15/10/2025
সিটিসেল ফিরছে নতুন রূপে, থাকছে ২৫ পয়সা কলরেট ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট
সব থেকে কম কলরেট এবং অল্প দামে বেশি গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আবারও বাজারে ফিরছে মোবাইল অপারেটর সিটিসেল। এবারও গ্রাহকদের জন্য কলরেট ধরা হবে মাত্র ২৫ পয়সা।
সিটিসেলের মাতৃপ্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম জানিয়েছে, এবার তারা শুধু কম কলরেটই নয়, সেই সঙ্গে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ এবং দেশব্যাপী টাওয়ার সংযোজন করে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করবে।
বিশেষ করে, সিটিসেল এবার জিএসএম (GSM) প্রযুক্তি নিয়ে আসছে। এর ফলে সিটিসেলের সিম যেকোনো ফোনেই ব্যবহার করা যাবে, যা গ্রাহকদের জন্য আরও সুবিধা দেবে