Rumana's dairy

Rumana's dairy I am a mother of 2 beautiful daughters! Alhamdulillah
this page name is Rumana's diary! this page describes my mind & my thought!
(26)

২০১৯ এ শেষ যাওয়া এই বাড়িটিতে।আমার বাড়ি না।বোনের শ্বশুর বাড়ি। বাড়িটা সুন্দর ছবির মতো।শুভ সকাল
29/09/2025

২০১৯ এ শেষ যাওয়া এই বাড়িটিতে।
আমার বাড়ি না।
বোনের শ্বশুর বাড়ি।
বাড়িটা সুন্দর ছবির মতো।

শুভ সকাল

২৪ সেপ্টেম্বর, ২০২৫বুধবার এই বুড়ো বয়সে দু'খান ইচ্ছে পয়দা হয়েছে। এক.কানে আরও এটা ফুটো বাড়িয়ে বল টাইপ কানের টপ পড়ার।(প্রথম...
24/09/2025

২৪ সেপ্টেম্বর, ২০২৫
বুধবার

এই বুড়ো বয়সে দু'খান ইচ্ছে পয়দা হয়েছে।
এক.কানে আরও এটা ফুটো বাড়িয়ে বল টাইপ কানের টপ পড়ার।(প্রথম ছবিতে একটা বাদে বাকি সব টিপ কানের টিপ)

দুই. চুল পরে পুরা নাই।তাও শখ আবার দুটা চুল হলেও কোমর অবদি বড় করা।ঐ দুটা/তিন খান চুল দিয়ে বেনি করার।(২য় ছবিতে আমার চুল মাশাল্লাহ বেশ বড় হয়েছিলো তখন।এখন কোথায় জানি চলে গেছে সব)

২য় টার কোনো সম্ভাবনা দেখছি না।তাও মনের শখ বলে কথা।এরজন্য কি কি করলে চুল ভালো হয়।তা নিয়ে গবেষণা চলছে।
সবর্ণের দাম বলে দু লাখের কাছাকাছি। তাই সবর্ণ বাদ। রূপা ই ভরসা এই জীবনে।

শুভ রাত🫣🫰

২৩ সেপ্টেম্বর, ২০২৫মঙ্গলবার ❤️🌱💚শখ যদি সংসারের উপকারিতা বয়ে আনে।তো ঐ শখ জায়েজ।আমি বাগান করি,মুরগি পালি,কবুতর পালি।সাথে প...
23/09/2025

২৩ সেপ্টেম্বর, ২০২৫
মঙ্গলবার ❤️🌱💚

শখ যদি সংসারের উপকারিতা বয়ে আনে।তো ঐ শখ জায়েজ।আমি বাগান করি,মুরগি পালি,কবুতর পালি।সাথে পানিও।এগুলো কোনটা আমার মনে হয়নি আমার জীবনের কোনো কমতি বয়ে আনছে বা খা\রাপ প্রভাব ফেলছে।
আমি বহুত হিসাবি কিসিমে’র মানুষ। যেদিন মনে হবে,সব নিজ থেকে বাদ দিবো।
মানুষের শখ যদি হয় মুভি দেখা।তাহলে বলবো, আমার শখ সেই দিক থেকে খুব ভালো শখ।
পরিবেশের জন্যও।পারিবারিক জীবনের জন্যও।

আপাততঃ খোঁচাখুঁচি না করে গাছ লাগান।এতে পরিবেশ বাঁচবে। তখন না হয়,গাছের ছায়ায় বসে অন্য বাড়ির মেয়ে, বৌ নিয়ে কূ>টনামি করিয়েন।আমিও করি গাছের তলায় দাড়িয়ে পাশের বাড়ির জানালা দিয়ে ভাবিদের সাথে গল্প। কূ

২১ সেপ্টেম্বর, ২০২৫রবিবার।পরিবার একটা বন্ধন। এখানে আস্থা এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকে সবসময়। আর সেটা পাওয়া বিশাল সৌভাগ্যে...
21/09/2025

২১ সেপ্টেম্বর, ২০২৫
রবিবার।

পরিবার একটা বন্ধন। এখানে আস্থা এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকে সবসময়। আর সেটা পাওয়া বিশাল সৌভাগ্যের বিষয়।
আজ থেকে কিছু বছর আগে এই দিনে আমাদের নিজের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষকে হা

আজ ২০ সেপ্টেম্বর, ২০২৫।শনিবার আমি বারবার একটা তারিখে এসে ভ
20/09/2025

আজ ২০ সেপ্টেম্বর, ২০২৫।
শনিবার
আমি বারবার একটা তারিখে এসে ভ

১৭ সেপ্টেম্বর, ২০২৫বুধবার 🌧️🌼🌱Aesthetics & non aesthetics ::আচ্ছা তোমাদেরকে বলি, আজ অবদি এটাই বুঝতে পারলাম না  what is a...
17/09/2025

১৭ সেপ্টেম্বর, ২০২৫
বুধবার 🌧️🌼🌱

Aesthetics & non aesthetics ::

আচ্ছা তোমাদেরকে বলি, আজ অবদি এটাই বুঝতে পারলাম না what is aesthetics?
তোমরা ভিডিও তে বলো,আমি খুব মনোযোগ দিয়ে দেখি।
কিন্তু ভালো লাগে আসলেই। কিন্তু ভাইব টা মাথায় ঠুকে না।হতে পারে আমি তোমাদের এ যুগের থেকে একটু বড় আপু টাইপ।আমাকে আবার এ সুযোগে আন্টি বানিয়ে দিও না।

এখন কথা হলো,তুমি কি ভিডিও বানাবা সেটা তোমার সিদ্ধান্ত। আমি কে তোমাকে বলার,এমন করে কেনো?তেমন করে কেনো?

