Azad Creations

Azad Creations �Allays do Thinking positive �

24/08/2025

বাংলাদেশের চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে রোববার পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।

25/07/2025

২৫শে জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী, পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় ৮.২ বিলিয়ন (৮২০ কোটি) এর বেশি। বিভিন্ন সংস্থার তথ্যে সামান্য পার্থক্য দেখা যেতে পারে, তবে এটিই বর্তমানের কাছাকাছি একটি অনুমান।

25/07/2025

পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 4.54 \pm 0.05 বিলিয়ন বছর, অর্থাৎ প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি বছর। বিজ্ঞানীরা উল্কা এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিলাগুলির রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতির মাধ্যমে এই বয়স নির্ধারণ করেছেন।

আমি অসুস্থ সবার কাছে দোয়া চাই।
04/07/2025

আমি অসুস্থ সবার কাছে দোয়া চাই।

আজ আকাশটা বড় মেগলা,বিকেলের গোধূলিধতে               আনমনে বসে আছি।একরাশ পদ্ম ফুলের                 হাসি দেখছি।মানুষের হাস...
30/06/2025

আজ আকাশটা বড় মেগলা,
বিকেলের গোধূলিধতে
আনমনে বসে আছি।
একরাশ পদ্ম ফুলের
হাসি দেখছি।
মানুষের হাসির মাঝে
লুকিয়ে থাকে বহুরুপ,

প্রকৃতির হাসি আনেকটা সুন্দর -নির্মল,
মাঝে মাঝে মনে হয়,
প্রকৃতির মাঝে হারিয়ে যাই।
আর গান গাই,
মন মাঝি তোর বইঠা নেরে
আমি আর বাইতে পারলাম না।

বি আর আজাদ
৩০-৬-২৫

আমি তোমাকে ছাড়তেশিখিনি -ধরতে শিখিছি।কাদাতে শিখিনি-হাসাতে শিখিছি।পদ্মপাতার  মত ভেসে থেকো প্রেমের জলে।জোনাকি পোকা আদর দিবে...
23/06/2025

আমি তোমাকে ছাড়তে
শিখিনি -ধরতে শিখিছি।
কাদাতে শিখিনি-হাসাতে শিখিছি।
পদ্মপাতার মত ভেসে থেকো প্রেমের জলে।
জোনাকি পোকা আদর দিবে
তোমার গালে।
টোল পরা হাসি গুলো আজো বেসে
তোমার ঠোটের কানায় কানায় মৃদু হেসে।

বি আর আাজাদ
২৩-০৬-২৫

Everything you love will probably be lost, but in the end, love will return in another way.অর্থাৎ"আপনি যা কিছু ভালবাসেন ...
23/06/2025

Everything you love will probably be lost, but in the end, love will return in another way.

অর্থাৎ

"আপনি যা কিছু ভালবাসেন তা হয়তো একদিন হারিয়ে যাবে, তবে শেষ পর্যন্ত, ভালবাসা অন্য উপায়ে ফিরে আসবে।"

22/06/2025

ইরানকে জয়ী দেখতে চাই।

22/06/2025

বাটপার ছাড়া দুনিয়ায়
কেহ শান্তি ভোগ করতে পারে না।

14/06/2025

আরবদের বুরিভোজ
আর নারী ভোজ ত্যাগ করে
জ্ঞান বিজ্ঞানে মনোনিবেশ করা উচিৎ।

14/06/2025

জানলে অবাক হবেন যে প্রায় সাড়ে তিনশো রকমের আম পাওয়া যায়। এদের মধ্যে বিশ্বের সবচাইতে দামি আমটি হলো কোহিতুর।
আর এ আমও যেমন তেমন আম নয়, একেবারে খাস নবাবি আম।

অষ্টাদশ শতাব্দিতে নবাবি জমানায় আবির্ভাব ঘটে এই রাজকীয় আমের। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন আমের বড় জহুরি।
গোটা দেশ থেকে নানা ধরণের আম গাছের চারা সংগ্রহ করে সেগুলিকে মুর্শিদাবাদে এনে তিনি লালন পালন করতেন, তদারকি করতেন।

এই কোহিতুর ছিল নবাব বংশের একটি উল্লেখযোগ্য সম্পদ। তবে ২০১৫ সাল থেকেই কলকাতাতেও পাওয়া যাচ্ছে এই বিশ্ব বিখ্যাত আম।

আশ্চর্যের কথা এই যে, বনেদি আসবাব বা গয়নার মতো এই আমের নিলামও হয়। নিলামে এক একটির দর ১০০০ থেকে ১৫০০ টাকাও ছাড়ায়। এটির রক্ষনাবেক্ষণের আলাদা পদ্ধতি আছে।

বাজারে তুলোর মোড়কে অতি যত্নে বিক্রি করা হয়ে থাকে এই নবাবি আম।

তবে বিক্রেতাদের মতে এই আম আগের তুলনায় বাজারে এখন অনেক কম পাওয়া যায়। মুর্শিদাবাদের চাষিরাও মনে করেন যে এখন আর সেই রকম কোহিতুর আম ফলে না।

মুর্শিদাবাদেই কোহিতুরের গাছের সংখ্যা হাতে গোনা। গোটা মুর্শিদাবাদে এই দুষ্প্রাপ্য আমগাছের সংখ্যা পঞ্চাশও হবে কিনা সন্দেহ। এই নবাবি আমকে জিআই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) তকমা দেওয়ার জন্য আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

আমের প্রজাতি ও দুষ্প্রাপ্য তার বিচারে তাই কোহিতুরকে কোহিনুর হীরের সঙ্গে তুলনা করাই যায়।

Collected

[1] আমের বাজারে ঝড় তুলছে নবাবি কহিতুর! একটির দাম ১৫০০ টাকা - Mahanagar bengali | DailyHunt

Address

Kolma/1
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azad Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share