22/07/2025
আমরাই (বাংলাদেশী) পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি, যারা দেশের কোনও ক্রাইসিস মুহূর্তে টাকা কমানোর জন্য উত্তম সুযোগ হিসেবে ব্যবহার করি।
২০ টাকার রিক্সা ভাড়া ১০০-৫০০ টাকা । ২ লিটার পানির বোতল ৬০০ টাকা।
বন্যার সময় গর্ভবতী মা কে হাসপাতালে নেয়ার জন্য নৌকা ভাড়া ৫০০০-১০০০০ টাকা।
শিশু খাদ্যে বিষাক্ত কেমিকেল।
ভাই তোদের মধ্যে কি ন্যূনতম বিবেক টা ও নাই???
ব্যবসা হালাল কিন্তু তোরা যেটা করছিস সেটা তো হালাল না এটা জেনে শুনে একটা জাতিকে হত্যা করার শামিল।
আর সবাই বলি সবচেয়ে হালাল ইনকাম হচ্ছে ওই রিক্সাচালক, দিন মজুর, ওই মাঝিদের ইনকাম । কিন্তু যখন তাদেরকে ক্রাইসিস দেখলে এইরকম বিবেকহীন হতে দেখি তখন তো মনে হয় ওদের ইনকাম টা সবচেয়ে নিকৃষ্ট পন্থায় অর্জিত হারাম ইনকাম।
ওদের ওপর থেকে সহানভূতির মনোভাব টা উঠে যায় ।
কষ্ট লাগে খুব!!খুব কষ্ট লাগে!!!