21/10/2025
বক্তব্য রাখছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা আয়োজিত ফ্রেশার রিসেপশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে বি-ব্লক এলাকায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি।
এতে আশুলিয়া অঞ্চলের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের — ড্যাফোডিল, সিটি, ইস্টার্ন, মানারাত ও এশিয়ান ইউনিভার্সিটির — প্রায় এক হাজার নবাগত শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম,
অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, ঢাকা–১৯ আসনে জামায়াতের প্রার্থী,
ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম (আরমান), সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা–১৪ আসনে জামায়াতের প্রার্থী,
কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা,
এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, নবাগত শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পথনির্দেশনা দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।