06/08/2025
আজ ৬ আগস্ট, ২০২৫
বুধবার 🌦️🌦️
ছবি কথনঃ
ছবি গুলোর দিনটি ছিলো পহেলা আগস্ট, শুক্রবার। আমার ছুটির দিন গুলো শুধু ব্যসততা না দৌড়ের উপর কাটে।সকাল ৭টা থেকে শুরু হয় সেদিনের দৌড় ঝাপ। পার্থক্য শুধু অন্য দিন গুলোতে ৬টায় উঠি।ছুটির দিন সকাল ৭টায়।
সবাই ঘুমে থাকতে থাকতে আমার সকালের সব কাজ সেরে উঠি।সবার সঙ্গী হিসেবে থাকে আমার বড় কন্যা।তাঁর অভ্যাস হলো মা ঘুম থেকে উঠার সাথে সাথে তার-ও উঠতে হবে।এটা এখন না জন্ম থেকে অভ্যাস।🤷♀️
সেদিন দৌঁড়ঝাপের সাথে যোগ হয় দাওয়াত এবং ঘুরাঘুরি। আম্মুর বাসায় দাওয়াত ছিলো।কয়েকটা পোস্টে আমি নৌকা ভ্রমনে বলেছিলাম সেদিনের কথা।কিন্তু আরও কিছু সুন্দর ছবি শেয়ার করার জন্য এই পোস্টটা।💚
আমার কাছে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আম্মু আব্বু। আমার পরিবার।আলহামদুলিল্লাহ
কিন্তু যেহেতু মেয়ে বিয়ের পর তাঁদের জন্য তেমন কিছু করার আর সুযোগ হয় না।তাই সবসময় আল্লাহর কাছেএই দুআটুকু করি তাঁরা যেনো সুস্থ থাকে, সুন্দর একটা জীবন পাড় করে।💙💙
আমার বোনেরা, ওরা আমার আরেকটা কমফোর্ট জোন।দুনিয়াতে এদের সাথে কথা বলার সময় আমি হিসেব করে কথা বলি না।মন খুলে গল্প করি, নিজের মনের কথা বলি।আর এরা আমাকে জাজ করে না।এটা সবচেয়ে দামি বিষয়।❤️❤️❤️
আমার খুশি বা শান্তি বলতে বুঝি,এমন মানুষদের সাথে চলা যারা আপনাকে বুঝে।আপনার মুখের কথার সাথে আপনাকে মনের কথাটা বুঝতে চেষ্টা করে।এমন মানুষ ছাড়া দুনিয়াতে আমি আর এখন কারও সাথে চলতে রাজি না।🖤🖤দেখেন বয়স তো অনেক হলো।সময় চলে গেছে জীবন থেকে বলতে গেলে অর্ধেক।বাকি সময়টুকু নিজের অভিজ্ঞতা দিয়ে যা শিখেছি তা দিয়ে কাটিয়ে দিতে চাই।
এমন জীবন চাই, যেখানে ইনিয়ে বিনিয়ে কথা শোনানো বা ছোট করার জন্য কথা বলা হোক না থাকুক।যারা আপনার ভালোকে প্রশংসা করায় কৃপনতা করে,কিনতু ঠিক একটা ভুল দেখলে চোখে আঙুল দিয়ে সবাইকে বড় করে বলে বেড়ায় এমন মানুষ থেকে দূরে থাকতে চাই।যেখানে মন খুলে দুটা কথা বললে,তা নিয়ে আলোচনা না হোক।🖤🖤
শুধু তাদের জন্য এইটুকু বলা,তোমাদের এতো আজাইরা সময় তোমরা ভালো কাজে লাগাও না কেনো।বুদ্ধি তো মাশাল্লাহ তোমাদের বেশ ভালো,সাথে এনার্জিও।না হলে কেউ সারাক্ষণ অন্যের পিছে লাগে।🫰🫰যেখানে মন খুলে দুটা কথা বললে,তা নিয়ে আলোচনা না হোক।
জীবনটা শান্তিতে কাটাতে চাই।💙🤍❤️
ভালো থাকবেন সবাই। আজ এই অবদি থাক।কথা হবে অন্য একদিন।
শুভ রাত🥱🥱