Fatiha's Kitchen & Gallery

Fatiha's Kitchen & Gallery Heathy baby food recipes that you can cook / prepare at home without adding any kind preservatives or any unwanted Ingredients.

বাবা দিবসে  সকল  বাবার জন্য দোয়া আর ভালবাসা,,,,,
15/06/2025

বাবা দিবসে সকল বাবার জন্য দোয়া আর ভালবাসা,,,,,

আজ নদীর মাছ গুলো  কিনলাম, কয় ধরনের মাছ আছে  বলতো বন্ধুরা  শুভ দুপুর
12/06/2025

আজ নদীর মাছ গুলো কিনলাম, কয় ধরনের মাছ আছে বলতো বন্ধুরা
শুভ দুপুর

07/06/2025

সবার ঈদ কেমন কাটছে,,,,,সবাইকে ঈদ মোবারক

আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে দেন,,,আমিন
05/06/2025

আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে দেন,,,আমিন

04/06/2025

এত ভুট্টা দিয়ে কি করব জানাবেন সবাই,,,,কার ও লাগলে ফ্রী দিব,,🫣🫣
゚viralシfypシ゚viralシalシ

আসসালামু আলাইকুম🌿ছোট ছোট নবজাতক শিশুদের জন্য নিয়ে এলাম সুন্দর সুন্দর নকশি কাঁথা ।🌿নিখুঁত সুই সুতার হাতে কারুকাজ করা। 🌿দু...
16/09/2021

আসসালামু আলাইকুম

🌿ছোট ছোট নবজাতক শিশুদের জন্য নিয়ে এলাম
সুন্দর সুন্দর নকশি কাঁথা ।
🌿
নিখুঁত সুই সুতার হাতে কারুকাজ করা।
🌿দুই পাশেই কাজ করা।
🌿রেগুলার ব্যবহারের জন্য অনেক আরামদায়ক।

🏵️নিজের বাবুর ব্যবহারের জন্য হোক বা অন্য বাবুদের উপহারের জন্যই হোক খুব ভালো পন্য।
🏵️নরম কাপড়ের তৈরি।
🏵️খুবই কম মূল্যের মধ্যে।

নিতে চাইলে এখনি চট করে ইনবক্স করে ফেলুন🥰

এই ড্রেস গুলো  সব sold outতাই আর কেউ  ইনবক্স করবেন না🙏
12/09/2021

এই ড্রেস গুলো সব sold out
তাই আর কেউ ইনবক্স করবেন না🙏

Delivery  done....🙂
29/06/2021

Delivery done....🙂

আছে ‘ধার করে ঘি খাও’। ঘিয়ের যে কতো উপকার আছে, সম্ভবত সে কারণেই এ প্রবাদ। গরমে ঘি খাওয়া কি ঠিক হবে? এমন প্রশ্নের উত্তরে গ...
11/06/2021

আছে ‘ধার করে ঘি খাও’। ঘিয়ের যে কতো উপকার আছে, সম্ভবত সে কারণেই এ প্রবাদ। গরমে ঘি খাওয়া কি ঠিক হবে? এমন প্রশ্নের উত্তরে গবেষণা বলছে গরমেই ঘি শরীরকে ঠিক রাখতে পারে। ঘিয়ে আছে স্বাস্থ্যকর ফ্যাটসহ ভিটামিন এ ও সি। আসুন, জেনে নেওয়া যাক ঘি-বৃত্তান্ত।



উপকারী চর্বি

অনেকেই হয়ত মোটা হয়ে যাওয়ার ভয়ে ঘি খাওয়া তো দূরের কথা, ঘিয়ের নামও মুখে নেন না। তবে গবেষণায় দেখা গেছে ঘি আয়ুবের্দী চিকিৎসার কাজ করে। উন্নতমানের ঘি শরীরে ক্ষতিকর ফ্যাট না জমিয়ে বরং দরকারী ফ্যাট জমতে সাহায্য করে। শরীরচর্চার পাশাপাশি নিয়মিত একটু আধটু ঘি খেলে আখেরে শক্তিশালী কোষ তৈরি হবে।



