Ps Fardin - Freelancer

Ps Fardin - Freelancer Digital Marketer An entrepreneur or digital marketer can take a
businessman or a business to the next level

ফ্রিল্যান্সিং করুন, নিজের ক্যারিয়ার গড়ুন✌️আপনি কি বেকার  ...?আপনি চাচ্ছেন বেকারত্ব থেকে মুক্তি পেতে কিন্তু কোনো পথ খুঁজ...
13/09/2022

ফ্রিল্যান্সিং করুন, নিজের ক্যারিয়ার গড়ুন✌️
আপনি কি বেকার ...?
আপনি চাচ্ছেন বেকারত্ব থেকে মুক্তি পেতে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছেন না ✌
তাহলে আমি আপনাকে বলবো ডিজিটাল মার্কেটিং করুন । কারণ ফ্রিল্যান্সিং করতে যারা নতুন তাদের জন্য ডিজিটাল মার্কেটিং সহজ একটি পথ..!
এখানে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারবেন✌
এখন বলতে পারেন আমার তো ল্যাপটপ, কম্পিউটার নেই তাহলে কেমনে...?
আমি বলবো, এসব কিছুর প্রয়োজন নেই শুধু একটি স্মার্টফোন হলেই চলবে 🙂
একটা বিষয় লক্ষ করেন আপনি,
আপনার বাড়িতে যদি ওয়াইফাই না থাকে তাহলে আপনি প্রতি মাসে ৩০০-৫০০ টাকার MB কিনেন
কিন্তু এই MB কিনে কি আপনার কোনো লাভ হচ্ছে..?
ওয়াইফাই থাকলেও সেটার বিল পে করতে হচ্ছে..!
একটু বিনোদন নিচ্ছেন কিন্তু এতে করে কোনো লাভ হচ্ছে না, বিনোদন আপনার ভবিষ্যত উজ্জ্বল করতে সক্ষম নয়..!
আমিও নিজের অনেক সময় নষ্ট করে এখন ডিজিটাল মার্কেটিং করছি, চাইলে আপনিও করতে পারেন...*
সব রকম সাহায্য করার চেষ্টা করবো ✌..
If anyone interested in freelancing digital marketing just inbox me:
🥀🥀🥀🥀
ধন্যবাদ ❤
-Freelancer

#ফ্রিল্যান্সং

কী দক্ষতা তার!  😯😯😯 ☑️ আপনার দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং করে এত টাকা আয় করা অবশ্যই সম্ভব।👍✔️ "পৃথিবীতে অলস ব্যক্তিদের যে...
13/09/2022

কী দক্ষতা তার! 😯😯😯

☑️ আপনার দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং করে এত টাকা আয় করা অবশ্যই সম্ভব।👍

✔️ "পৃথিবীতে অলস ব্যক্তিদের যেমন সাফল্য বলতে কিছু নেই,
ঠিক তেমনি অবিশ্বাস/বিশ্বাসহীন ব্যক্তিদেরও সাফল্য আসে না"

👉👉 তাই আর অলসতা, অযথা সময় নষ্ট না করে, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন, দক্ষ মানবসম্পদে পরিণত হন।
এখুনি সময় নিজেকে পরিবর্তন করার নিজের নিয়ে ভাবা!❤️


আপনি যদি ছাত্র/ছাত্রী  হয়ে থাকেন? তাহলে পড়াশোনার পশাপাশি ঘরে বসে না থেকে ফ্রিল্যান্সিং করে আপনার Skil develop করে প্রচুর...
13/09/2022

আপনি যদি ছাত্র/ছাত্রী হয়ে থাকেন?

তাহলে পড়াশোনার পশাপাশি ঘরে বসে না থেকে ফ্রিল্যান্সিং করে আপনার Skil develop করে প্রচুর পরিমান টাকা আয় করতে পারবেন ঘড়ে বসেই।🤑

ফ্রিল্যান্সিংকেন শিখবেন, কী শিখবেন 🧑‍💻অনেকেই ফ্রিল্যান্স কাজ শেখার জন্য অন্যদের দেখাদেখি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন। কে...
13/09/2022

