গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, Rangpur.

পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের জীবন মান উন্নয়ন, শ্রম আইন শিক্ষা ও আইনানুগ পরামর্শ সহ সকল সহযোগিতা করাই আমার মূল লক্ষ🤟
আপনাদের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য। চাকুরীচ্যুত শ্রমিকদের সকল আইনগত পাওনা উত্তলনে আমাকে মেসেজ করুন অথবা মোবাইল = ০১৯৭৫-৪৯৩৮৫৮

শ্রমিকের ঘাম ঝরানো শ্রমের টাকা আত্মসাৎ করা সহজ নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দীর্ঘদিন আগে বন্ধ হয়ে যাওয়া ময়মনস...
04/10/2025

শ্রমিকের ঘাম ঝরানো শ্রমের টাকা আত্মসাৎ করা সহজ নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দীর্ঘদিন আগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহের রোর ফ্যাশন এর শ্রমিকরা তাদের আইনগত পাওনাদি বুঝিয়া পেলেন।
এ থেকে সারা বাংলাদেশের সকল গার্মেন্টস এর মালিকদের শিক্ষা নেওয়া উচিত, শ্রমিকের আইনগত পাওনাদি না দিয়ে পৃথিবীর যে স্থানেই চলে যান না কেন টাকা আপনাকে দিতেই হবে।
আমার মনে আছে ২০২৩ সালে এই রোর ফ্যাশন এর ৫০ জন গর্ভবতী নারী শ্রমিকের নাম লিস্ট করা হয়েছিল, অফিস থেকে বের করে দেওয়ার জন্য, তাদের মধ্যে একজন আমার কাছে অভিযোগ করলে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করি, সেই সুবাদে প্রত্যেকটি নারী শ্রমিক প্রসূতি কল্যাণ সুবিধা গ্রহণ করেছিল।

সকল শ্রমিক কর্মচারী ভাই ও বোনদের অবগতির জন্য জানানো যাইতেছে এই যে- আপনারা আজকেই যার যার অফিস আই ডি কার্ড আছে, অফিস আই ডি...
27/09/2025

সকল শ্রমিক কর্মচারী ভাই ও বোনদের অবগতির জন্য জানানো যাইতেছে এই যে-
আপনারা আজকেই যার যার অফিস আই ডি কার্ড আছে, অফিস আই ডি কার্ড এর ২ টা করে ফটোকপি করে বাসায় খুব যত্নসহকারে রেখে দিবেন,
কারণ আল্লাহ না করুন, যদি কোন সময় কোন সমস্যার কারণে কোম্পানির ম্যানেজমেন্ট আপনার অফিস আই ডি কার্ড কেড়ে নেয়,
সে ক্ষেত্রে আপনি সকল প্রকার আইনগত সহযোগিতা থেকে বঞ্চিত হতে পারেন।
লক্ষ টাকার আইনগত পাওনা উত্তলন করা সম্ভব হচ্ছেনা শ্রমিকের অফিস আই ডি কার্ড এর ফটোকপি না থাকার কারনে।
একটি অফিস আই ডি কার্ড এর ফটোকপি ফিরে দিতে পারে আপনার আইনগত অধিকার।
আইনগত সহযোগিতা পেতে- ০১৯৭৫-৪৯৩৮৫৮

নরসিংদীর পর এবার টঙ্গীর একটি কোম্পানি থেকে একজন নারী শ্রমিকের মাতৃকালীন আইনগত পাওনা উত্তলন-টঙ্গীর একটি গার্মেন্টসে দীর্ঘ...
25/09/2025

