08/05/2025
কবিতা:
বাতাস বলে কিছু কথা
নীরব গাছে কান পাতলেই,
বাতাস আসে গল্প নিয়ে।
চুপচাপ রাতের নিস্তব্ধতায়,
সে গায় গোপন স্মৃতির সুরে।
কখনো কাঁদে নিভৃত দ্বারে,
কখনো হাসে শিশুর ঘারে।
কখনো বয়ে প্রেমের ভাষা,
আবার বাজায় বিচ্ছেদের বাঁশি।
সে জানে সুখ, সে জানে ব্যথা,
বাতাস বলে কিছু কথা।