স্বপ্ন পূরণ

স্বপ্ন পূরণ i'm rasel.simply life hope maybe. please support my Page.

20/08/2025

ছোটবেলায় ভাইবোন শতবার রা'গ করলেও মিনিটের মধ্যে মিলে যায়।
বড় হয়ে একবার রাগ করলে দেখা হয় শুধু জা'নাজা'য়।😥

15/06/2025

👉পৃথিবীটা আস্তে আস্তে যেন কেমন হয়ে যাচ্ছে, এক সময় আসবে সারাবিশ্বে যুদ্ধ লেগে যাবে,নিজেদের শক্তি দেখানোর জন্য লাখ লাখ মানুষ মেরে ফেলবে😪😪😪😪

18/05/2025

viral .

18/05/2025

সবকিছুর দাম বাড়লেও পরিবারের দায়িত্বশীল মানুষগুলার দাম দিনে দিনে কমবেই এটাই স্বাভাবিক। 🤫🤫🤫

কাউকে ভালো রাখতে পারলাম না🥲🥲🥲সংসার সুখের হয় রমণীর গুনে, আবার সংসার ধ্বংস হয় নারীর কারণে। সব নারী কিন্তু রমণী না। আদর্শ...
08/05/2025

কাউকে ভালো রাখতে পারলাম না🥲🥲🥲

সংসার সুখের হয় রমণীর গুনে, আবার সংসার ধ্বংস হয় নারীর কারণে। সব নারী কিন্তু রমণী না। আদর্শবান নারীরাই রমণী। বর্তমানে অধিকাংশ নারী বহুরূপী। বর্তমানে আদর্শবান নারী পাওয়া ভাগ্যের ব্যাপার। সারাদেশে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে নারীর কারণে। সব পুরুষ ফেরেশতা তা বলছি না কিন্তু বর্তমানে অধিকাংশ পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে নারীর কারণে।

যেমন মেধাবী তেমনই সুদর্শন পুরুষ। শুধু পারিবারিক শান্তিটা ছিলোনা! যা তিনি বারবার চেয়েছিলেন।

"কাওকে ভালো রাখতে পারলাম না"
—পলাশ সাহা, এএসপি-৩৭তম বিসিএস
চিরকুট এই উক্তিটি লিখে আজ ৭ মে, ২০২৫ এএসপি পলাশ সুইসাইড করেছেন।

, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য।
পারিবারিক জীবন আসলেই একটা যুদ্ধ 🥺(c)

30/04/2025

রাত আর শেষ হয় না। 🛌🛌🛌🛌🛌🛌

29/04/2025

প্রত্যেক বংশে একটা ভূমিদস্যু থাকে , যার কাজই হচ্ছে আপনজনের জমি-জমা মেরে খাওয়ার ধান্দায় থাকা।
মিলিয়ে দেখেন আপনার পরিবারের সাথে আছে কিনা এরকম হাজী ......

ফ্রান্স এক সময় ৪০০ জন মুসলিম আলেমকে একত্র করে দা দিয়ে হত্যা করেছিল। ১৯১৭ সালে চাদ দখলের সময়, এবং ১৮৫২ সালে আলজেরিয়ার লা...
28/04/2025

ফ্রান্স এক সময় ৪০০ জন মুসলিম আলেমকে একত্র করে দা দিয়ে হত্যা করেছিল। ১৯১৭ সালে চাদ দখলের সময়, এবং ১৮৫২ সালে আলজেরিয়ার লাগোয়াত শহরে প্রবেশ করে এক রাতেই শহরের দুই-তৃতীয়াংশ মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল।

১৯৬০ থেকে ১৯৬৬ সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়ায় ১৭টি পারমাণবিক পরীক্ষা চালায়, যাতে আনুমানিক ২৭,০০০ থেকে ১,০০,০০০ মানুষের মৃত্যু ঘটে। এর প্রভাব আজও সেখানে বিদ্যমান।

১৯৬২ সালে আলজেরিয়া থেকে ফ্রান্স প্রত্যাহার করার আগে, পুরো দেশে ১ কোটি ১০ লাখ মাইনের ফাঁদ পেতে রেখে যায়, যা সেই সময়ের আলজেরিয়ার মোট জনসংখ্যার চেয়েও বেশি ছিল।

ফ্রান্স ১৩২ বছর আলজেরিয়া দখল করে রেখেছিল। প্রথম সাত বছরে ১০ লাখ মুসলিমকে হত্যা করেছিল, আর শেষ সাত বছরে আরও ১৫ লাখ মুসলিমকে শহীদ করেছিল।

ফরাসি ইতিহাসবিদ জ্যাক গর্কির মতে, ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত আলজেরিয়ায় ফ্রান্সের হাতে মোট ১ কোটি মুসলিম নিহত হয়েছে।

এছাড়া, ফ্রান্স তিউনিসিয়া ৭৫ বছর, আলজেরিয়া ১৩২ বছর, মরক্কো ৪৪ বছর এবং মৌরিতানিয়া ৬০ বছর দখলে রেখেছিল।

মিসরে অভিযানের সময় ফরাসি সৈন্যরা ঘোড়া নিয়ে মসজিদে প্রবেশ করত, মুক্ত নারীদের পরিবারের সামনে ধর্ষণ করত, মসজিদে মদ পান করত এবং অনেক মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়ে ফেলেছিল।

অবশেষে, তারা ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলে, এবং আমাদের নবী (সা.)-কে সন্ত্রাসের নবী বলে অপবাদ দেয়।

অদ্ভুত লাগে যখন দেখি, কিছু মানুষ আজো ফ্রান্সের সভ্যতার গুণকীর্তন করে এবং তাদের এই অন্ধকার ইতিহাস ভুলে যায়।

এটাই ফ্রান্স। তাদের ইতিহাস তাদের স্মরণ করিয়ে দিন।

শেয়ার করুন, জানুন এবং জানান।

27/04/2025

মায়ের পেটের ভাইও আপন হয় না।
এতে সন্দেহ করার কিছুই নাই।
এটাতো বাপের ভাই চাচারে দেখলেই বোঝা যায়।

30/03/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

15/03/2025

Viral # BMW.

Address

Ashulia Savar Dhaka
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন পূরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share