নরসিংদীর পর এবার টঙ্গীর একটি কোম্পানি থেকে একজন নারী শ্রমিকের মাতৃকালীন আইনগত পাওনা উত্তলন-
টঙ্গীর একটি গার্মেন্টসে দীর্ঘ দুই বছর আগে চাকরি করতেন এই অপারেটর বোন,
প্রথম বাচ্চা হওয়ার পরে কারখানাতে বাচ্চা রাখার জন্য চাইল্ড কেয়ার না থাকায়,
এই শ্রমিক বোনটার ওই কারখানাতে আর চাকরি করা সম্ভব হয়নি,
পরে কারখানার সাথে আলোচনা করে শ্রমিক বোন রিজাইন করে চলে আসেন।
কারখানা থেকে শ্রমিক বোনকে আশ্বস্ত করা হয়, মাতৃত্বকালীন বেনিফিট শ্রমিক বোনকে ডেকে পরিশোধ করে দেয়া হবে।
কিন্তু অত্যন্ত দুঃখজনক দুই বছর পার হয়ে গেলেও ওই শ্রমিক বোনকে কারখানা থেকে আর কোন ফোন দেওয়া হয়নি।
শ্রমিক নিজে কারখানায় অনেকবার যোগাযোগ করতে চেষ্টা করেছে কিন্তু কারখানার কর্তৃপক্ষ পাত্তা দেয়নি বরং শ্রমিকের সঙ্গে তালবাহানা করে আসছিলেন।

উক্ত শ্রমিক দুই বছর পরে গত মাসে আমাদের কাছে লিখিত অভিযোগ করলে,
আমরা আমাদের শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কারখানা বরাবর ডাকযোগে শ্রমিকের আইনগত মাতৃত্বকালীন পাওনাদি চেয়ে একটি নোটিশ প্রেরণ করি।
তারপর কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরে উক্ত শ্রমিকের মাতৃত্বকালীন বেনিফিট এর বাকি টাকা কারখানা কর্তৃপক্ষ গতকাল পরিশোধ করেন।

শ্রমিকের আইনগত যে কোন পরামর্শ ও সহযোগিতার জন্য সরাসরি,
যোগাযোগ করুন-০১৯৭৫-৪৯৩৮৫৮ (হোয়াটসঅ্যাপ)

এটাও এই বাংলাদেশেরই একটা গার্মেন্টস এর ভেতরের চিত্র, যেখানে একটি গার্মেন্টস এর ২১ জন গর্ভবতী নারী শ্রমিককে, এক সাথে হলরু...
19/09/2025

এটাও এই বাংলাদেশেরই একটা গার্মেন্টস এর ভেতরের চিত্র, যেখানে একটি গার্মেন্টস এর ২১ জন গর্ভবতী নারী শ্রমিককে, এক সাথে হলরুমে ডেকে নিয়ে কোম্পানির পক্ষ থেকে পুষ্টিকর দুধ খাওয়ানো হচ্ছে।
অথচ এই দেশেই এমন কিছু গার্মেন্টস এখনো আছে, যেখানে চাকুরীরত অবস্থায় কোন নারীর গর্ভধারণ করাটাই যেন অনেক বড় অন্যায়,
গর্ভধারণ করলেই তার উপর দেয়া হয় কাজের চাপ, শুরু হয় বকাবাজি সহ অনেক রকম অ*ন্যায় অনিয়ম।
অথচ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এ বলা হয়েছে, কোন গর্ভবতী শ্রমিক কে এমন কোন কাজ দেয়া যাবে না, যাহা দুষ্কর বা শ্রম-সাধ্য অথবা যাহার জন্য দীর্ঘতগণ দাঁড়াইয়া থাকিতে হয় অথবা যাহা তাহার জন্য হানিকর হওয়ার সম্ভাবনা থাকে।

রানিং মাসের গত ৪ তারিখে আশুলিয়া জিরাবো অবস্থিত একটি কোম্পানির ৩ জন গর্ভবতী নারী শ্রমিককে এক সঙ্গে জোর করে রিজাইন পেপারে স্বাক্ষর নিয়ে বের করে দেয়া হয়েছিল।
১/মোছাঃ রূম্পা আক্তার
২/ ইয়াসমিন
৩/কারিমা
উপরোক্ত ৩ জন শ্রমিকের অভিযোগ আমি আজকে গ্রহণ করি,
অভিযোগগুলো নিয়ে এই সপ্তাহে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
প্রয়োজনে- ০১৯৭৫-৪৯৩৮৫৮ (হোয়াটসঅ্যাপ)

ময়মনসিংহে অবস্থিত এএ নীটস্পিন লিঃ কোম্পানিতে গতমাসে কাজ কম থাকায় লুডু খেলার অপরাধে গত  ২৮ তারিখ চাকুরিচ্যুত করা হয় দিপ...
18/09/2025

