
16/06/2025
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, আল্লাহ সব দেখছেন।
রাতের নীরবতা বলছে, স্বপ্নে দেখা হবে।
চাঁদের আলোয় ঢেকে যাক মন খারাপগুলো।
আজকের ক্লান্তি ভুলে শান্তিতে ঘুমাও।
আল্লাহর হেফাজতে রাখি তোমার ঘুমটুকু।
শুভরাত্রি প্রিয়, মনটা হোক হালকা।
সব দুঃখ জমা রেখে বলি—শুভরাত্রি।
তোমার চোখে ঘুম, আর মনে ভালোবাসা।
রাতের অন্ধকারেও থাকে আলোর দোয়া।
ঘুমিয়ে পড়ো, নতুন সকাল অপেক্ষায়।✨✨