বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

  • Home
  • Bangladesh
  • Savar
  • বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মুক্তিযুদ্ধের ৭১ চেতনা বাস্তবায়নে আমরা অঙ্গীকার বদ্ধ।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭...
05/08/2025

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযোদ্ধাদের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌“মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড, পতাকা বা জাতীয় সংগীতের নাম নয়- এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। হাজার বছরের স্বপ্ন ও আত্মত্যাগের ফসল। অথচ আজ আমরা গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে দেখছি, এ ইতিহাস মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র চলছে। আগস্ট অভ্যুত্থানের পর ঘোষিত কথিত ‘জুলাই ঘোষণাপত্র’ এবং বিভিন্ন বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও বিকৃত করার চেষ্টা করা হয়েছে।’’

মঞ্চ ৭১’ যে পাঁচ দফা দাবি জানিয়েছে সেগুলো হলো-
১. জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধবিরোধী কোনো বক্তব্য বা ব্যাখ্যা রাখা যাবে না; থাকলে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হবে।

২. মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বাদ দিয়ে তথাকথিত নতুন সংবিধান প্রণয়নের যে চেষ্টা চলছে, তা বাঙালি জাতি কখনও মেনে নেবে না।

৩. কোনো রাজনৈতিক দলের ব্যর্থতার দায়ে সকল মুক্তিযোদ্ধাকে দায়ী করা যাবে না।

৪. যারা মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য দিচ্ছে, ইতিহাস বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের হেয় করছে- তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও বিচার করতে হবে।

৫. ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে- তারা কী মনে করেন, কী করবেন এবং কী করবেন না।

‘মঞ্চ ৭১’ ঘোষণা দিয়েছে- এই দাবি উপেক্ষা করে যদি কেউ মুক্তিযুদ্ধকে অসম্মান করে, তাহলে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে ইতিহাস রক্ষার জন্য জীবনবাজি রাখতেও তারা প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন এই প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি ইতিহাস, স্বাধীনতা এবং শহীদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা।৷
ধন্যবাদ

#একাত্তরের_হাতিয়ার #মুক্তিযুদ্ধ #একাত্তর_রক্ষায়_গর্জে_ওঠো #মঞ্চ_৭১

21/07/2025

মাইলস্টোন স্কুল এর মর্মান্তিক দূর্ঘটনায় হতাহতদের ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ নিহত সকলকে বেহেশত নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

হাজারটা জুলাই-স্তম্ভ যে-কোনো খালি জায়গায় করুন, তাতে কারো আপত্তি নেই। কিন্তু বিজয় সরণিতে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্...
28/06/2025

হাজারটা জুলাই-স্তম্ভ যে-কোনো খালি জায়গায় করুন, তাতে কারো আপত্তি নেই। কিন্তু বিজয় সরণিতে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসম্বলিত 'মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ' বুলডজারে গুড়িয়ে দিয়ে সেখানেই জুলাই অভ্যুত্থান স্মরণে 'গণমিনার' নির্মাণ করার পরিকল্পনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে আবারো চরম অপমান ও অবজ্ঞা করা হলো! আমি সরকারের এ কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি, এটা শুধু মুক্তিযুদ্ধকে নয়, বুলডজার চালিয়ে আসলে আঘাত করা হলো বাংলাদেশ ও তার স্বাধীনতারই বেদীমূলে। এর পরিণতি অবশ্যই একদিন-না-একদিন সংশ্লিষ্টদের ভোগ করতে হবে।

বিনম্র শ্রদ্ধা সেই সাথে স্যালুট, যাদের জন্য বাংলাদেশ পেয়েছি তাদেরকে মূল্যায়ন করতে পারলাম না, এটা জাতি হিসেবে আমাদের ব্...
17/06/2025

বিনম্র শ্রদ্ধা সেই সাথে স্যালুট,
যাদের জন্য বাংলাদেশ পেয়েছি তাদেরকে মূল্যায়ন করতে পারলাম না, এটা জাতি হিসেবে আমাদের ব্যর্থতা,

একাত্তরের রণাঙ্গনের সাহসী মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন,,,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত বছর নাতিদের কোটা বাতিল করলো  এবার সন্তানদের কোটা বাতিল করল, মনে হয় কিছুদিন পর মুক্তিযোদ্ধের  সম্মানি ভাতাও বাতিল হয়...
03/06/2025

গত বছর নাতিদের কোটা বাতিল করলো এবার সন্তানদের কোটা বাতিল করল, মনে হয় কিছুদিন পর মুক্তিযোদ্ধের সম্মানি ভাতাও বাতিল হয়ে যাবে। এখনো সময় আছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্যাক্সের সকল সম্পত্তি মুক্তিযোদ্ধা পরিবারদের আন্দোলন করে বুঝে নেওয়া দরকার,

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি।নতুন চাঁদ 🌙 আমাদের মাঝে আবারও সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন পবিত্র ঈদুল ফিতর নিয়ে হাজির হয...
30/03/2025

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি।
নতুন চাঁদ 🌙 আমাদের মাঝে আবারও সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন পবিত্র ঈদুল ফিতর নিয়ে হাজির হয়েছে।
সবাইকে জানাই প্রানঢালা ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক। 🌙 💫 ✨

চেনা যাচ্ছে ? তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাফসিন মেহনাজ ।২৭শে মার্চ ২০২৫ । পাকিস্তান এবং বাংলাদেশের আয়তনে ছোট পত...
28/03/2025

চেনা যাচ্ছে ? তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাফসিন মেহনাজ ।

২৭শে মার্চ ২০২৫ । পাকিস্তান এবং বাংলাদেশের আয়তনে ছোট পতাকাকে সামনে রেখে ইফতার বিতরণ হলো ঢাকাতে...

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের ঠিক পরের দিনেই পাকিস্তানের পতাকাকে সামনে রেখে ইফতার বিতরণ কি কিছু ইঙ্গিত বহন করে না? এরা কোন চেতনার বাংলাদেশ কে ধারণ করে সেটাই ভাবনার বিষয়!! মুক্তিযুদ্ধের প্রতি নূন‍্যতম রেসপেক্ট থাকলে অন্তত এমন দিনে এই পতাকাকে সামনে রেখে তাদের উদ্দেশ্য সফল করত না।

এই ঘটনা ছাড়াও স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে রেখে অনুষ্ঠান করছে,,,, স্বাধীন দেশে!!

কেননা পাকিস্তানের জিন্না বংশধররা' যে অবৈধ বীজ দিয়ে গেছেন তার ফল এখন কিছুটা হলেও ভোগ করতে হবে এই বাংলার মানুষকে।
স্বাধীনতা বিরোধী রাজাকার বংশধরের এইসব অপশক্তি এবং এর সাথে সম্পৃক্ত সবাইকে রুখে দিতে হবে। এরা বাংলাদেশ টা কে শকুনের থাবা দিতে চায়।

27/03/2025

একটা গুমোট স্তব্ধতা, বড় ঝড় আসার আগে যেমন হয়। ঝড় কোন দিক থেকে আসবে সেটা দূরদৃষ্টিসম্পন্নরা জানে। যারা হাওয়ায় ভেসে চলে তারা উড়ে যাবে,,

Address

Savar, Dhaka
Savar

Telephone

+8801712957376

Website

Alerts

Be the first to know and let us send you an email when বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ:

Share