ময়মনসিংহে অবস্থিত এএ নীটস্পিন লিঃ কোম্পানিতে গতমাসে কাজ কম থাকায় লুডু খেলার অপরাধে গত ২৮ তারিখ চাকুরিচ্যুত করা হয় দিপু খান সহ লিম্নে বর্ণিত ছয় জন শ্রমিককে।
আজকে দিপু খানের মাধ্যমে আমার কাছে শ্রমিকরা অভিযোগ করলে আমি তাৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করি,

সু ভাগ্যবশত সেই কোম্পানির এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজার মনির ভাই আমার পূর্ব পরিচিত খুব কাছের এবং ভালোবাসার একজন মানুষ।
সেই সুবাদে মনির ভাই আমাকে অবগত করেন যে, আমি কি চাই, শ্রমিকের চাকুরী ফেরত নাকি আইনগত পাওনা?
আমি বলি চাকুরী ফেরত, কারণ বর্তমান সময় ছেলে মানুষের চাকুরী পাওয়া টা খুব কঠিন।

ইনশাআল্লাহ মনির ভাই আমাকে অবগত করেন যে, আগামী শনিবার থেকে তারা ৬ জনই পূর্বের যোগদান তারিখ ঠিক রেখে আবারও ডিউটি করবে মানে চাকরি পুনর্বহল থাকবে।
আলহামদুলিল্লাহ ✅

নরসিংদীতে অবস্থিত একটি কোম্পানিতে ২০১৬ সাল থেকে চাকুরী করতেন এই বোন টি। ২০২৩ সালে চাকুরীরত অবস্থায় তিনি গর্ভবতী হন। গর্...
17/09/2025

নরসিংদীতে অবস্থিত একটি কোম্পানিতে ২০১৬ সাল থেকে চাকুরী করতেন এই বোন টি।
২০২৩ সালে চাকুরীরত অবস্থায় তিনি গর্ভবতী হন। গর্ভবতী হওয়ার তিন মাস পর নিয়ম অনুযায়ী কোম্পানিতে প্রেগনেন্সির রিপোর্ট জমা দেন,
কোম্পানি রিপোর্ট গ্রহণ করেন। এরপর ৩ মাস পর শ্রমিক ছুটিতে যাওয়ার আগেই তাকে জোর পূর্বক রিজাইন পেপারে সাক্ষর নিয়ে বের করে দেন😢😢

খেলা এখানেই শেষ নয়-

২০২৫ সালের জুন মাসে সেই শ্রমিক আমাদের সন্ধান পেয়ে আমাদেরকে ঘটনার বিবরণ জানিয়ে, অফিস আই ডি কার্ড এর ফটোকপি ও আলট্র্বা রিপোর্ট এর ফটোকপি দিয়ে লেখিত অভিযোগ করেন।
আমরা তৎক্ষণাৎ কোম্পানির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহণ করি।
সেই সুবাদে উক্ত কোম্পানি শ্রমিকের যাবতীয় আইনগত পাওনা বাবদ ৭৫,৩৯৩ টাকা দিতে বাধ্য হন।
চাকুরীচ্যুত হওয়ার ২ বছর পর শ্রমিক তার আইনগত প্রস্তুতি কল্যাণ সুবিধা (টাকা) পেয়ে আমাদের জন্য মন থেকে অনেক দোয়া করেন।

আপনাদের অবগতির জন্য জানাতে চাই এই যে, আমাদের এই সার্ভিস শুধু সাভার-আশুলিয়াতে সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশর সকল শিল্প অঞ্চলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
তাই পোশাক শিল্পের সকল বিভাগের শ্রমিক ও কর্মচারীদের সমস্যা নিয়ে আমাদের এই আইনগত লড়াই চলছে, চলবেই ইনশাআল্লাহ।
প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৯৭৫-৪৯৩৮৫৮

বিঃদ্রঃ কোম্পানির নাম ঢেকে রাখার কারণ হল, আমরা কোন কোম্পানির সুনাম নষ্ট করতে চাইনা।
শ্রমিকের মুখ ঢেকে রাখার কারণ হল, সে অন্য কোন কোম্পানিতে চাকুরী করতে গেলে যেন তার উপর কোন প্রভাব না পরে।

কোন তালবাহানার সুযোগ নাই অবিলম্বে নাসা গ্রুপের সকল শ্রমিকের বকেয়া পাওনাদি পরিশোধ করুন,কারখানা চালাবেন কি চালাবেন না তা ...
17/09/2025

