Rumana's dairy

Rumana's dairy I am a mother of 2 beautiful daughters! Alhamdulillah
this page name is Rumana's diary! this page describes my mind & my thought!
(28)

বাগানবিলাস ফুল আমার বেশ পছন্দ।🌸🌸💓💓আমার নানু বাড়ির ঢোকার জন্য দুটা দরজা ছিলো। সাধারণত গ্রামে এটা সাধারণ বিষয়।বাহির বাড়ি এ...
07/08/2025

বাগানবিলাস ফুল আমার বেশ পছন্দ।🌸🌸💓💓

আমার নানু বাড়ির ঢোকার জন্য দুটা দরজা ছিলো। সাধারণত গ্রামে এটা সাধারণ বিষয়।বাহির বাড়ি এবং ভেতর বাড়ি দুটো ভাগ থাকতো।বাহির বাড়িতে সবার প্রবেশের সুযোগ থাকলেও ভেতর বাড়িতে অনুমতি লাগতো।
তো আমার নানু বাড়ির ভেতর বাড়ির মাঝে ছাউনি দেওয়া রাস্তার অংশটুকুর গেটে গেটফুল গাছ ছিলো গোলাপি রং এর।সারা উঠান এই ফুলে বিছিয়ে থাকতো।দেখতে বেশ সুন্দর লাগতো।মাশাল্লাহ বাড়িটাও বেশ বড়।❤️
ঐ যে বললাম গেট ফুল, এটাই এই যুগে বাগানবিলাস নামে পরিচিত।💓💓

তখন এমন মেবাইল ছিলো না।তাহলে অবশ্যই ছবি ভিডিও তুলে রাখা হতো। সবচেয়ে বড় বিষয় ঐ টিনের ঘর গুলোও আর নেই। সব ইটের দালান।
আমি ঐ টিনের ঘর। বাগান বিলাস গাছ সব কিছু চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই।আমার মনে হয়,আমার নানু বাড়ির সবাই এটাই অনুভব করে।
শুভ সকাল
সবার দিনটি সুন্দর কাটুক।
🌦️❤️🌱🎼☔🌸


#বাগানবিলাস #নানুবাড়ি

আজ ৬ আগস্ট, ২০২৫বুধবার 🌦️🌦️ছবি কথনঃছবি গুলোর দিনটি ছিলো পহেলা আগস্ট, শুক্রবার। আমার ছুটির দিন গুলো শুধু ব্যসততা না দৌড়ের...
06/08/2025

আজ ৬ আগস্ট, ২০২৫
বুধবার 🌦️🌦️

ছবি কথনঃ
ছবি গুলোর দিনটি ছিলো পহেলা আগস্ট, শুক্রবার। আমার ছুটির দিন গুলো শুধু ব্যসততা না দৌড়ের উপর কাটে।সকাল ৭টা থেকে শুরু হয় সেদিনের দৌড় ঝাপ। পার্থক্য শুধু অন্য দিন গুলোতে ৬টায় উঠি।ছুটির দিন সকাল ৭টায়।
সবাই ঘুমে থাকতে থাকতে আমার সকালের সব কাজ সেরে উঠি।সবার সঙ্গী হিসেবে থাকে আমার বড় কন্যা।তাঁর অভ্যাস হলো মা ঘুম থেকে উঠার সাথে সাথে তার-ও উঠতে হবে।এটা এখন না জন্ম থেকে অভ্যাস।🤷‍♀️

সেদিন দৌঁড়ঝাপের সাথে যোগ হয় দাওয়াত এবং ঘুরাঘুরি। আম্মুর বাসায় দাওয়াত ছিলো।কয়েকটা পোস্টে আমি নৌকা ভ্রমনে বলেছিলাম সেদিনের কথা।কিন্তু আরও কিছু সুন্দর ছবি শেয়ার করার জন্য এই পোস্টটা।💚

আমার কাছে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আম্মু আব্বু। আমার পরিবার।আলহামদুলিল্লাহ
কিন্তু যেহেতু মেয়ে বিয়ের পর তাঁদের জন্য তেমন কিছু করার আর সুযোগ হয় না।তাই সবসময় আল্লাহর কাছেএই দুআটুকু করি তাঁরা যেনো সুস্থ থাকে, সুন্দর একটা জীবন পাড় করে।💙💙

আমার বোনেরা, ওরা আমার আরেকটা কমফোর্ট জোন।দুনিয়াতে এদের সাথে কথা বলার সময় আমি হিসেব করে কথা বলি না।মন খুলে গল্প করি, নিজের মনের কথা বলি।আর এরা আমাকে জাজ করে না।এটা সবচেয়ে দামি বিষয়।❤️❤️❤️

