20/11/2025
❄️🇯🇵 জাপানে শীত এখন অনেক বেড়ে গেছে!
এখানে এখন এমন ঠান্ডা… বাংলাদেশের তুলনায় সত্যিই অনেক বেশি।
ভাবছি, যদি বাংলাদেশে এমন ঠান্ডা পড়তো—তাহলে তো অর্ধেক মানুষই কাবু হয়ে যেত! 😅🥶
প্রথম তুষারপাতের সৌন্দর্য যেমন অসাধারণ,
ঠিক তেমনি এই ঠান্ডা শরীরের উপর ব্যাপক প্রভাব ফেলে।
গরম কাপড়, মাস্ক আর হিটার—সবকিছুই এখন বাঁচার সঙ্গী।
বাংলাদেশের মানুষরা এমন ঠান্ডার অভ্যাস না থাকলেও—
জাপানে এসে বুঝলাম শীত মানে আসলেই ‘শীত’ কী! ❄️
#জাপান #শীতের_দেখা