Capp Crime News

Capp Crime News মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

09/09/2022

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নতুন উদ্ভাবিত পদ্ধতিতে ড্রাগন ফলের চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে ড্রাগন চাষের ফলে ত.....

সাংগঠনিক নোটিশ, সেচ্ছাসেবী জনাব আল-আমিন কে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার বিরুদ্ধে সংস্থার সংবিধানের আইন অবমাননা ও ...
06/09/2022

সাংগঠনিক নোটিশ,

সেচ্ছাসেবী জনাব আল-আমিন কে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার বিরুদ্ধে সংস্থার সংবিধানের আইন অবমাননা ও আর্থিক অনিয়মের মৌখিক অভিযোগ পাওয়ায় এ বিষয়ে যথাযথ যুক্তি প্রদান ও সমাধানের জন্য ৭ দিন সময়ের মধ্যে কার্যনির্বাহী অফিসে হাজির হবার জন্য জানানো যাচ্ছে।
অন্যথায় সংস্থার সুনাম নষ্ট ও খতি সাধন করার চেষ্টা করায়, সদস্য পদ বাতিল করা হইবে। এবং সংস্থার অর্থ আত্মসাৎ করায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

আদেশ ক্রমে,

কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্ ( CAPP )
উদ্যোগতা ও পতিষ্ঠাতা সচিব,
মোঃ ফরিদুর রহমান খান।

সাংগঠনিক নোটিশ, সংস্থার আইন অবমাননা করা আইন বহির্ভূত কাজ করা, এবং সংস্থার সচিবের নাম প্রচার করে অর্থআত্বশাৎ করায়, আলামিন...
06/09/2022

সাংগঠনিক নোটিশ,
সংস্থার আইন অবমাননা করা আইন বহির্ভূত কাজ করা, এবং সংস্থার সচিবের নাম প্রচার করে অর্থআত্বশাৎ করায়, আলামিন কে "সি সি এন" CCN থেকে স্হায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে,
অতএব আলামিনের সাথে সকল প্রকার সাংগঠনিক সম্পর্ক করা থেকে বিরত থাকতে সংস্থার পক্ষ থেকে অবগত করা হইলো।

কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস,
CAPP মুখপত্র CCN ।

তেল, বিদ্যুৎ এর মতো দুদিন পরেই শোনা যাবে গ্যাস সংকট, শুধু সাভার উপজেলাতেই হাজার হাজার বাড়ি ও কারখানায় দেওয়া আছে অবৈধ গ্য...
31/08/2022

তেল, বিদ্যুৎ এর মতো দুদিন পরেই শোনা যাবে গ্যাস সংকট, শুধু সাভার উপজেলাতেই হাজার হাজার বাড়ি ও কারখানায় দেওয়া আছে অবৈধ গ্যাস সংযোগ, কয়েল কারখানা, ওয়াশিং ফ্যকটারিতে বিপুল পরিমাণ গ্যাস পোড়ানো হচ্ছে, দুক্ষের বিষয় যে সকল বাড়িতে বৈধ লাইন আছে মাসে মাসে বিল পরিশোধ করে তারা ঠিক মতো গ্যাস পাচ্ছে না, গ্যাস কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পোস্টটি শেয়ার করে গ্যাস চোরদের ধরিয়ে দিতে সহায়তা করুন।

CCN নিজস্ব প্রতিবেদন।

31/08/2022

একজন গর্ভবতী মহিলার জন্য জরুরী A+ রক্তের প্রয়োজন,
সাভার, ঢাকা।

Send a message to learn more

31/08/2022

ভূমি জরিপ, ভূমি দুর্নীতির আতুড়ঘর।

ভূমি জরিপ করাতে গুনতে হয় লক্ষ লক্ষ টাকা, জরিপ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী টাকা না দিতে পারলে জাইগা কমেযায়, পাশের জমিওয়ালার জাইগা বাড়ে শুরু হয় জমি নিয়ে বিবাদ, কারো জমি হয় খাস, কারো জমি হয়েযায় উধাও,
বাপদাদার সম্পদ রক্ষা করতে ভূমি জরিপে নিরবে দিতেহয় টাকা, সাংবাদিক এলে চুপিচুপি ৫০০ /১০০০/ ২০০০ টাকা হাতে গুজে দিলেই কলম যোদ্ধাদের কলমের কালি হয় শেষ 🤣🤣🤣
হাইরে আমার সোনার বাংলাদেশ,
ঘুষ দিলে সরকারি কর্মকর্তা থেকে পিওন এমনকি ড্রাইভার ও দেখায় কেরামতি।

25/08/2022
25/08/2022

CCN সংবাদ সংগ্রহ কর্মীরা জানতে পারে একটি "সর্গেরাজ্য মহিলা উন্নয়ন সংস্থার" নামে বিভিন্ন গ্রাম থেকে মহিলাদের নিকট হতে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে, এঘটনার সত্যতা যাচাই করা ও সংবাদ সংগ্রহের জন্য ঘটনা স্থানে গেলে , দুশকৃতি কারীরা সংবাদ সংগ্রহ কর্মীদের উপস্থিতি বুঝতে পেরে সাংবাদ সংগ্রহ কর্মীদের উপর চড়াউ হয়ে গোলযোগ পরিস্থিতি সৃষ্টি করে, এমতাবস্থায় কোনো তথ্য সংগ্রহ করতে না পেরে ফিরে আসে কর্মীরা এলাকার জনগণের পক্ষ হতে ঐ সর্গেরাজ্য মহিলা উন্নয়ন সংস্থার উপর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ধর্মপাল ইউনিয়নের এলাকা বাসি।

CCN নিজস্ব প্রতিবেদন, ধর্মপাল ইউনিয়ন, নীলফামারী।

25/08/2022

৫ / ১১ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনায় সকল শিশুদের অভিভাবকরা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান।

22/08/2022

মাদক মুক্ত বাংলাদেশ চাই।

22/08/2022

মাদক মুক্ত বাংলাদেশ চাই ।

আজ ২২৷০৮৷২০২২ইং তারিখে বালাগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক মহোদয় জনাব খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় উপস...
22/08/2022

আজ ২২৷০৮৷২০২২ইং তারিখে বালাগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক মহোদয় জনাব খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আবদুল ওয়াহেদ বাহাদুর এবং সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুব হাসান ।আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব আহমেদ হোসেন ,ইউ পি সদস্যগন,গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন।পরিদর্শন শেষে জেলাপ্রশাসক মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন।বালাগ্রাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তাহার মূল্যবান সময় দেওয়ার জন্য অভিনন্দন জানাই।

CCNTV নীলফামারী প্রতিনিধি এম এ হান্নান।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Capp Crime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share