14/07/2025
অতৃপ্ত অভিলাষ
কথা ঃ স্বপ্নবাজ
তোমাকে পরিলো মনে হঠাৎ করেই আজ।
কত নির্ঘুম রাত, নির্জন প্রহর কেটেছে,
শিশিরের শব্দের দোতনায়।
সেই হিসেবের খাতা নিয়ে বসিনি আজ।
তোমাকে পরিলো মনে হঠাৎ করেই আজ।
তোমার শুভ্র পায়ে নূপুরের ঝংকার কানে বেজে ছিল সেই কবে।
এখুনো সেই অনুরণন হৃদয়ে ঝড় তোলে, কেন?
তার হিসেব মেলাতে পারিনি আজও।
তোমাকে পরিলো মনে হঠাৎ করেই আজ।
আলো আঁধারের সেই নির্জন প্রভাতে,
শেফালী, বকুল ফুলের অরণ্যে তোমার আগমন। স্মৃতির যাদুঘরে এক তৈলচিত্র হয়ে আছে ।
তোমাকে পরিলো মনে হঠাৎ করেই আজ।
তোমার তখন সুয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তর কাল। চলনে ছলাৎ ছলাৎ, বলনে লাজুক উচ্ছাস। যৌবনের পূবালী হাওয়া লেগেছে তব গায় কভু জালা না জুরায় না জুরায়।
তোমাকে পরিলো মনে হঠাৎ করেই আবার।
゚