আমার খুশি বা শান্তি বলতে বুঝি,এমন মানুষদের সাথে চলা যারা আপনাকে বুঝে।আপনার মুখের কথার সাথে আপনাকে মনের কথাটা বুঝতে চেষ্টা করে।এমন মানুষ ছাড়া দুনিয়াতে আমি আর এখন কারও সাথে চলতে রাজি না।🖤🖤দেখেন বয়স তো অনেক হলো।সময় চলে গেছে জীবন থেকে বলতে গেলে অর্ধেক।বাকি সময়টুকু নিজের অভিজ্ঞতা দিয়ে যা শিখেছি তা দিয়ে কাটিয়ে দিতে চাই।
এমন জীবন চাই, যেখানে ইনিয়ে বিনিয়ে কথা শোনানো বা ছোট করার জন্য কথা বলা হোক না থাকুক।যারা আপনার ভালোকে প্রশংসা করায় কৃপনতা করে,কিনতু ঠিক একটা ভুল দেখলে চোখে আঙুল দিয়ে সবাইকে বড় করে বলে বেড়ায় এমন মানুষ থেকে দূরে থাকতে চাই।যেখানে মন খুলে দুটা কথা বললে,তা নিয়ে আলোচনা না হোক।🖤🖤

শুধু তাদের জন্য এইটুকু বলা,তোমাদের এতো আজাইরা সময় তোমরা ভালো কাজে লাগাও না কেনো।বুদ্ধি তো মাশাল্লাহ তোমাদের বেশ ভালো,সাথে এনার্জিও।না হলে কেউ সারাক্ষণ অন্যের পিছে লাগে।🫰🫰যেখানে মন খুলে দুটা কথা বললে,তা নিয়ে আলোচনা না হোক।
জীবনটা শান্তিতে কাটাতে চাই।💙🤍❤️

ভালো থাকবেন সবাই। আজ এই অবদি থাক।কথা হবে অন্য একদিন।
শুভ রাত🥱🥱

৫ আগস্ট, ২০২৫🌦️☔মঙ্গলবার 🌱🌸🎼দিনলিপিঃখুব সাধারণ একটা দিন আজ। কিন্তু কেউ পা\লিয়ে অসাধারণ বানিয়ে ফেললো।🫣🫣পুরা জাতি পালন করছ...
05/08/2025

৫ আগস্ট, ২০২৫🌦️☔
মঙ্গলবার 🌱🌸🎼

দিনলিপিঃ
খুব সাধারণ একটা দিন আজ।
কিন্তু কেউ পা\লিয়ে অসাধারণ বানিয়ে ফেললো।🫣🫣
পুরা জাতি পালন করছে।🤣🤣

সকাল থেকে বৃষ্টি। এর সাথে আমার কাটানো ছোট ছোট মুহুর্ত ক্যামেরায় ব\ন্দি করে রাখলাম।আজ মেয়েদের বাবা বাসায় ছিলো।তাই সারাটা দিন পারিবারিক সময় পাড় করলাম।এদিকে বড় কন্যার পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার থেকে। এরজন্য পড়া গুলো ঝালাই করে নিলাম।
দুপুরে বিদ্যুৎ বিহীন বাসায় মোবাইলের আলোতে জামাই বৌ মিলে খাবার খাওয়া। সাথে সারাদিন তো বৃষ্টি ছিলোই।
বৃষ্টির মধ্যে মেয়েদের নিয়ে বিকালে ছাদে ঘুরাঘুরি। মেয়েরা তাঁর বাবার জন্য গাছ থেকে দুটো পেয়ারা নিলো।আমি তাদের বাবার জন্য ফুলের তোড়া বানিয়ে নিলাম।
তাঁর হাতে দেওয়ার পর জিজ্ঞেস করে,কি করবো ফুল দিয়ে।🤷‍♀️🤣
মনে মনে বললাম,ভর্তা বানিয়ে দেই।খেয়ে নাও।কিন্তু মুখে বলেছি,সাজিয়ে রাখি দেখবা।🫰❤️🫣

সনধ্যায় চালের গুঁড়া দিয়ে কেক বানিয়েছি। খেতে মাশাল্লাহ। বাসার সবাই ভালো বললো।এই রেসিপি টা মেখে খালার থেকে শেখা।খালামনি অবশ্য দুধের ক্রিম বানিয়ে কেকটাকে ডুবিয়ে খেতে দিয়েছিলো।😋😋

