09/10/2024
সরকারি কারিগরি (আমিনশীপ) পরিক্ষা জানুয়ারি, ২০২৫
শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৪
যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন আমিনশীপ কোর্স এ পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট পেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।
ক্লাস না করে শুধু পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট অর্জন করতে পারবেন।
মোট খরচ মাত্র ৩০০০ টাকা
একটি বই দেয়া হবে বই থেকে বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান করলেই হবে।
যেহেতু এই সনদ টা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে দেয়া হয়। তাই যারা মাঠে কাজ করেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ও চাকুরী র বিবেচনায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন ।
সেশন জুলাই-ডিসেম্বর ২০২৪, পরিক্ষা সম্ভাব্য ৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার হবে।
তাদের আগামী ১৫ অক্টোবর ২০২৪ এর মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।
মোট খরচ হবে ৩০০০ টাকা
প্রথম ধাপে ২০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে।
এক সেশনে ১০০ জন ছাত্রের তথ্য দেয়া যায়। তাই প্রথম ১০০ জন এর তথ্য নেয়া হয়ে গেলে বাকিদের তথ্য নেয়ার সুযোগ নেই।
নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এর পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট নিদিষ্ট তারিখ শুক্রবার এ ৬০ মার্ক এর লিখিত পরিক্ষা দিতে হবে।
মোট ৫০০ মার্কস এর সিলেবাস। শুধু লিখিত ৬০ মার্ক, ও প্যাক্টিকাল ২০ মার্ক এর পরিক্ষা সশরিরে দিতে হবে। বাকি মার্ক ধারাবাহিক মূল্যায়ন করা হবে।
ভর্তি বা রেজিষ্ট্রেশন করতে চাইলে
MD Israil
01811-811182 whats app.
Rimon স্যার
01832-421046 whats app.
সরাসরি হোয়াটস এপ whats app মেসেজ লিংক-
wa.me/8801832421046
পরিক্ষা নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এ পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট এ সরাসরি অংশগ্রহণ করতে হবে। মূল পরীক্ষা লিখিত আকারে নেয়া হয়। লিখিত পরিক্ষা ৬০ মার্ক এর মধ্যে সংক্ষিপ্ত, MCQ, শুন্যস্থান পূরণ, শুদ্ধ, অশুদ্ধ ইত্যাদি।
আমাদের দেওয়া ৫ টি ভিডিও + বই থেকে বিগত সালের বোর্ড প্রশ্ন ভালো করে দেখলেই A+ পাওয়া সম্ভব।
যে বই পড়তে হবে ৬ মাস মেয়াদি আমিনশীপ কোর্স এর যে কোন বই। আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। বই এর মূল্য ২৬০ টাকা।
যারা মাঠে কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ।
রেজিষ্ট্রেশন করতে যা লাগবেঃ-
২০০০ টাকা
১। এস এস সি সার্টিফিকেট এর ছবি,
২। নিজের ছবি
৩। ভোটার আইডি কার্ড এর কপি।
হোয়াটস এপের মাধ্যমে এই তথ্য গুলোর ছবি দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
অথবা সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস এ এসেও রেজিষ্ট্রেশন করা যাবে।
যখন এডমিট কার্ড আসবে বাকি ১০০০ টাকা পেমেন্ট করে পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।