ফ্রিল্যান্সিং
কেন শিখবেন, কী শিখবেন 🧑‍💻

অনেকেই ফ্রিল্যান্স কাজ শেখার জন্য অন্যদের দেখাদেখি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন। কেউ আবার কি শিখব, কীভাবে শুরু করলে ভালো হবে—ভাবতে ভাবতেই ফ্রিল্যান্সিং কাজ আর শুরু করতে পারেন না। ফ্রিল্যান্স কাজ করার জন্য প্রথমেই নিজের ভালো লাগার বিষয় নির্বাচন করতে হবে। এরপর সে বিষয়ে ঘরে বসে বা বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে।

মনে রাখতে হবে, নিজের আগ্রহ বুঝে কাজ না করলে আপনি বেশি পরিশ্রম করতে পারবেন না, আর পরিশ্রম না করলে কোনো কাজ ভালোভাবে সম্পন্নও করা সম্ভব হয়ে ওঠে না। ফলে সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তোলা যায় না। ফ্রিল্যান্সিং কাজের জন্য বর্তমানে বেশ কিছু পেশার বেশ চাহিদা রয়েছে বিশ্ববাজারে। আপনার আগ্রহ এবং পছন্দ বুঝে বেছে নিতে পারেন পেশাগুলো।

 # অজুহাত ফ্রিল্যান্সিং করার ইচ্ছা তো আছে কিন্তু শিখার জন্য টাকা নাই । ( মজার ব্যাপার হলো যাদের যথেষ্ট টাকা আছে তারা ফ্র...
13/09/2022

# অজুহাত

ফ্রিল্যান্সিং করার ইচ্ছা তো আছে কিন্তু শিখার জন্য টাকা নাই । ( মজার ব্যাপার হলো যাদের যথেষ্ট টাকা আছে তারা ফ্রিল্যান্সিং করতে আসবেও না।মূলত নিজের স্কিল ডেভেলপ করার গুরুত্ব যারা বুঝবে , তারা অজুহাত দেখাবে না ) স্কুল কলেজ খুলবে এক্সাম হবে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকলেও সম্ভব না । ( আমরা স্টুডেন্ট তাই একাডেমিক পড়াশোনা আমাদের থাকবেই।সার্টিফিকেট পাওয়া মানে জব পাওয়া না।যদিও আমরা এগুলো জানি কিন্তু মানি না ) ৩ যারা নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে , তাদের ভাবা উচিত যে আপনি অজুহাত টা আসলে কাকে দিচ্ছেন । মানুষের ২ টা হাত থাকে।তাই ৩ নম্বর হাত ( অজুহাত ) যেন না জন্মায় সেটা খেয়াল রাখতে হবে ।

✊  #ফ্রিল্যান্সিং-এ  বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"😍★বর্তমান ৩০০ মিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের ১০ লক্ষ...
12/09/2022

✊ #ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"😍
★বর্তমান ৩০০ মিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের ১০ লক্ষাধীক পেশাদার ফ্রিল্যান্সর💰
👉 বাংলাদেশ সরকার ২০২৫ এর
মধ্যে ১০০০ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে শুধুমাত্র অনলাইন ফ্রীল্যান্সিং সেক্টর থেকেই।
👉বিশেষজ্ঞরা বলছেন ২০৩০ সালের আগেই বৈদেশিক মুদ্রা অর্জনকারী ১ম সেক্টর হবে অনলাইন ফ্রীল্যান্সিং যা গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে!

So... Change is not an option.. It’s mendotory 🙏

তাই আজই বেকারত্ব ও অর্ধ বেকারের জীবনকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করুন এখনই "চাকরি নয় ফ্রীল্যান্সার হন"

আয় করুন ফ্রিল্যান্সিং করে মাসে হাজার থেকে লক্ষ টাকা।🌐
ছাত্র থেকে শিক্ষক সবাই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়
এই মুক্তপেশাকে নিজের ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে আপনিও হতে পারেন একজন টপ ফ্রীল্যান্সার😍

✨ #বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে এবং সকল  #প্রফেশনে নিজেকে সবার এগিয়ে রাখতে চাইলে এবং  #বেকার_মুক্ত জীবন চাইল...
12/09/2022

✨ #বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে এবং সকল #প্রফেশনে নিজেকে সবার এগিয়ে রাখতে চাইলে এবং #বেকার_মুক্ত জীবন চাইলে এখনি আমাদের #স্কিল_ডেভেলপমেন্ট করা দরকার৷ ⏳

📣📣 আর তাই # #22জুলাই শুক্রবার #সন্ধ্যা_৭ঃ৩০মিনিটে ফ্রিল্যান্সিং এর (A-Z) বিস্তারিত লাইভ ক্লাস এ আলোচনা করা হবে।