দিন শেষে, মেয়েদের পড়াশোনা শেষ করে, ঘুম পারিয়ে দিয়ে এখন পোস্টটা লিখছি।এভাবেই দিন কাটে আমার।সাধারণ কিন্তু আপনাদের সাথে লেখার সময় মনে হয়, বেশ তো সুন্দর জীবন আমার❤️❤️।মাশাল্লাহ মাশাল্লাহ

আপনাদের সবার দিনটা কেমন গেলো, কমেন্টে জানাবেন প্লিজ।
ভালো থাকবেন সবাই🫰❤️
শুভ রাত🥱🥱

৫ আগস্ট, ২০২৫💚❤️মঙ্গলবার 🖤🤍এই দিনটায় একটা কথা সারাজীবন মনে থাকবে।পালায় গেছে,চলে গেছে,আমি পালাই না।কিন্তু উড়ে চলে গেলো।না...
05/08/2025

৫ আগস্ট, ২০২৫💚❤️
মঙ্গলবার 🖤🤍

এই দিনটায় একটা কথা সারাজীবন মনে থাকবে।
পালায় গেছে,চলে গেছে,আমি পালাই না।কিন্তু উড়ে চলে গেলো।
নাম টা নিলাম না।কারণ এটা পেজ।বহু শখের পেজ আমার।এর নাম নিয়ে ন\\ষ্ট করতে চাই না।শুধু বলবো বেশি বাড়া ভালো না।সে যেই হোক।এর পরিনতি অবশ্যই গত বছরের আগস্টের মতো হবে নিশ্চিত।

আমাদের সমাজে এমন অনেক মানুষ এই বেটির মতো।নিজে যা মনে করে বা করে সেটাই রাইট।এরা নিজের বাহিরে চিন্তা করে না।ভাবতেও পারে না।এরা ধরেই নেয়,আমি মহা মানব আর সামনের জন মূ\র্খ।

সব কিছুতে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।সহযোগী এবং সহমর্মিতা দেখানো উচিত।তা না হলে জগতের কোনো সমপর্ক আর সুন্দর থাকে না।

তো যারা এক মহিলার উড়ে যাওয়ায় আজ আনন্দ উৎসব করছো।করো স\মস্যা নাই।আমি নিজেও আজ বিরিয়ানি খাবো।শাশুড়ি রান্না করছে।
কিন্তু খোজ নাও বা চোখ কান খুলে দেখো তো এমন মনমানসিকতার মানুষ তোমার জীবনে নেই তো!
থাকলে তাঁকে অভিনন্দন জানাও আর তা না হয় নিজে উড়ে যাও!!😄🤣

ভালো থেকো সবাই
❤️💚🖤🤍

৪ আগস্ট, ২০২৫সোমবার স্মৃতিচারণঃ💁‍♀️👩‍👧আমি যখন মা হওয়ার পর স্কুলে ক্লাস করা শুরু করি।তখন সময়টা এবং আমিটা ছিলাম পুরো ভিন্ন...
04/08/2025

৪ আগস্ট, ২০২৫
সোমবার

স্মৃতিচারণঃ💁‍♀️👩‍👧
আমি যখন মা হওয়ার পর স্কুলে ক্লাস করা শুরু করি।তখন সময়টা এবং আমিটা ছিলাম পুরো ভিন্ন। যে কারণে সব নতুন এবং ক\ঠিন লাগতে শুরু করলো।
কিন্তু বিশ্বাস করেন,এতো সুইট সুইট মানুষ আমাকে ঘিরে ছিলো, যারা আমার মাতৃত্বের সময়টাকে সুন্দর করে তুলেছে। এরা আমার নিজের পরিবার না।এরা আমার সব কলিগ।
পরিবারের অবদান তো অন্যরকম।যেমন আম্মু মেজখালামনি না থাকলে বেবি হবার পর জবে জয়েন করার সিদ্ধান্তই নিতে পারতাম না।আবার সাথে ছিলো আমার সব বোনেরা।❤️
কিন্তু পরিবারের বাহিরের কেউ এতটুকু করলে সেটা বিশাল বিষয়।আর তারা যদি করেই বিশাল তাহলে অবদান লিখে শেষ করার নেই।
জাস্ট দুটা তিনটা ছবি দিলাম তাতেই অনুমান করতে পারবেন আমার জব করাটা কেনো এতো সহজ ছিলো বেবি হবার পরও।যেই জবটা আমি ছেড়ে দিয়েছি ছোট কন্যা হবার পর। তাও ছোট কন্যার এক বছর বয়সে।যেখানে স্কুল আমাকে আরও ছুটি দিতে চেয়েছিলো। তাও ছেড়ে এসেছি