কোন তালবাহানার সুযোগ নাই অবিলম্বে নাসা গ্রুপের সকল শ্রমিকের বকেয়া পাওনাদি পরিশোধ করুন,
কারখানা চালাবেন কি চালাবেন না তা শ্রমিকদের কাছে স্পষ্ট করুন।
চালালে অন্যান্য কারখানার মতো সাত (৭) কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে,
আর না চালালে আইনের সর্বোচ্চ ধারা দিয়ে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করতে হবে।

শ্রম আদালতে চলমান নাসা গ্রুপের নামে যত মামলা আছে সকল শ্রমিককে আইনের সর্বোচ্চ ধারা অনুযায়ী পাওনা পরিষদ করতে হবে।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
উপদেষ্টার দপ্তর
বাংলাদেশ সচিবালয়, ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ করা না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা


ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫:

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ করা না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত নাসা গ্রুপের প্রতিনিধিবৃন্দকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে সম্পত্তি বিক্রির জন্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তাদের সম্পদ বিক্রির ব্যাবস্থা করে শ্রমিকের চলতি মাসের বেতন ভাতাদি পরিশোধের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু রাখা অথবা বন্ধ করার সিদ্ধান্তও জানাতে হবে। অন্যথায় মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেসাথে নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের পাসপোর্ট বাতিল করা হবে।

সভায় নাসা গ্রুপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী ,ছেলে ও মেয়ের নামে নিম্নবর্ণিত সম্পদের খোজ পাওয়া যায়।

১। গুলশান-১ এর ১২ তলা বিশিষ্ট ২টি বিল্ডিং (ব্যাংক বিল্ডিং) রয়েছে।
২। ৩০০ ফিট এলাকায় ২ বিঘা জমি রয়েছে যা ল্যান্ডস্কেপিং করা।
৩। জলসিঁড়ির, সেক্টর-১৭'তে একটি কাঁচা মার্কেট রয়েছে।
81 মেয়ে আনিকার নামে একাধিক প্লট ও পরিবারের সকলের অনেক সম্পদ রয়েছে।
৫। মেঘনা ঘাটে একটি Wear House এবং পেট্রোল পাম্প আছে।
৬। ঠাকুরগাঁও এ ৩০০ বিঘা জমি রয়েছে।
۹۱ শান্তা মরিয়ম এর পাশে বাউন্ডারি করা আনুমানিক ১০ বিঘা জমি আছে।
৮। দুবাইতে খেজুর বাগান এবং দুবাই রিসোর্ট রয়েছে।
৯। চাঁদপুরে বিশাল একটি মার্কেট রয়েছে।
১০। নিকেতন এ ১০ বিঘা জমি কেনা আছে।
১১। হাতিরঝিলের প্রজেক্ট এ বড় ২টি খেজুরের ডিপো রয়েছে যাতে ১০/১২ কোটি টাকার খেজুর আছে।
১২। মহাখালী ডিওএইচএস এর মসজিদের পাশে ১০ কাঠা জমির উপর বাসা রয়েছে।
১৩। চব্বিশ (২৪) কোটি টাকা মূল্যের Provident Fund (Exim Bank) রয়েছে।
১৪। গুলশান-১ এ দখলকৃত বাসা আছে যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
১৫। গুলশানে ৭১ নং প্লট এ ১ বিঘা জমি রয়েছে যা পারটেক্স গ্রুপ এর নিকট থেকে কিনেছে।
১৬। পূর্বাচলে ২০ টা প্লট রয়েছে যা চেয়ারম্যান ও তার পরিবারের নামে। দুদক ৪/৫ টা ক্রোক করেছে।
১৭। পূর্বাচলে ২.৫ বিঘার উপরে একটি হাসপাতাল আছে (নার্সিং ইন্সটিটিউট এবং হাসপাতাল)
১৮। জলসিড়ি সেক্টর-১৭ এ চেয়ারম্যান এর নামে ২.৫ বিঘা জমির উপর ১০০ কোটি টাকা মূল্যের একটি মার্কেট রয়েছে।
১৯। জলসিড়ি-২ নং সেক্টরে ৮টি প্লট রয়েছে (সাইজ ২০-২৮ কাঠা)। যার মধ্যে ০২টি কর্ণার প্লট রয়েছে।
২০। মসুল (জলসিঁড়ি) নীলা মার্কেটের সামনে পুলিশ হাউজিং এর বিপরীতে ৩০/৪০ বিঘা জমি রয়েছে।
২১। নেভির পাশে ৩০০ ফিট এ ৩০/৪০ বিঘা জমি রয়েছে। যার মধ্যে কিছু Mortgage আছে এবং ৩০ বিঘা ভরাট রয়েছে যেখানে চিড়িয়াখানা, মসজিদ এবং গেষ্ট হাউজ রয়েছে।
২২। বিজিএমইএ এর উত্তর পাশে দিয়া বাড়ীতে ৩টা প্লট মিলে একটা ৪.৫ বিঘা জমিতে সুইমিং পুল, মসজিদ এবং গেষ্ট হাউজ রয়েছে যার মূল্য ৪০০ কোটি টাকা
২৩। উত্তরা মাসকট প্লাজার পশ্চিমে ফার্নিচারের দোকান রয়েছে এবং উত্তরা সেক্টর-১৩ (সোনারগাঁ জনপদ) একটি প্লট রয়েছে।
২৪। তেজগাঁও ইন্ডাস্টিয়াল এরিয়া মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে ৩ বিঘা জমির উপর নাসা হেড অফিস রয়েছে।
২৫। তেজগাঁও আড়ং এর বিপরীতে ৭ বিঘা জমি রয়েছে।
২৬। আড়ং এর পাশে লাগোয়া গাজী গ্রুপ থেকে ক্রয় করা ৭ বিঘা জমি Mortgage দিতে পারে।
২৭। মেঘনা ঘাটে আরও ১০ বিঘার একটি জমি আছে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, বিজিএমইএ-এর সভাপতি এবং বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংকের প্রতিনিধিরা।

