Contest Academy

Contest Academy Alhamdulillah, we'll try to give better service from us. Contest Academy is a proper site for learning.

Please stay with us, In Sa Allah we'll give u better and new things from others.

Vocabulary Day-1
16/09/2025

Vocabulary Day-1

09/09/2025
09/09/2025

Mariam is one of my favourite student.May Allah bless you.She came to me for taking tips & Pray for University Admission...
30/08/2025

Mariam is one of my favourite student.May Allah bless you.She came to me for taking tips & Pray for University Admission. Fe -Ama-Nillah ,I'll pray for you .In SA Allah You'll get chance in Dhaka University ❤️🤍

Alhamdulillah 🤍Class Eight ( Class Test)1.Ainan (First 🥇)2.Rafia ( Second 🥈)3.Shafi (Third 🥉)Congratulations to all.
22/08/2025

Alhamdulillah 🤍Class Eight ( Class Test)
1.Ainan (First 🥇)
2.Rafia ( Second 🥈)
3.Shafi (Third 🥉)
Congratulations to all.

27/07/2025

Hello ! HSC-2025 atodin por Exam dico kmn holo tmadr exam??

25/07/2025

শাম্মী মীসের (সায়ানের মা) স্ট্যাটাস:

প্রিয় সহকর্মীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আমি ও ইউসুফ স্যার হয়তো কোনো বড় ভুল বা অন্যায় করে ফেলেছি, যার জন্য আল্লাহ আমাদের এত বড় শাস্তি দিয়েছেন। আপনারা সবাই আমাদের ক্ষমা করে দেবেন। আমার ছেলেটিকেও (সায়ান) দয়া করে ক্ষমা করবেন। আমাদের ফুলের মতো নিষ্পাপ সন্তানটি আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না।
কত সুন্দর, কত মেধাবী, কত বুদ্ধিদীপ্ত ছিল আমার ছেলেটি! আজ পত্রিকার শিরোনামে আমার ছেলের নাম, ফেসবুক খুললেও তার ছবি, তার খবর! আমরা কল্পনাও করতে পারিনি আমাদের সন্তান এভাবে খবরের শিরোনাম হবে। ওর বাবা সবসময় বলত, "সীমা, আমার মনে হয় আমাদের ছেলে একদিন কিছু আবিষ্কার করবে।" এমন প্রখর মেধাবী ছিল সে—একটু পড়লেই সবকিছু শিখে ফেলত। ছিল ভদ্র, নম্র, বিনয়ী। ক্লাস টু-তে পড়ার সময় থেকেই ৩০ টি রোজা রাখতো,পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো।

দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আজ বুয়েটের মতো প্রতিষ্ঠানের মেধাবী ছাত্ররা প্রাণ হারাচ্ছে। ইউসুফ স্যারের ইচ্ছে ছিল, আমাদের ছেলে যেন আমেরিকায় পড়াশোনা করতে পারে। আমরা ছেলেকে নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম শুধু নিরাপত্তার কারণে—আর সেই ভয়ই আজ বাস্তব হয়ে দাঁড়ালো।
আমার ছেলেটি দগ্ধ শরীরে চারদিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু তখনও সে কাঁধের ব্যাগটা নিতে ভুল করেনি! আহারে পড়াশোনা! আহারে শিক্ষা! কী দরকার ছিল এমন শিক্ষার, যা আমার সন্তানের জীবনটাই কেড়ে নিল!
ঘটনার দিন একটি নাম্বার থেকে আমার ফোন আসে। জানতে পারি, যে ছেলে আমার ছেলেকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গিয়েছিল, সে ইউসুফ স্যারেরই ছাত্র। পরে ফোনে ছেলেটির কাছে শুনি, আমার সোনা পাখি ঠিকমতো নিশ্বাস নিতে পারছিল না,এই অবস্থার মধ্যেও সে ছাত্রটিকে তার মায়ের ফোন নম্বর দিয়ে দেয়। আমি ফেসবুকে দেখি, সেই ছেলেটি—অমিত—আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। ভাই ও বোনেরা, আমি আপনাদের সবার কাছে চিরঋণী।
বাংলাদেশ মেডিকেলে যখন ওর দগ্ধ শরীর দেখে ওর চাচ্চু কাঁদছিলেন, তখনও আমার ছেলে তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিল, "চিন্তা কোরো না চাচ্চু , সব ঠিক হয়ে যাবে।" ওর বাবাকে দেখে ও সাহস পেয়েছিল।ওর বাবা বলেছিল, "বাবা, আমি আসছি। আর ভয় নেই।" মাথা নেড়ে সে সাড়া দিয়েছিল।
আমার ছেলেটি ছোটবেলা থেকেই খুব ভীতু ছিল। অথচ সেই ছেলেই আজ পাখির মতো ছটফট করেছে পুরো শরীর ঝলসে গিয়ে। কিন্তু আমাদের বুঝতে দেয়নি, যাতে আমরা দুশ্চিন্তায় না পড়ি। আইসিইউতে থাকা অবস্থায়ও ও আমাকে দেখতে চেয়েছিল। আমি যখন ওকে দেখতে যাই, দেখি তার পুরো শরীর ঝলসে গেছে। আমি আমার ছেলেকে চিনতেই পারছিলাম না।
আমি তাকে বলেছিলাম, "মা, বাবা, সোনা পাখি, শুধু পড়তে থাকো —
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জোয়ালিমীন।"
আমার সোনা মাথা নেড়ে সায় দিয়েছিল। এটাই ছিল আমার সঙ্গে ওর শেষ কথা।
এই সময়টা বড় কঠিন। আমি জানি না কিভাবে ওকে ছাড়া এই দীর্ঘ পথ পাড়ি দেব। দিন যেন শেষই হয় না। আমি কখন যাব আমার সোনা পাখির কাছে, সেটাই ভাবি।
আমার আর সহ্য হচ্ছে না মা পাখি, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও।
সোনা, আমাকে ক্ষমা করে দিস।
আমি এক ব্যর্থ মা—তোর জন্য কিছুই করতে পারলাম না।

23/07/2025

📢 একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (সম্পূর্ণ গাইডলাইন)

✅একবার মনোযোগ দিয়ে পড়ুন – সব প্রশ্নের উত্তর এখানে পাবেন।

✅ আবেদন চলবেঃ ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত

✅ যা যা লাগবে আবেদন করার জন্যঃ

1. এসএসসি পাশের রোল, রেজিস্ট্রেশন নম্বর ও সাল।

2. সচল মোবাইল নম্বর।

3. কলেজের পছন্দক্রম (Choice List)।

4. আবেদন ফি-২২০টাকা (অনলাইনের মাধ্যমে দিতে হবে)

5. সাবধানতাঃ শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি ভর্তি করার সুযোগ নেই।

✅ আবেদন প্রক্রিয়াঃ
✔️ xiclassadmission ওয়েবসাইটে গিয়ে
এসএসসি রোল, রেজি, বোর্ড এবং মোবাইল নম্বর দিয়ে Sign Up করতে হবে।

ভSign Up শেষে আপনার মোবাইলে SMS যাবে যেখানে EDU ID এবং Password থাকবে।

✔️সেই ID দিয়ে Log In করে কলেজ চয়েস দিতে হবে।

✅ কলেজ চয়েস দেয়ার সময় করণীয়ঃ

✔️নিজের মার্কস ও GPA দেখে পছন্দের কলেজগুলো লিস্ট তৈরি করুন।

✔️সবচেয়ে পছন্দের কলেজ উপরে রাখুন এবং কম পছন্দেরগুলো নিচে রাখুন।

✔️ওয়েবসাইটে প্রথম কয়েকদিন চাপ বেশি থাকে, তাই ৪-৫ দিন পরে আবেদন করাই ভালো।

✅কলেজ চয়েস সংখ্যা:
সর্বনিম্ন ৫টি কলেজ এবং সর্বোচ্চ ১০টি কলেজ চয়েস দিতে হবে।

✅পছন্দক্রম পরিবর্তনঃ সময়ের মধ্যে আবেদনকারী ৫ বার পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন

#একাদশ_শ্রেণি #কলেজ_ভর্তি

Address

Mowshumi Market, South Gazirchat, Bot-tola
Savar
1344

Alerts

Be the first to know and let us send you an email when Contest Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Contest Academy:

Share