আমার মতো এমন জব কপাল কারও হয়েছে কিনা সন্দেহ। মাশাল্লাহ আমার স্কুল, কলিগ,সবাই খুব সাহা্য্যকারী মনমানসিকতার ছিলো।মাশাল্লাহ
আপনাদের জন্য আমার মনে ঐসময়ের অবদানের জন্য মন থেকে ভালোবাসা সারা জীবন থাকবে।❤️❤️

আচ্ছা মূল দুটা কথা বলে লেখা শেষ করি...
এক.কখনো কোনো মাকে বিশেষ কোনো ঘটনা কেনদ্র করে বলবেন না,তুমি ভালো মা না।কারণ মা সবসময় ভালো হয়।এর কোনো আলাদা রূপ নেই। দু'একটা ঘটনার জন্য দুনিয়ার সব মা এক হয়ে যায় না।

দুই.কোনো মাকে সাহায্য না করো।ইটস ওকে।কিন্তু তাঁকে সাহায্য না করে জাজ করা টা নট ওকে, ডিয়ার। 🤷‍♀️

ভালো থাকবেন সবাই
শুভ রাত


04/08/2025

নদী, নৌকা এবং আমরা👨‍👩‍👧‍👧☔🏞️🛥️🛶🌁
আলহামদুলিল্লাহ ❤️
দিনটি ছিলো পহেলা আগস্ট, ২০২৫
শুভ দুপুর

৪ আগস্ট, ২০২৫🤷‍♀️সোমবার ☔🌦️বৃষ্টিময় একটা সকাল❤️🌱🌦️☔🌸🤷‍♀️শুভ সকাল❤️💙
04/08/2025

৪ আগস্ট, ২০২৫🤷‍♀️
সোমবার ☔🌦️

বৃষ্টিময় একটা সকাল❤️🌱🌦️☔🌸🤷‍♀️
শুভ সকাল❤️💙

আমরা🫣❤️💁‍♀️👨‍👩‍👧‍👧শুধু দুই নাম্বার ছবিটা ছাড়া বাকি সব সাডেন ক্লিক। হঠাৎ তোলা ছবি গুলোতে মায়া কাজ করে অনেক।খুব চেষ্টা থাক...
03/08/2025

আমরা🫣❤️💁‍♀️👨‍👩‍👧‍👧
শুধু দুই নাম্বার ছবিটা ছাড়া বাকি সব সাডেন ক্লিক। হঠাৎ তোলা ছবি গুলোতে মায়া কাজ করে অনেক।
খুব চেষ্টা থাকে এডিট করার সময় মায়া টা আরেকটু গাঢ় হোক ছবিতে।জানি না কতটুকু ধরে রাখতে পারি।
মায়া বিষয়টি অদ্ভুত। আপনি মায়ায় না পরলে বা মায়া না করলে কারো সাথে সমপর্কে থাকতে পারবেন না।
আমার জীবনটা কাটায় দিচ্ছি মায়ায়।
এই মানুষ গুলোর মায়ায়।ঘরের জিনিস পাতির প্রতি মায়া।খাঁচার মুরগি,পাখি কবুতরের প্রতিও সেই মায়া লাগে।সেদিন একটা মুরগি ম\\রে গেলো,কি যে মন খা\\রাপ গেলো ২/৩ দিন।
থাক নৌকা নদী থেকে ঘর সংসারে চলে যাচ্ছি। আসলে হাউজওয়াইফ ব্যাপারটাই এমন। ঘুরে ফিরে ঘর সংসার স্বামী সন্তান।
ভালো থাকবেন সবাই
শুভ সনধ্যা
০৩.০৮.২৫

৩ আগস্ট, ২০২৫রবিবারনদীর সৌন্দর্য বর্ননা করা কঠিন।যতটুকু পেরেছি ছবিতে দেখানোর চেষ্টা করেছি।শুভ সকাল
03/08/2025

৩ আগস্ট, ২০২৫
রবিবার

নদীর সৌন্দর্য বর্ননা করা কঠিন।যতটুকু পেরেছি ছবিতে দেখানোর চেষ্টা করেছি।
শুভ সকাল

পহেলা আগস্ট, ২০২৫শুক্রবার আমার কন্যাদের হাসি বলে দেয়, তাঁদের আনন্দ কি পরিমাণ। মাশাল্লাহ আল্লাহুমা বারিক আলাহু ❤️        ...
02/08/2025