ধন্যবাদ জানাই বাংলাদেশের সরকার প্রধানসহ উপস্থিত সকল কর্মচারী দের যারা শ্রমিকদের অধিকার পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন,,, এবং এই নাসা গ্রুপের সকল সম্পত্তি হিসাব জনসম্মুখে এনেছেন।

স্বাক্ষরিত/-
আব্দুল মালেক
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

সরকারকে ব্যবহার করে যারা অসৎ সম্পত্তির মালিক হয়েছেন।
শ্রমিকদের হক নষ্ট করে যারা অসৎ সম্পত্তির মালিক হয়েছেন।
বিদেশে যারা টাকা পাচার করেছেন তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
কেউ ছাড় পাবে না, ইনশাআল্লাহ।

বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন অপকর্ম বিভিন্ন দুর্নীতির তথ্য দিয়ে দুর্নীতিমুক্ত অপকর্ম মুক্ত বাংলাদেশ গড়ুন।

ঘটে যাওয়া সকল অন্যায়ের তথ্য দিয়ে, আমাদের পাশেই থাকুন।

বিজিএমইএ কর্তৃক শ্রমিকের আইনগত পাওনা প্রদান✅ আলহামদুলিল্লাহ। আমরা সকল গার্মেন্টস শ্রমিকরা অবগত আছি যে, বাংলাদেশের গার্মে...
16/09/2025

বিজিএমইএ কর্তৃক শ্রমিকের আইনগত পাওনা প্রদান✅ আলহামদুলিল্লাহ।

আমরা সকল গার্মেন্টস শ্রমিকরা অবগত আছি যে, বাংলাদেশের গার্মেন্টস মালিকদের একটি সংস্থার নাম বিজিএমইএ।
তবে এটা অনেক শ্রমিক জানেনা যে- এটি মালিকের সংস্থা হলেও শ্রমিকদের আইনগত পাওনাদির জন্য সেই বিজিএমইএ সাহায্য করে।

আশুলিয়া জামগড়ায় অবস্থিত এক কোম্পানির শ্রমিক দীর্ঘ ১১ বছর চাকুরি শেষে ২০২৪ সাল থেকে ১ বছর সার্ভিস বেনিফিট এর জন্য কোম্পানির পিছে ঘুরে ঘুরে বিভিন্নভাবে হয়রানির শিকার হন,

তার পর কোন ভাবে আমাদের পেজের সন্ধান পাওয়ার পর তিনি অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে আমরা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশ করি, নোটিশ করার ২ মাসের মাথায় আজ বিজিএমইএ এর মাধ্যমে শ্রমিকের আইনগত ৭৩,০০০ টাকা প্রদান করা হয়।
প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৯৭৫-৪৯৩৮৫৮ (হোয়াটসঅ্যাপ/ইমু)

স্থানঃ BGMEA Complex, House # 7/7A, Sector # 17, Block # H-1, Uttara, Dhaka - 1230, Bangladesh.

