নবীনকণ্ঠ

নবীনকণ্ঠ • নবীনকণ্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)
• ই-ম্যাগাজিন
• অফিসিয়াল ওয়েবসাইট:
nabinkantho.com
(1)

• কৃতজ্ঞ ~ নবীনকণ্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)📘 ৪র্থ বর্ষ | ১১শ সংখ্যা | অক্টোবর ২০২৫~ প্রিয় শিক্ষক সংখ্যা• আলহামদুল...
15/10/2025

• কৃতজ্ঞ

~ নবীনকণ্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)
📘 ৪র্থ বর্ষ | ১১শ সংখ্যা | অক্টোবর ২০২৫
~ প্রিয় শিক্ষক সংখ্যা

• আলহামদুলিল্লাহ!
অপরিমেয় আনন্দের সঙ্গে জানাচ্ছি — এবারের “প্রিয় শিক্ষক সংখ্যা” উপলক্ষে আমরা অসাধারণ সাড়া পেয়েছি! শিক্ষককে ঘিরে পাঠক ও লেখকদের ভালোবাসা, শ্রদ্ধা আর স্মৃতির ঢেউ সত্যিই আমাদের অভিভূত করেছে।

এখন পর্যন্ত লেখা এসেছে;
📜 কবিতা – ৫০
🪶 ছড়া – ২৫
🖋️ প্রবন্ধ – ৩০
🌸 স্মৃতিচারণ – ১৫
📖 গল্প – ৬
🧭 ভ্রমণকাহিনী – ১

এই লেখাগুলোর মধ্য থেকে সেরা ও উপযুক্ত লেখা বাছাই করে সম্পাদকগণ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, ইনশাআল্লাহ।

সবাইকে নবীনকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। 💌
আমাদের জন্য একটু সময় দিন—আমরাও অপেক্ষায় আছি এক উজ্জ্বল সংখ্যার জন্য, যেখানে ফুটে উঠবে “প্রিয় শিক্ষক” এর প্রতি আমাদের ভালোবাসার গল্পগুলো।

~ ১৫-১০-২০২৫ খ্রি.
~ বুধবার

13/10/2025

• ঘোষণা

~ প্রিয় লেখকবৃন্দ ও পাঠকমণ্ডলী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

~ নবীনকণ্ঠ'র এবারের সংখ্যার জন্য লেখা গ্রহণের সময়সীমা এখন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখনো অনেকে আন্তরিক আগ্রহ নিয়ে লেখা পাঠাচ্ছেন— তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বিনীত অনুরোধ, আর কেউ যেন এ সংখ্যার জন্য নতুন লেখা না পাঠান।

~ আমাদের লেখা আহ্বানের পোস্টটি প্রায় বিশ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে, যা আমাদের জন্য এক অনুপ্রেরণার মাইলফলক। আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আগ্রহ ও অংশগ্রহণে নবীনকণ্ঠ পরিবার সত্যিই আপ্লুত ও কৃতজ্ঞ।

~ এই সংখ্যায় প্রত্যাশার চেয়েও অনেক বেশি লেখা জমা পড়েছে। ফলে সম্পাদকমণ্ডলীর সদস্যরা এখন মনোযোগের সঙ্গে প্রতিটি লেখা পাঠ ও বাছাইয়ের কাজে ব্যস্ত রয়েছেন। তাই আপনাদের কাছে সামান্য সময় প্রার্থনা করছি।

~ ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করব —এই সংখ্যার প্রচ্ছদ, লেখক তালিকা, এবং সম্পূর্ণ পিডিএফ সংস্করণ।

~ আপনাদের অব্যাহত ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাদের পথচলাকে সহজ ও আনন্দময় করে তোলে। আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

~ আরও জানিয়ে রাখি, নবীনকণ্ঠ পরিবারের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। সেখানে আমরা সেরা ও নির্বাচিত লেখাগুলো নিয়মিত প্রকাশ করি। অনুরোধ করছি— সবাই ওয়েবসাইটটি ভিজিট করুন, পড়ুন, মন্তব্য করুন এবং আমাদের নবীন লেখকদের অনুপ্রেরণা দিন। (কমেন্টে ওয়েবসাইটের লিংক দেওয়া হবে ইনশাআল্লাহ।)