তাই আসুন এই সুযোগকে কাজে লাগাই।
দেরি না করে এখনি #রেজিস্ট্রেশন করি। 👇👇
#সিট_লিমিটেড ( সবাই সুযোগ পাবে না)

💥কল করুন 👇
📱হটলাইন - 01628645770





আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ  আলহামদুলিল্লাহ  😍😍আমাদের  ফ্রিল্যান্সারদের জন্য সুখবর 🥰🥰🥰আর থাকছে না payoneer / Bkash এ প...
12/09/2022

আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 😍😍
আমাদের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর 🥰🥰🥰

আর থাকছে না payoneer / Bkash এ পেমেন্ট আনার ঝামেলা!!! ফ্রিল্যান্সারদের জন্য ব্রাক ব্যাংক নিয়ে এসেছে Freelancer Matrix Account

* ডলার মার্কেটপ্লেস থেকে সরাসরি ব্যাংক একাউন্টে আসবে।
* ডলার রেট পাওয়া যাবে ৩/৪ টাকা বেশি।
* একাউন্টে জমা থাকবে আনলিমিটেড ডলার।
* এন্ডোর্সমেন্ট এর কোনো ঝামেলা থাকবে না।
* রয়েছে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা!!!
* আস্থা আ্যপ ব্যাবহার করে ঘরে বসেই পাচ্ছেন ২৪/৭ ব্যাংকিং সুবিধা।

এছাড়াও রয়েছে আারও অনেক সুযোগ সুবিধা যেমনঃ ক্রেডিট কার্ড, যা ফ্রিলান্সারদের জন্য অন্য কোন ব্যাংক করছে না। এবং কোন চার্জ ছাড়াই একাউন্ট খোলা যাবে।

বর্তমান পরিস্থিতিতে সব কিছুর উর্দো গতিতে মূলো বাড়ছে ,সেই পরিস্থিতিতে কারো কি বেতন বাড়ছে?? আমরা তো আর পরিস্থতি চেঞ্জ কর...
12/09/2022

বর্তমান পরিস্থিতিতে সব কিছুর উর্দো গতিতে মূলো বাড়ছে ,সেই পরিস্থিতিতে কারো কি বেতন বাড়ছে?? আমরা তো আর পরিস্থতি চেঞ্জ করতে পারবো নাহ !
বাট আমরা চাইলেই স্কিল হয়ে আমাদের ইনকাম+ নিজেদের কে চেঞ্জ করতে পারবো ।
বাট কী ভাবে 🤔 অনলাইন এ নিজের স্কিল ডেভেলপমেন্ট করে ।
রেজিঃ https://forms.gle/Yjrz2Zp1xVBCrncQ7

বিলগেটস একজন ভালো বক্তা।মার্ক জুকারবার্গও একজন মোটিভেশনাল স্পীকার!আজকে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি হতে যাচ্ছে। ইন্ডিয়া আ...
12/09/2022

বিলগেটস একজন ভালো বক্তা।
মার্ক জুকারবার্গও একজন মোটিভেশনাল স্পীকার!
আজকে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি হতে যাচ্ছে। ইন্ডিয়া আইটি সেক্টরে ডমিনেট করছে। তাদের ছেলে মেয়েরা গুগলে কাজ করে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাস্তি করে আর মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে সময় পার করে।😑

ভারত যখন বসে বসে সিইও তৈরি করে আমরা তখন বসে বসে ক্যাম্পাসে ক্যাডার তৈরি করি। আমেরিকা যখন নতুন নতুন ফাইটার জেটের নকশা করে, তুরস্কের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন প্রতিরক্ষা-নিরাপত্তা মেলার আয়োজন করে আমরা তখন ক্যাম্পাসে মিথিলার - তাহসান ডিভোর্স নিয়ে আন্দোলন করি এবং ইউটিউবে লুল ভিডিও দেখি।
মায়ানমার যখন প্রতিবেশী দেশের সীমান্ত থেকে খনিজ সম্পদ আহরণের যন্ত্র আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে - তখন আমাদের ছেলেমেয়েরা বোটানিক্যল গার্ডেনে বসে প্রেম করছে।😔
আমাদের দেশে প্রেমের নাটক করে হিট হওয়া ছেলেটা হলো বড় সেলেব্রেটি। আর ময়দা সুন্দরী হচ্ছেন হট কেক।

