সরকার, শিশির কাকু, শিব বাবু কে, ধন্যবাদ দিতে চাই অনিমেষ, সঞ্জয়, মহেন, দেবব্রত বাইন, চিরঞ্জিত ও কনক মন্ডল দাদাদের কে, ধন্যবাদ দিতে চাই লিজা, রুপালি, মনোরমা দেবনাথকে, ধন্যবাদ দিতে চাই নিপা, পপি, পূজা, সীমন্তি, স্বপ্না মল্লিক কে, ধন্যবাদ দিতে চাই প্রেমা, সন্ধ্যা, বাসন্তী সাহাকে , ধন্যবাদ দিতে চাই আনন্দ হিরামোহন, যাদব দাদা সহ নাম না জানা গুনী শিল্পী কলা কুশলীদের।
আরও ধন্যবাদ দিতে চাই নারায়ণ সাধু, অসিত বাবু, তপন বাবু, দেবব্রত সরকার, গোপালবাবু, মঙ্গল বাবু, কামনাশীষ মন্ডল দাদার মত সংগঠকদের। ধন্যবাদ দিতে চাই রাজ্যেশ্বর বাবু, নায়ক মৃনাল বাবু, দয়াল মন্ডল দাদা,
সাধন দাদা, রবীন দাদার মত শুভাকাঙ্ক্ষীদের কে। ধন্যবাদ দিতে চাই রাকেশ, লাবন্য, সুমনের মত টেকনেশিয়ান ও গ্রামীণ যাত্রা পালার মত মিডিয়া পার্টনারকে। সর্বোপরি ধন্যবাদ দিতে চাই আয়োজক কমিটি যারা টাকা খরচ করে যাত্রাগান দিয়ে শিল্পটাকে টিকিয়ে রেখেছে এবং যাত্রামোদী দর্শক শ্রোতা যারা যাত্রাকে ভালবেসে আজও মঞ্চের পাশে এসে আসল ভূমিকা পালন করে।
যাত্রার খারাপ সময়ে নিজেদের মধ্যে দ্বন্দ ভুলে সকলে মিলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে না নিলে হারিয়ে যাবে এই শিল্প। কারোর ফুলানো ফাঁপানো কথা, আর কাগজে ছিড়ে কলম ভেঙে ফেলে এই শিল্প বাঁচানো যাবে না। সম্ভব কেবল সকল যাত্রা শিল্পীদের রাতা জাগা শ্রম , ইচ্ছে আর একতা দিয়ে।
এতদ সংশ্লিষ্ট সকলকে আমাদের প্রনাম , ভালবাসা রইল🙏
(কালি দাদু, বকুল হায়দার কাকু সহ যারা অবসরে গিয়েছেন তাদের প্রতি রইল সশ্রদ্ধ প্রনাম। 🙏
🙏দুলাল কাকু , মনা দাস, ভারতীয় রানী সহ জীবনের শেষ দিন পর্যন্ত যাত্রা ভালবেসে গেছেন, ওপারে বসে আপনারা আমাদের জন্য আর্শীবাদ করবেন🙏)

বিনয়াবনত,
তন্ময় সরকার
স্বত্বাধিকারী
মহিষাডাংগা তরুণ নাট্য সংস্থা।

08/07/2025

কেন এত মায়া মায়া লাগে (পপি)

07/07/2025

বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা সবাইকে।full Song #মহিষাডাংগাতরুণনাট্যসংস্থা fans

মঞ্চের পিছনের দুই হিরো; হিরা মোহন দাদা ও আনন্দ দাদা। এবছর ও দর্শক মাতাতে থাকছেন আমাদের সাথে।😍PC-Rakesh
04/07/2025

মঞ্চের পিছনের দুই হিরো; হিরা মোহন দাদা ও আনন্দ দাদা। এবছর ও দর্শক মাতাতে থাকছেন আমাদের সাথে।😍
PC-Rakesh

এই জুটির রদবদল খুব একটা হয় না😁😁
03/07/2025

এই জুটির রদবদল খুব একটা হয় না😁😁

গায়ক নায়ক "কুমার দেবু" ও সুদর্শন গায়ক নায়ক "কুমার বিশ্বজিৎ"🩷🩷
29/06/2025

গায়ক নায়ক "কুমার দেবু" ও সুদর্শন গায়ক নায়ক "কুমার বিশ্বজিৎ"🩷🩷

গায়িকা নায়িকা বাসন্তী সাহা❤️❤️
17/06/2025

গায়িকা নায়িকা বাসন্তী সাহা❤️❤️

Address

Satkhira
9460

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহিষাডাংগা তরুণ নাট্য সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category