এই ভদ্রলোক ছিলেন একটি কোম্পানির টেকনিশিয়ান, আশুলিয়ার একটা কোম্পানিতে দীর্ঘ ১৫ বছর চাকুরি করেছিলেন, চাকুরি থেকে অব্যহতি দ...
01/09/2025

এই ভদ্রলোক ছিলেন একটি কোম্পানির টেকনিশিয়ান, আশুলিয়ার একটা কোম্পানিতে দীর্ঘ ১৫ বছর চাকুরি করেছিলেন, চাকুরি থেকে অব্যহতি দেওয়ার পর দীর্ঘ ৩ মাস পরে তাকে তার সার্ভিস বেনিফিট বাবদ ৫০% টাকা পরিশোধ করার পর কোম্পানি বলেন, তারা আর টাকা পয়সা দিতে পারবেন না, তাদের কোম্পানির নিয়ম অনুযায়ী তারা সার্ভিস বেনিফিট ৫০% এর বেসি দেয়না,
আমার কাছে অভিযোগ করার পর আমি আইনি পদক্ষেপ নেই, সেই সুবাদে আজকে আমি নিজে সশরীরে কোম্পানিতে গিয়ে তাকে আবারও বাকি ৫০% টাকা উত্তলন করে দিলাম।

সার্ভিস বেনিফিট নিয়ে হয়রানি, মাতৃকালীন ছুটি ও বকেয়া পাওনা সংক্রান্ত হয়রানি সহ সকল আইনগত বকেয়া পাওনা উত্তলনে সকল শ্রমিক ও কর্মচারীর পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। ইনশাআল্লাহ।
যোগাযোগ- ০১৯৭৫-৪৯৩৮৫৮ (হোয়াটসঅ্যাপ/ইমু,)

নাম আব্দুর রহিম (মিলন), পদবি ছিল লাইন চীফ-বর্তমান চাকুরি করেন সাভারের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে।তিনি অভিযোগ করেছিলেন, ...
21/08/2025

নাম আব্দুর রহিম (মিলন), পদবি ছিল লাইন চীফ-
বর্তমান চাকুরি করেন সাভারের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে।
তিনি অভিযোগ করেছিলেন, পূর্বে যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেখানে ২১ হাজার টাকা বকেয়া আছে, কোম্পানি আজ কাল করতে করতে দীর্ঘদিন যাবত ঘোড়াচ্ছে, আমাদের কাছে অভিযোগ করার পর আজ ২১/০৮/২০২৫ইং তার আইনগত সকল পাওয়া বুঝে পেলেন কিছুক্ষণ আগে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিজে তার হাতে আইনগত পাওনা তুলে দিয়ে সেটার ছবি ধারণ করে আমাকে নিশ্চিত করেছেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উক্ত কোম্পানির ম্যানেজমেন্ট মোঃ মামুন ভাইয়ের প্রতি।
প্রয়োজনে যোগাযোগ- ০১৯৭৫-৪৯৩৮৫৮ (হোয়াটসঅ্যাপ/ইমু)

গার্মেন্টস সেক্টরে ৯% মজুরি বৃদ্ধির তালিকা,সেয়ার করে যত্ন করে রেখে দিন প্রোফাইলে।
21/12/2024

গার্মেন্টস সেক্টরে ৯% মজুরি বৃদ্ধির তালিকা,
সেয়ার করে যত্ন করে রেখে দিন প্রোফাইলে।

10/12/2024

শুভ সকাল,
স্টাফদের জন্য জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি -

Address

Rangpur
5450

Telephone

+8801920941376

Website

Alerts

Be the first to know and let us send you an email when গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন:

Share