এখানে লাইব্রেরিতে গিয়ে অন্তরঙ্গ হওয়ার ভিডিও ফাঁস হয়।
সদ্য বিদেশ ফেরত আমাদের এক শিক্ষক বলেছিলেন, ওদের দেশে কলেজ লেভেলের ছেলে মেয়েদের যে দক্ষতা আমাদের দেশে মাস্টার্স পাস করা ছেলেমেয়রাও এতোটা ক্রিয়েটিভ এবং দক্ষ হয় না।☹️

❝ তাই আসুন অযথা এদিকে ওদিকে সময় নষ্ট না করে কাজের জন্য সময় দেয়, স্কিল ডেভেলপ করি তাহলে একদিন আমাদের দেশ ও এগিয়ে যাবে আমরা এগিয়ে যাবো । ❞ ✊

তিনটা বিষয় জীবনে ভীষণ  গুরুত্বপূর্ণ..                 ১। Choise (চয়েজ)                 ২। Chance (চান্স)                ...
12/09/2022

তিনটা বিষয় জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ..

১। Choise (চয়েজ)
২। Chance (চান্স)
৩। Change (চেইঞ্জ)

👉মনে রাখবেন,
ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার আছে। আজকে নেয়া আপনার একটা পজেটিভ সিদ্ধান্ত, কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটি হল (Choice) চয়েস।

👉শুনে রাখুন,
আপনি যা করছেন তা করতে থাকলে, যা পাচ্ছেন তা পেতেই থাকবেন। যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালোকিছু খুঁজুন ও শুরু করে দিন। এটি হল (Chance) চান্স / সুযোগ।

👉এবং,,
" অতীতকে আপনি বদলাতে পারবেন না,কিন্তু আপনি চাইলেই বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারেন" আর এটাই হল পরিবর্তন (Change)।

👌বড় স্বপ্ন দেখুন,
👌নিজেকে বিশ্বাস করুন।
👌লক্ষ্য নির্ধারণ করুন,
👌পরিকল্পনা গ্রহণ করুন,
👌সেই অনুযায়ী কাজ করুন।

👉👉সামনের দিকে এগিয়ে যান................
👉👉ধৈর্য্য সহকারে লেগে থাকুন, সাফল্য আসবেই একদিন ...

 #একটি_সঠিক_সিদ্ধান্ত_বদলে_যাবে_জীবন।আপনার মধ্যে দক্ষতা আছে হয়তো আপনি সেটা উপলব্ধি করতে পারেন। কিন্তু সেই দক্ষতা কিভাবে...
12/09/2022

#একটি_সঠিক_সিদ্ধান্ত_বদলে_যাবে_জীবন।

আপনার মধ্যে দক্ষতা আছে হয়তো আপনি সেটা উপলব্ধি করতে পারেন। কিন্তু সেই দক্ষতা কিভাবে কাজে লাগাবেন? কিভাবে নিজেকে করবেন? কিভাবে নিজের দক্ষতা বিশ্ব দরবারে ছড়িয়ে দিবেন? সময় এখনই ঘুরে দাঁড়াবার নিজেকে নিজের পরিচয়ে গড়ে তুলুন। কারো অধীনে না থেকে অনিশ্চিত জীবন থেকে বের হয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু করুন।
তাহলে কি করতে চাচ্ছেন?
#ফ্রিল্যান্সিং ক্যারিয়ার
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টর হতে পারে আমাদের ঘুরে দাঁড়ানোর অন্যতম হাতিয়ার। আমরা নিজের পক্ষ থেকে দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে তৈরি করতে পারি একটি সুন্দর ভবিষ্যৎ।

তথ্যসূত্র: প্রথম আলো



🌌প্রতিদিন নতুন কিছু শেখার মাধ্যমেই নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হয়। যে কোন একটি বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য ঐ বিষয় নিয়ে নিয়...
12/09/2022

🌌প্রতিদিন নতুন কিছু শেখার মাধ্যমেই নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হয়। যে কোন একটি বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য ঐ বিষয় নিয়ে নিয়মিত পড়াশুনার করা ছাড়া বিকল্প অন্য আর কিছু নেই।

সময় নিয়ে নিজেকে সঠিকভাবে দক্ষ করে গড়ে তুলেতে পারলে শুধুমাত্র লোকাল মার্কেটে না, আপনি গ্লোবাল অসংখ্য মার্কেটপ্লেসে নিজের স্কিল কাজে লাগিয়ে উপার্জন করতে পারবেন।

