ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service

  • Home
  • Bangladesh
  • Savar
  • ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service

ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service শুধু হোয়াটস এপ বা ইমুর মেসেজের মাধ্যমে ভূমি বিষয়ক সকল সেবা নেয়া যাবে। 01832421046 imo & whats app

09/10/2024

সরকারি কারিগরি (আমিনশীপ) পরিক্ষা জানুয়ারি, ২০২৫

শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৪

যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন আমিনশীপ কোর্স এ পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট পেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।

ক্লাস না করে শুধু পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট অর্জন করতে পারবেন।

মোট খরচ মাত্র ৩০০০ টাকা

একটি বই দেয়া হবে বই থেকে বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান করলেই হবে।

যেহেতু এই সনদ টা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে দেয়া হয়। তাই যারা মাঠে কাজ করেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ও চাকুরী র বিবেচনায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন ।

সেশন জুলাই-ডিসেম্বর ২০২৪, পরিক্ষা সম্ভাব্য ৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার হবে।

তাদের আগামী ১৫ অক্টোবর ২০২৪ এর মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।
মোট খরচ হবে ৩০০০ টাকা

প্রথম ধাপে ২০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে।

এক সেশনে ১০০ জন ছাত্রের তথ্য দেয়া যায়। তাই প্রথম ১০০ জন এর তথ্য নেয়া হয়ে গেলে বাকিদের তথ্য নেয়ার সুযোগ নেই।

নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এর পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট নিদিষ্ট তারিখ শুক্রবার এ ৬০ মার্ক এর লিখিত পরিক্ষা দিতে হবে।

মোট ৫০০ মার্কস এর সিলেবাস। শুধু লিখিত ৬০ মার্ক, ও প্যাক্টিকাল ২০ মার্ক এর পরিক্ষা সশরিরে দিতে হবে। বাকি মার্ক ধারাবাহিক মূল্যায়ন করা হবে।

ভর্তি বা রেজিষ্ট্রেশন করতে চাইলে
MD Israil
01811-811182 whats app.

Rimon স্যার
01832-421046 whats app.

সরাসরি হোয়াটস এপ whats app মেসেজ লিংক-
wa.me/8801832421046

পরিক্ষা নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এ পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট এ সরাসরি অংশগ্রহণ করতে হবে। মূল পরীক্ষা লিখিত আকারে নেয়া হয়। লিখিত পরিক্ষা ৬০ মার্ক এর মধ্যে সংক্ষিপ্ত, MCQ, শুন্যস্থান পূরণ, শুদ্ধ, অশুদ্ধ ইত্যাদি।

আমাদের দেওয়া ৫ টি ভিডিও + বই থেকে বিগত সালের বোর্ড প্রশ্ন ভালো করে দেখলেই A+ পাওয়া সম্ভব।

যে বই পড়তে হবে ৬ মাস মেয়াদি আমিনশীপ কোর্স এর যে কোন বই। আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। বই এর মূল্য ২৬০ টাকা।

যারা মাঠে কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ।

রেজিষ্ট্রেশন করতে যা লাগবেঃ-

২০০০ টাকা

১। এস এস সি সার্টিফিকেট এর ছবি,
২। নিজের ছবি
৩। ভোটার আইডি কার্ড এর কপি।
হোয়াটস এপের মাধ্যমে এই তথ্য গুলোর ছবি দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

অথবা সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস এ এসেও রেজিষ্ট্রেশন করা যাবে।


যখন এডমিট কার্ড আসবে বাকি ১০০০ টাকা পেমেন্ট করে পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ঢাকা - যাত্রাবাড়ীতে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে!! রিমন স্যারের "ময়নামতি ল্যান্ড সার্ভে...
11/09/2024

ঢাকা - যাত্রাবাড়ীতে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে!!

রিমন স্যারের "ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস" এখন স্থায়ী ভাবে যাত্রাবাড়ীতে,

যিনি সারা দেশের হাজারের ও বেশি দক্ষ সার্ভেয়ার (আমিন) গড়ার কারিগর,

দেশের প্রতিটা থানা উপজেলায় রিমন স্যারের একাধিক ছাত্র রয়েছে যারা দক্ষ সার্ভেয়ার হিসেবে , সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে চূড়ান্ত মাত্রায় সফল হয়েছেন, দক্ষতা ও সুনামের সহিত নিজ নিজ অবস্থানে কাজ করে যাচ্ছেন।

রিমন স্যারের BD Land Surveyor
ইউটিউব ও প্লে স্টোর এপ ব্যাবহার কারী প্রায় ১৫ লক্ষাধিক।

অনলাইন ও অফলাইনে ২ জগতে স্যার সমান হারে অবাদান রেখেছেন,

হাজারের ও বেশি শালিশে সফল সীমানা নির্ধারণ এর কাজ করেছেন, স্যারের তত্বাবধানে ক্লাস পরিচালিত হবে। প্রাক্টিকাল ক্লাস স্যার নিজে করাবেন।

