
07/04/2025
বাইক ভাগে না জ্যাম জ্যাম লাগে স্মুথনেস নেই, সাউন্ড নস্ট হয়ে গিয়েছে আজই নিয়ে আসুন সমাধান করে দেওয়া হবে।
আরও কিছু জাতীয় সমস্যা যেমন বাইক ধাক্কায় , আরপিম ধরে রাখে স্টার্ট অফ হয়ে যায় ধাক্কিয়ে , ধাক্কিয়ে চলে , টপ স্পীড কমে গিয়েছে এ সব রকম সমস্যার সমাধান করে দেওয়া হয়।
এছাড়া
মাইলেজ প্রব্লেম ? বাইক চালান কিন্তু মাইলেজ পাচ্ছেন গাড়ির মত । নিয়ে আসেন গারান্টি সহকারে মাইলেজ এর কাজ করে দেওয়া হয়।
ঠিকানা : নরসিংহপুর, আশুলিয়া, ঢাকা (শারমিন গার্মেন্টসের সামনে।
ফোন - ০১৮৫৫৫১২২২৬
Mega Moto এর সার্ভিসের মাধ্যমে বুঝে নিন আপনার বাইকের সার্ভিস সম্পর্কিত A to Z সমাধান। Mega Moto তাদের সম্মানিত কাস্টমারদের বাইক সম্পর্কিত সমস্যাগুলো সম্পূর্ণ বুঝে নিয়ে সম্ভাব্য সকল সমাধান অত্যাধুনিক টুলস ও দক্ষ টেকনিশিয়ান এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করে থাকে। আমারা কাজের ৭ দিনের ফলোয়াপ ওয়ারেন্টি থাকে।
সেনসিটিভ পার্টসগুলোর জন্যে আমাদের রয়েছে রয়েছে |
আমরা ৫০ সিসি থেকে শুরু করে ৩০০ সিসির সব মোটরসাইকেলের কাজ গুরুত্ব সহকারে করে থাকি।
আমাদের সাপ্তাহিক বন্ধ নাই
যেকোন দিনেই আমাদের সার্ভিস গ্রহন করতে পারবেন ।
সার্ভিস বুক করতে অবশ্যই পেইজে এ দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন।
সার্ভিস সম্পর্কিত বিষয়ে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন ।
আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে কল দিন
01855512226