পড়াশুনা বা জবের পাশাপাশি যে সময়টুকু অনেকের অবহেলায় নষ্ট হয়, সে সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করে চাইলে আপনি ফ্রিল্যান্সিং করে নতুন একটি আয়ের মাধ্যম তৈরি করতে পারেন।


তিনি একজন সফল ফ্রিল্যনসার।বয়স ৫০+🙂আর আমি বলি আমি পারবো না🥴🥴কেন ভাই আপনি পারবেন না??নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন আপনি পা...
12/09/2022

তিনি একজন সফল ফ্রিল্যনসার।
বয়স ৫০+🙂
আর আমি বলি আমি পারবো না🥴🥴
কেন ভাই আপনি পারবেন না??
নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন আপনি পারবেন।
ফ্রিল্যান্সার হন নিজের চলার পথ সহজ করেন💖


আমার প্রিয় শিক্ষক🥰 , আমার আইডল।যার হাত ধরে হাজারো ফ্রিল্যান্সারদের জন্ম।💯 @ মেহেদি হাসান শুভ স্যার,, "Whatever the mind ...
12/09/2022

আমার প্রিয় শিক্ষক🥰 , আমার আইডল।যার হাত ধরে হাজারো ফ্রিল্যান্সারদের জন্ম।💯 @ মেহেদি হাসান শুভ স্যার,,

"Whatever the mind of man can conceive and believe, it can achieve.”

ছবি: শরিয়াতপুর জেলার উদ্যোক্তা সম্মেলন ২০২২ এর অনুষ্ঠানে অতিথির বক্তব্যের সময়।

ক্লিক: সায়ান সৈকত।

সফল হতে হলে জানতে হবে।জানতে হলে পড়তে হবেঃশুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফেই তেইশ হাত। হরিণের গতি ঘন্টায়  ৮০ কিমি । আর বাঘ যা...
12/09/2022

সফল হতে হলে জানতে হবে।জানতে হলে পড়তে হবেঃ
শুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফেই তেইশ হাত। হরিণের গতি ঘন্টায় ৮০ কিমি । আর বাঘ যায় এক লাফে বাইশ হাত! বাঘের সর্বোচ্চ গতি ঘন্টায় ৬৫ কিমি । তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে বেশীর ভাগ সময়ই হরিণকে ধরাশায়ী হতে হয়।
কারণ হল হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পেছন ফিরে তাকায়। বাঘের চাইতে সে কতোটা এগিয়ে আছে বুঝার জন্য। আর এটাই হলো তার সর্বনাশের মুল কারণ।পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে! (প্রাপ্ত তথ্য মতে)
তাই চলার পথে কখনও পেছনে তাকাতে নেই। জীবনে লক্ষ্যে পৌঁছাতে হলে কে কি বললো সেদিকে ভ্রুক্ষেপ না করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাবার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।
আর পিছনে না তাকিয়ে বা আপনাকে কে কি বললো সেটি আমলে না নিয়ে সামনের দিকে এগিয়ে আপন মনে কাজটি করতে পারলেই সে জীবনে প্রতিষ্ঠিত হবে।কোন বাধাই তাকে কর্মবিমুখ করতে পারবে না।
সফলতা অর্জন তার দ্বারাই সম্ভব হবে। সুত্রঃ ইন্টারনেট

🤔🤦🏻‍♀️🤦 আমি কি ফ্রিল্যান্সিং পারবো??👪আমার ফ্যামিলি তো রাজি হবে না। আমার কাছে তো টাকা নাই । তাহলে আমি কিভাবে ফ্রিল্যান্সি...
12/09/2022

🤔🤦🏻‍♀️🤦 আমি কি ফ্রিল্যান্সিং পারবো??

👪আমার ফ্যামিলি তো রাজি হবে না। আমার কাছে তো টাকা নাই । তাহলে আমি কিভাবে ফ্রিল্যান্সিং করবো??🤷🤷

ফ্রিল্যান্সিং করতে লাগে‌ শুধু ধৈর্য এবং কাজ করার প্রবল ইচ্ছা 🥰🤗 এই ২টি জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন 🧑‍💻🧑‍💻
আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারন, তাদের এই বিষয়ে কোন ধারনা নেই। ভালো করে বোঝাতে হবে তাহলে তারা অবশ্যই বুঝবে।।

আর টাকা নেই , টাকা না থাকাটাই স্বাভাবিক। টাকা থাকলে তো আর আপনি কাজ করতেন না। কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কোন কিছুই করা সম্ভব নয়। জীবনে Risk নিতে শিখুন ! জীবন আপনাকে অনেক ভালো Feedback দিবে 🥰

❣️❣️

১. ফেসবুক কি..? ‌ ফেসবুক হল একটা সোসাল প্লাটফর্ম যেখানে আমরা আমাদের ব্যাক্তিগত কমোনিকেশন এবং মেমোরাইজ গুলো অন্যের সাথে শ...
03/09/2022

১. ফেসবুক কি..?