পহেলা আগস্ট, ২০২৫
শুক্রবার

আমার কন্যাদের হাসি বলে দেয়, তাঁদের আনন্দ কি পরিমাণ। মাশাল্লাহ
আল্লাহুমা বারিক আলাহু ❤️

দিনটি ছিলো শুক্রবার, পহেলা আগস্ট🌼❤️নৌকায় নদীভ্রমণঃ🛶🏞️আমার আম্মুর বাসায় মেয়ের জামাইদের দাওয়াত।সাথে আমরা ফ্রি খেতে গেছি।🫣🫣...
02/08/2025

দিনটি ছিলো শুক্রবার, পহেলা আগস্ট🌼❤️

নৌকায় নদীভ্রমণঃ🛶🏞️
আমার আম্মুর বাসায় মেয়ের জামাইদের দাওয়াত।সাথে আমরা ফ্রি খেতে গেছি।🫣🫣বিয়ের পর সব দাওয়াত জামাইরা পায়।🥱🥱
যাক গা বাদ দেই।
বড় বোনের আয়োজনে চলে গেলাম দুপুরের খাওয়া শেষে, নদীর পাড়ে ঘুরতে।ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ১ ঘনটা ঘুরলাম।উঠেছিলাম ডগরতলী থেকে এবং নেমেছি কাকরাইন ব্রিজে।মাঝে খুব ছবি তোলা হলো,গল্প, খাওয়া এবং নদীর সৌন্দর্য উপভোগ করা ।
আমার মেয়েদের এটা ৩য় বার নৌকা ভ্রমণ।কিন্তু এবার মজাটা একটু বেশি পেয়েছে মনে হয়।কারণ টলারের ছাদে উঠতে পেরেছে।❤️❤️নদীর পানি হাত দিয়ে ধরতে পেরেছে। মানে ষোলো কলা পূর্ণ বলতে পারেন।
সবচেয়ে যে মানুষ টা বেশি টেনশনে ছিলো, সে হলো আমার জামাই। কারণ তাঁর বৌ সাঁতার জানে না।সাথে দুটা মেয়ে।মানে নৌকায় উঠা ১১ জনের মধ্যে মাত্র ৪ জন সাঁতার জানে।🫣🫣
বেচারা টেনশনে আমাকে বসিয়ে রাখে।মেয়েদেরকে জোর করে বসিয়ে রাখে।কিন্তু মেয়েরা কি আর তাঁর কথা শোনে।তাঁরা মায়ের সাথে ছাদে উঠে বসছে।🤭🤭
নদী এবং নৌকার সৌন্দর্য বর্ননা করা অসম্ভব। তাই ছবি গুলোতে বুঝানোর চেষ্টা করেছি মাত্র।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ সাঁতার না জানলে নৌকা ভ্রমণে যাওয়ার দরকার নেই। আর গেলেও ট্রলারে উঠবেন কিন্তু নদীর বেশি গভীরে বা স্রোতের বিপরীতে যাওয়ার দরকার নেই। নৌকায় পানি এবং শুকনো খাবার নিয়ে উঠবেন।অবশ্যই প্রাকৃতিক কাজকর্ম সম্পন্ন করে উঠবেন!নদীতে কাগজ ফেলবেন না।

শুভ রাত 🥱🥱
ভালো থাকবেন সবাই 🫰🫰


Good morning Bangladesh..... 🥱🥱🥱ঘুম থেকে উঠি নি এখন।সব কাজ শেষ। এখন ঘুম পাচ্ছে। 🤷‍♀️🤷‍♀️মেয়ে দুজনের পরীক্ষা শুরু হবে।পড়ত...
02/08/2025

Good morning Bangladesh.....
🥱🥱🥱
ঘুম থেকে উঠি নি এখন।সব কাজ শেষ। এখন ঘুম পাচ্ছে। 🤷‍♀️🤷‍♀️
মেয়ে দুজনের পরীক্ষা শুরু হবে।পড়তে বসিয়ে নিজের মা\থা শেষ। মনে হচ্ছে, আমি পা\গলা গা\রদে আছি।
একজন ভালো মতো লিখছে। #মাশাল্লাহ
আরেকজন ব্যা ব্যা করছে।মেক-আপ না দিলে লিখবে না পড়বে না।
😡😡😡
যতসব আজাইরা কাজ কাম।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumana's dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category