Islahi Voice-ইসলাহী ভয়েস

Islahi Voice-ইসলাহী ভয়েস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islahi Voice-ইসলাহী ভয়েস, Video Creator, Polashbari, Savar.

05/05/2024

আসসালামু আলাইকুম।
আপনাদের জন্য যদি জব অফার করি তবে কেমন হয়?

07/02/2024

আলেম চেনার মূল মাধ্যম হলো- যারা কুরআন ও সুন্নাহের আলোকে কথা বলে।

07/02/2024

ওলামা কেরমারের কথার আগে অর্থ বুঝুন। তারপর পদক্ষেপ নিন। তার আগে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

05/02/2024

আসসালামু আলাইকুম।
আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে?

28/01/2024

وَکُلَّ اِنۡسَانٍ اَلۡزَمۡنٰہُ طٰٓئِرَہٗ فِیۡ عُنُقِہٖ ؕ وَنُخۡرِجُ لَہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ کِتٰبًا یَّلۡقٰىہُ مَنۡشُوۡرًا

আমি প্রত্যেক মানুষের (কাজের) পরিণাম তার গলদেশে সেঁটে দিয়েছি এবং কিয়ামতের দিন আমি (তার আমলনামা) লিপিবদ্ধরূপে তার সামনে বের করে দেব, যা সে উন্মুক্ত পাবে।

—বনী-ইসরাঈল - ১৩

27/01/2024

কুরআন ও হাদিসের আলোকে জীবন যারাই গড়ে, তারাই হক পন্থী। ❤️

আলহামদুলিল্লাহ।
18/01/2024

আলহামদুলিল্লাহ।

14/01/2024

আলহামদুলিল্লাহ। ❤️

10/01/2024

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ مَصْبُورَةٍ كَاذِبًا فَلْيَتَبَوَّأْ بِوَجْهِهِ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏

ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বন্দী থাকা অবস্থায় মিথ্যা শপথ করলো, সে যেন নিজের বাসস্থান জাহান্নামের নির্ধারণ করে নিলো।

সহীহ: সহীহাহ (২৩৩২)।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৩২৪২
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ

09/01/2024

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَا يَخْطُبْ بَعْضُكُمْ عَلَى خِطْبَةِ أَخِيهِ، حَتَّى يَتْرُكَ الْخَاطِبُ قَبْلَهُ، أَوْ يَأْذَنَ لَهُ الْخَاطِبُ» مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এক মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপরে অন্য ভাইকে প্রস্তাব দিতে নিষেধ করেছেন, যতক্ষণ না প্রথম প্রস্তাবকারী তার প্রস্তাব উঠিয়ে নেবে বা তাকে অনুমতি দেবে। -শব্দ বিন্যাস বুখারীর। [১০৭১]

ফুটনোট: [১০৭১] বুখারী ২১৩৯, ২১৬৫, ৫১৪২, মুসলিম ১৪১২, নাসায়ী ৩২৪৩, ৪৫০৪, আবূ দাউদ ২০৮১, ইবনু মাজাহ ২১৭১, আহমাদ ৪৭০৮, মুওয়াত্তা মালেক ১১১২, ১৩৯০, দারেমী ২১৭৬, ২৫৬৭।

বুলুগুল মারাম, হাদিস নং ৯৭৮
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ।

08/01/2024

একতাই বল। সুতরাং কিছু করতে হলে ঐক্যবদ্ধ হয়ে ল ড় তে হবে।নতুবা কিছুই সম্ভব হবে না।

Address

Polashbari
Savar

Telephone

+8801630965999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islahi Voice-ইসলাহী ভয়েস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islahi Voice-ইসলাহী ভয়েস:

Share

Category