‌ ফেসবুক হল একটা সোসাল প্লাটফর্ম যেখানে আমরা আমাদের ব্যাক্তিগত কমোনিকেশন এবং মেমোরাইজ গুলো অন্যের সাথে শেয়ার করি।

2.ফেসবুক মার্কেটিং কি..?

আমরা যদি এই ফেসবুক প্লাটফর্মটিকে ব্যবহার করে নিজেদের কোনো ব্যক্তিগত পণ্য বা কোন প্রতিষ্ঠানের প্রচার-প্রসার বা মার্কেটিং করি তখন তাকে ফেসবুক মার্কেটিং বলে।

3.ফেসবুক থেকে কয়ভাবে ইনকাম করা যায়....?

ফেসবুক থেকে দুই ভাবে ইনকাম করা যায়। যথাঃ-

১.ফেসবুক পেজ মনিটাইজেশন অন করে.
২.ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রদান করে.

4.ফেসবুক মার্কেটিং কয়ভাবে করা যায়?
দুইভাবে,
1. অর্গানিক মারকেটিং।
2.ফেসবুক পেইড মার্কেটিং।

5.অর্গানিক মার্কেটিং কি.?

আমরা যখন ফেসবুকে সম্পূর্ণ ফ্রি তে কোন পণ্য বা কোন প্রতিষ্ঠান প্রচার-প্রসার বা মার্কেটিং করি তখন তাকে অর্গানিক মার্কেটিং বলে।

6.অর্গানিক মার্কেটিং করার সময় বায়ারকে কয়টি প্রশ্ন করতে হয়..?

২ টি,
যথাঃ
1.টেক্সট কনটেন্ট রেডি আছে কিনা.?
2. ইমেজ কনটেন্ট রেডি আছে কিনা?

7.টার্গেটের অর্গানিক মার্কেটিং করতে বললে যে কয়টি প্রশ্ন করতে হবে বায়ারের কাছে..?

1.টার্গেটেড লোকেশন।
2. টার্গেটেড ম্যান এন্ড ওম্যান।

8.ফেসবুক পেইড মার্কেটিং কি?

ফেসবুকে একটা টাকা দেওয়ার বিনিময়ে আমরা যখন কোন পণ্য বা কোন প্রতিষ্ঠানে প্রচার-প্রসার করি তখন তাকে ফেসবুক পেইড মারকেটিং বলে।

9.ফেসবুক পেইড মার্কেটিং এর সময় ফেসবুক আমাদের থেকে তিনটি উপায়ে টাকা চার্জ করেঃ *সিপিভি - চার্জ পার ভিউ **সিপিসি - চার্জ পার ক্লিক ***সিপিএ - চার্জ পার একশন

10. এক ডলারের সিপিবি রেজাল্ট আসে মিনিমাম 1000 ম্যাক্সিমাম 3000 জন.।

11. এক ডলারে সিপিসি রেজাল্ট আসে মিনিমাম 100 ম্যাক্সিমাম 1000 জন।

।2.এক ডলার সিপিএ রেজাল্ট পাওয়া যায় মিনিমাম 3 ম্যাক্সিমাম 100 জন.।

13.পেইড মার্কেটিং করার সময় টার্গেটেড পিপলকে ফাইন্ড আউট করতে হয় চারটি উপায় *লোকেশন বেজ টার্গেটেড পিপল. **এজ বেজ টার্গেটেড পিপল. ***জেন্ডার বেজ টার্গেটেড পিপল. ****ডিটেইলস টার্গেটিং.।

13.একজন ব্যক্তি ফেসবুকে কল করার সময় একটি পোস্টে 3 সেকেন্ডের বেশি সময় তাকায় না আর এই সময়ের মধ্যে তাকে আকৃষ্ট করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে টেক্সট এবং ইমেজ কনটেন্ট..।

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Ps Fardin - Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ps Fardin - Freelancer:

Share