আর্দ্রতা ঠিক রাখে

ঘিয়ের পুষ্টিগুণ শরীরে হরমোনের ভারসাম্য ঠিক রাখে। একইসঙ্গে এটি আর্দ্র্তাও বজায় রাখে। চেহারায় আনে কমনীয়তা। এ জন্য শীতকালের তুলনায় বরং গরমকালেই ঘি বেশি উপকারী। ঘি খেতে মিষ্টি ও এতে চর্বি থাকলে প্রকৃতিগতভাবে ঘি শরীর ঠান্ডা রাখে।



হজমে সাহায্য করে

অনেকেই গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হবে বলে ঘি খান না। কিন্তু খালি পেটে ঘি খেলে বরং হজমশক্তি বাড়ে। কোষ্ঠকাঠিন্যও দূর হয়।



রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

করোনার এ সময়ে এটাই বেশি জরুরি। ঘিয়ে থাকা পুষ্টিগুণ শরীরের দুর্বল কোষকে সতেজ করে তোলে। দুধের যাবতীয় পুষ্টি এতে পাওয়া যায় বলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।


খাঁটি গাওয়া ঘি পেতে ইনবক্সে মেসেজ করুন ,,,,

 's kitchen & Gallery র পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম! অনেকদিন থেকেই আমরা পূর্ণ বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা দিয়ে আসছ...
03/03/2021

's kitchen & Gallery র
পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম! অনেকদিন থেকেই আমরা পূর্ণ বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা দিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ্ যথেষ্ট পরিমাণ সাড়াও পাচ্ছি। সবার নিকট বিশুদ্ধ ও গুনগত মান সম্মত পন্য সামগ্রী পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।

আমাদের একটাই নীতি-
"পন্যের কোয়ালিটির সাথে নো কমপ্রোমাইজ"

🏠 আমাদের kitchen এ যে সব পণ্য এভেইলেবল, সেগুলো হলো...
👉হোমমেইড বেবি সেরেলাক
👉খাঁটি গাওয়া ঘি
👉ট্রুটিফ্রুটি
👉ড্রাই ফ্রুটস এবং
👉 বিভিন্ন প্রকার বাদাম

আর🌈,Fatiha's Gallery তে আরো রয়েছে👇
👉ওয়ান পিছ
👉টপস
👉কুর্তি

আমাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপনার অর্ডার নিশ্চিত করতে আপনি আমাদের সাথে ইনবক্সে অথবা সরাসরি ফোনে যোগাযোগ করুন!
☎️01726625376
🗣️🗣️সকলেই সুস্থ জীবনযাপন করুন, ঘরে থাকুন, নিজেকে ও পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করুন!
রাব্বে কারীমের নিকট বেশি বেশি তওবা করুন!

01/03/2021
আসসালামু আলাইকুম,,,, আর কিছু দিন পরে 🌻বসন্ত🌻,,,,,🌻🌻এ 🌼বসন্তে🌼🌸   's kitchen & Gallery সাজবে  নতুন রং এ,,,,,,, তাই আমাদের...
22/01/2021

আসসালামু আলাইকুম,,,,
আর কিছু দিন পরে 🌻বসন্ত🌻,,,,,🌻🌻

এ 🌼বসন্তে🌼🌸 's kitchen & Gallery সাজবে নতুন রং এ,,,,,,,

তাই আমাদের Gallery তে এখন থেকে পাবেন ওয়ান পিচ/ কুর্তি/টপস,,,,

মাথা নষ্ট করা সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছি। তাও আবার রিজেনেবল প্রাইজে,,,,

✅সাইজঃ ৩৮-৪৬ পর্যন্ত
✅স্টক খুব সীমিত,,,, 🙆‍♀️

যার যার লাগবে এখনি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন 🙂🙂

Address

Savar
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatiha's Kitchen & Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share