আমি সবসময় যেটা নিজে করতে পছন্দ করি,তা হলো....
রুচি বোধ বজায় রেখে, শালীনতা বজায় রেখে যতটুকু ভিডিও করা যায়।শব্দের ব্যবহারেও খুব সতর্ক থাকি।এটা আমার চয়েস!

গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক।কি দরকার!বলো তো?
তোমার ইচ্ছে হলে তুমি বানাও aesthetic বা না হলে নরমাল বা তোমার রুচি অনুযায়ী।
কিন্তু দয়াকরে, রান্না ঘরে ফুল দিও না।যায় বলো....
তেল কাসটের মধ্যে ফুলের অবস্থাও তো তেলতেলা।
ভাবলে গা ঘিন করে।এটা আমার নিজস্ব মতামত।

আর একজন আরেকজনকে পোক করা বন্ধ করে।সবাই সুস্থ পরিবেশ বজায় রেখে, নিজস্ব পেজে মনোযোগ দেই।
ভালো থেকেও সবাই। ❤️
আমাকে আবার কেউ বিতর্কের মধ্যে ফেলো না।🤷‍♀️🫰

১৬ সেপ্টেম্বর, ২০২৫মঙ্গলবার দুনিয়াতে কিছু ছেলেরা আছে,এরা নাচতে নাচতে বিয়ে করে।কিন্তু বিয়ের পর এদের জীবন, বিবাহিত ব্যাচেল...
16/09/2025

১৬ সেপ্টেম্বর, ২০২৫
মঙ্গলবার

দুনিয়াতে কিছু ছেলেরা আছে,এরা নাচতে নাচতে বিয়ে করে।কিন্তু বিয়ের পর এদের জীবন, বিবাহিত ব্যাচেলরদের মতো কাটাতে পছন্দ করে।এমন পুরুষ একজন নারীর মন মানসিকতা ন

15/09/2025

বৃষ্টি বিলাস⛈️🌧️

১৪ সেপ্টেম্বর, ২০২৫
রবিবার

12/09/2025

১২ সেপ্টেম্বর, ২০২৫
শুক্রবার
সকাল থেকে আমার সনধ্যা অবদি..... ছোটাছুটি!
সবার জীবন এভাবেই চলতে থাকে।ক্লান্ত হয়ে যায়, আবার ছুটতে থাকে।প্রতিটা ঘরের গৃহিনীরা এভাবেই ছুটতে থাকে।
কিন্তু সব কিছু তখন সহনীয় হয়,যখন পাশে থাকে সাহায্য করার মতো জীবনসঙ্গী। কাজে না, কথা- সন্মান এবং ভালোবাসা দেওয়ার মতো জীবনসঙ্গী ❤️❤️
শুভ রাত

゚viralシfypシ゚

১১ সেপ্টেম্বর, ২০২৫বৃহস্পতিবার আমরা একটা লেখা ঘুরে ফিরে খুব চোখে দেখি না,""""আমি প্রথমে যে ব্যবহারটা করি সবার সাথে সেটা ...
11/09/2025

১১ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার

আমরা একটা লেখা ঘুরে ফিরে খুব চোখে দেখি না,""""আমি প্রথমে যে ব্যবহারটা করি সবার সাথে সেটা আমাদের নম্রতা ভদ্রতা!!এবং পরবর্তীতে সময়ের সাথে সাথে যেটা আপনি আমার থেকে পাবেন, সেটা আপনার অর্জন!!"""

আসলেই সত্যি। কাউকে বেশি চিপড়াতে নাই।তাহলে লেবুর মতো তিতা হয়ে যাবে।অবশ্য ঐ তিতা শরীরের জন্য ভালো
আমি প্রতি বেলায় ভাতের সাথে লেবুর রস খাই।সাথে লেবুর ছোকলাটাও।খেতে খুব মজাই আছে।😋😋

゚viralシfypシ゚

৭ সেপ্টেম্বর, ২০২৫রবিবার 🌼⛅আমি আমার সব শখ গুলোকে ইদানিং খুব শো অফ করলেও জীবন যাচ্ছে খুব কাজের মধ্যে। সকাল ৬ টা থেকে শুরু...
07/09/2025

৭ সেপ্টেম্বর, ২০২৫
রবিবার 🌼⛅

আমি আমার সব শখ গুলোকে ইদানিং খুব শো অফ করলেও জীবন যাচ্ছে খুব কাজের মধ্যে। সকাল ৬ টা থেকে শুরু শেষ রাত ১১টায়। একী মধ্যে পুরোটা সময় সংসার এবং মেয়েদেরকে নিয়ে যত শত কাজ।
কিন্তু যখন মেয়েরা রাতে ঘুমায়, এক ধরনের বি\\ষন্নতা আমাকে গ্রাস করে।খুব একা লাগা শুরু হয় এবং মন খা

আজ সকালে একটা ঝটকা খেলাম। মা
07/09/2025

আজ সকালে একটা ঝটকা খেলাম। মা

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumana's dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category