
03/03/2025
সবাইকে আসসালামুয়ালাইকুম। আজ মনটা ভরে গেল। আমি আজ ভালবাসায় ভরপুর। কেউ আমাকে ফোন গিফট করলো এবং কেউ আমাকে কিছু পার্সেল দিল। আসল কোথায় আসি মাহি কারো টাকায় মারে না দীর্ঘ দুই বছর ধরে এই বিশ্বাস অর্জন করে আইছে। নাতো মাহি কথার হেরফের করে। ধন্যবাদ সেই সকল মানুষদেরকে যারা আমাকে এত কিছু বিশ্বাস করে গিফট করেছেন। এবং এই পোস্টটি তারাও দেখেন যারা কথা দিয়ে কথা রাখেননি এবং প্রতারণা করেছিলেন। জীবন থেকে একটা জিনিস শিখলাম উপরওয়ালার দেয় আপনাকে ভরপুর দিয়ে দিবে সাথে বিশ্বস্ত কিছু লোকও দিয়ে দিবে। 😍😍🫶😍❤️