~ সবশেষে, আমাদের পক্ষ থেকে কোনো ভুল-ত্রুটি চোখে পড়লে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। আমরা মানুষ, ভুল আমাদের হতে পারে— তবে আপনাদের ভালোবাসা ও সহনশীল দৃষ্টিতে আমাদের সেই ভুলগুলো ঢেকে যাবে বলে বিশ্বাস রাখি।

~ নবীনকণ্ঠ পরিবারের পক্ষ থেকে
ভালোবাসা, কৃতজ্ঞতা ও দোয়া রইল আপনাদের প্রতি। 🌺

• নবীনকণ্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)
• প্রিয় শিক্ষক সংখ্যা

12/10/2025

• আজ রাত বারোটা পর্যন্ত এই সংখ্যার জন্য লেখা জমা দেয়ার শেষ সময়।

09/10/2025

I ♥️ MOHAMMAD S.

07/10/2025

আলহামদুলিল্লাহ, নবীনকণ্ঠ'র লেখা আহ্বানে লেখক/লেখিকাদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রচুর লেখা জমা পড়েছে। ♥️🇧🇩

📢 লেখা আহ্বানশ্রদ্ধেয় পাঠকবৃন্দ,নবীনকণ্ঠের আগামী সংখ্যাটি আমরা উৎসর্গ করছি আমাদের সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সম্মানিত  ...
03/10/2025

📢 লেখা আহ্বান
শ্রদ্ধেয় পাঠকবৃন্দ,
নবীনকণ্ঠের আগামী সংখ্যাটি আমরা উৎসর্গ করছি আমাদের সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সম্মানিত শিক্ষকবৃন্দকে। শিক্ষক শুধু পাঠদাতা নন; তিনি মানবতার নির্মাতা, জীবনের দিশারী, স্বপ্ন দেখার প্রেরণা।

এই বিশেষ সংখ্যায় আমরা আপনাদের কাছ থেকে গদ্য, প্রবন্ধ, স্মৃতিচারণ, কবিতা, গল্প, শিক্ষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি কিংবা অভিজ্ঞতা—যেকোনো রচনা আহ্বান করছি।

✍️ লেখার বিষয়: শিক্ষক, শিক্ষা, প্রেরণা ও শ্রদ্ধা
📅 লেখা পাঠানোর শেষ তারিখ: ১২-১০-২০২৫ খ্রি.। রোজ: রোববার
📧 লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

চলুন, কলমের নিবে জ্বালাই কৃতজ্ঞতার প্রদীপ—
শিক্ষক দিবসকে স্মরণ করি ভালবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।

— সম্পাদকমণ্ডলী, নবীনকণ্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)

03/10/2025

• আজ রাত লেখা আহ্বান ঘোষণা আসতেছে, ইনশাআল্লাহ।

সিরাত: অনুপম জীবন পাঠ্যমাহমুদ হাসান ফাহিম বিস্তারিত পড়ুন কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে...
30/09/2025

সিরাত: অনুপম জীবন পাঠ্য
মাহমুদ হাসান ফাহিম

বিস্তারিত পড়ুন কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে...

• বিস্তারিত পড়ুন কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইট লিংক থেকে।
30/09/2025

• বিস্তারিত পড়ুন কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইট লিংক থেকে।

27/09/2025

• শীঘ্রই নতুন লেখা আহ্বান আসতেছে, ইনশাআল্লাহ।

15/09/2025

আগামী সংখ্যা কি বিষয়ে হতে পারে বলে আপনি মনে করেন । কমেন্টে আমাদের জানানোর অনুরোধ। কোন পরামর্শ থাকলেও।

• সন্ত্রাসী ও সহিংসতা কর্মকাণ্ড নির্মূলে নবীজি সা. ~ আব্দুল্লাহ আলমামুন আশরাফী বিস্তারিত পড়ুন কমেন্টের লিংক থেকে 👇
12/09/2025

• সন্ত্রাসী ও সহিংসতা কর্মকাণ্ড নির্মূলে নবীজি সা.
~ আব্দুল্লাহ আলমামুন আশরাফী

বিস্তারিত পড়ুন কমেন্টের লিংক থেকে 👇

Address

Dhaka
Savar
1704

Alerts

Be the first to know and let us send you an email when নবীনকণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবীনকণ্ঠ:

Share

Category