সোলাইমান বিন সবুর

সোলাইমান বিন সবুর Entrepreneur | Job × Business × Content |
Inspiring the everyday hustlers | Started again at 40 I’m a working professional, entrepreneur, and content creator.

I work as a Deputy Manager in Accounts at a group of companies and also run my own leather brand, Leather Lodge. On this page, I share life lessons, business tips, and motivation from my real journey. If you’re working, dreaming, or just starting over—this page is for you.

22/07/2025

আমরাই (বাংলাদেশী) পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি, যারা দেশের কোনও ক্রাইসিস মুহূর্তে টাকা কমানোর জন্য উত্তম সুযোগ হিসেবে ব্যবহার করি।
২০ টাকার রিক্সা ভাড়া ১০০-৫০০ টাকা । ২ লিটার পানির বোতল ৬০০ টাকা।
বন্যার সময় গর্ভবতী মা কে হাসপাতালে নেয়ার জন্য নৌকা ভাড়া ৫০০০-১০০০০ টাকা।
শিশু খাদ্যে বিষাক্ত কেমিকেল।
ভাই তোদের মধ্যে কি ন্যূনতম বিবেক টা ও নাই???
ব্যবসা হালাল কিন্তু তোরা যেটা করছিস সেটা তো হালাল না এটা জেনে শুনে একটা জাতিকে হত্যা করার শামিল।
আর সবাই বলি সবচেয়ে হালাল ইনকাম হচ্ছে ওই রিক্সাচালক, দিন মজুর, ওই মাঝিদের ইনকাম । কিন্তু যখন তাদেরকে ক্রাইসিস দেখলে এইরকম বিবেকহীন হতে দেখি তখন তো মনে হয় ওদের ইনকাম টা সবচেয়ে নিকৃষ্ট পন্থায় অর্জিত হারাম ইনকাম।
ওদের ওপর থেকে সহানভূতির মনোভাব টা উঠে যায় ।
কষ্ট লাগে খুব!!খুব কষ্ট লাগে!!!

21/07/2025

আমরা কবে মানুষ হবো??? মানবতা, মায়া, মমতা ভালোবাসা কি সব হারিয়ে গেছে??? #উত্তরা #মাইলস্টোন_কলেজ_উত্তরা

21/07/2025

আহত ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে 🥲 আল্লাহ সহায় হোন ।

21/07/2025

ইন্না লিল্লাহ .…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ বিধ্বস্থ হয়েছে। ১৬৮ জন আহত হয়েছে। ১৮ জন নিহত হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের এর তিনটি ইউনিট কাজ করছে এবং আরও তিনটি ইউনিট শীঘ্রই যোগ দিচ্ছে বলে জানা গেছে।

আল্লাহ যারা আহত/ নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করে এই শোক সাইবার মতো শক্তি দাও।

হে আল্লাহ আহতদের দ্রুত আরোগ্য দান করুন

শুভ সকাল বন্ধুরা!সবাই কেমন আছেন??
20/07/2025

শুভ সকাল বন্ধুরা!
সবাই কেমন আছেন??

19/07/2025

আলহামদুলিল্লাহ!! সুস্থ ভাবে আরও একটি সকাল শুরু করতে পারলাম।
শুভ সকাল

18/07/2025

আজ পবিত্র জুম্মার দিন
সবাইকে জুম্মা মোবারক

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Ak Dewan, Abdur Rahman, Pearahmed Kaosar,...
17/07/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Ak Dewan, Abdur Rahman, Pearahmed Kaosar, AyeSha MOyna, Shariful Islam Rafi, Abdul Basid, Masud Rana Mondol, Golap Ar Zan, GM Kamruzzaman Dalim, Harun Miah

17/07/2025

আলহামদুলিল্লাহ!!
নতুন একটা সকাল পেলাম ।
শুভ সকাল

কতটা বর্বর হলে এভাবে একজন মানুষকে পাথরের আঘাতে হত্যা করতে পারে?????🥲এদের হাতে দেশ তুলে দেওয়া আর খাল কেটে কুমির আনা একই ...
12/07/2025

কতটা বর্বর হলে এভাবে একজন মানুষকে পাথরের আঘাতে হত্যা করতে পারে?????🥲

এদের হাতে দেশ তুলে দেওয়া আর খাল কেটে কুমির আনা একই কথা !!!

অনতি বিলম্বে অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কর্যকর করা হোক।

আর তোমরা (দলের নাম সবাই জানে)
এখনও সময় আছে নিজেকে শুধরে নাও।।।

পরিণতি ভালো হবে না।।।

বাংলার জনতা তোমাদের ও উচ্ছেদ করতে পারবে। করণ তারা শিখে গেছে।

04/06/2023

জীবনে আপন মানুষদের কাছে থাকা, তাদেরকে ভালোবাসতে পারা এবং তাদের ভালোবাসা পাওয়া ই সবচেয়ে বড় অর্জন।
সবচেয়ে বড় সফলতা।
সবচেয়ে বড় সম্পদ।
এর চাইতে বড় কোনো সম্পদ হতে পারে না।
এর চাইতে বড় কোনো সফলতা হয় না।

#অনুভূতি #ভালোবাসা #আবেগ

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা 😥😢
03/06/2023

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা 😥😢

Address

Kurgao
Savar
1344

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোলাইমান বিন সবুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোলাইমান বিন সবুর:

Share