কেন্দ্র: ময়নামতি ল্যান্ড সার্ভে, যাত্রাবাড়ী শাখা
১/১৫/বি সবুজ বিদ্যাপিঠ সংলগ্ন, বিবির বাগিচা ১ নং গেইট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা

মোবাঃ 01790-503376

ভর্তির জন্য যোগাযোগঃ
সার্ভেয়ার আনোয়ার হোসেন
( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).
মোবাইলঃ 01790-503376

প্রথম ক্লাস: ২০ সেপ্টেম্বর, 2024 রোজ শুক্রবার সকাল 10.30 টায় ক্লাস শুরু হবে।

প্রথম ক্লাসে ক্লাস করেও ভর্তি হতে পারবেন।

মোট কোর্স ফি ৬০০০ টাকা ,

ভর্তি ফি ২,০০০ বাকি ৪০০০ পরিক্ষার সময় দিতে পারবেন।

মাত্র ৬ মাসে এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ ।

[ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ]

যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন শুক্রবার

ক্লাস শুরু হবে সকাল ১০.৩০ টা থেকে

ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে।

ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাশ উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে।

যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "।

এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।

কোর্সটি তে মোট 40 টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।

দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।

কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা।

সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।

যারা স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।

কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে।

বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করতে পারবেন।

" ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় "


ভর্তির জন্যঃ
সার্ভেয়ার আনোয়ার হোসেন
( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).
মোবাইলঃ 01790-503376

প্র‍্যাক্টিকাল ক্লাস করাবেন,

জনাব মোঃ রিমন খান স্যার
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা

প্রশিক্ষক পরিচালক,
ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট।
পরিচালক, BD Land Surveor অনলাইন প্লাটফর্ম,

কিভাবে মাপের জগতটা নিজ হাতে  গুছিয়ে নিলাম, BD Land  Survey টিমের আজকের  কাজ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার,   মোথাজুড়ি গ্...
15/07/2024

কিভাবে মাপের জগতটা নিজ হাতে গুছিয়ে নিলাম,

BD Land Survey টিমের আজকের কাজ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার, মোথাজুড়ি গ্রামে,

এমন সুন্দর ভাবে গুছিয়ে এই টিমটা তৈরি করেছি, একটা সময় ছিলো যখন সকল মাপে আমার উপস্থিতি বাধ্যতামূলক ছিলো,

এমন ও হতো একই তারিখে ২-৩ টি শালিশের কাজ পড়ে যেতো,

১ টি তে যেতে পারলেও বাকি ২ টার ডেট ঘুরিয়ে দিয়েছি, বা ছেড়ে দিয়েছি, কারণ আমার একার পক্ষে এটা অসম্ভব ছিলো,

যেহেতু আমি নিজে প্রফেশনাল সার্ভেয়ার, প্রফেশনাল ট্রেইনার সারা বছর ই ট্রেনিং করাই,

এর পাশাপাশি বেশ কিছু বিজনেস, অফিস মেইনটেইন সব ধরনের কাজে চূড়ান্ত মাত্রায় হিমশিম খেতে হতো,

একটা সময় উপলব্ধি করলাম পাবলিক তো চায়,

একবার যেখানে কাজ করে দিয়ে আসছি,
আমার যদি ভূল না হয় তাদের ফ্যামিলি অন্য কোথাও ভরসা করিয়ে কাজ করায় না, ফলে একই এলাকায় বার বার কাজ করার সুযোগ হয়,

কিন্তু আমি একা কত দিক সামলাবো, একটা টিম তৈরি করব আমার সাথে থেকে তারা সর্বোচ্চ টা শিখবে,

কিন্তু প্রতিটা ব্যাচ থেকে যে কয়জন দক্ষতাসম্পন্ন লোক বের হয়, কয়েক মাস পর বা কিছুটা পর তারা নিজেরা নিজেদের কাজে সর্বোচ্চ ভাবে ফেসে যায়,

আমার কাজগুলো করা তাদের জন্য ও কঠিন হয়ে যায়,

এটা সমাধানের জন্য শুণ্য জানা লোকদের চূড়ান্ত গাইডলাই দিয়ে গুছিয়ে নিলাম,

আমার একেকটা টিমের সদস্যরা,
সীমানা নির্ধারণ করতে পারে, ভাগ বন্টন করতে, মোবাইল ও কম্পিউটারে ক্যাড চালাতে পারে, টোটাল স্টেশন মেশিন চালাতে পারে, মাপের মধ্যে সর্বোচ্চ গুছিয়ে কাজ করতে পারে,

একেকজন কে তৈরি করতে সব মিলিয়ে ২ বছর করে লেগেছে,

তার মানে যে এই না, তারা প্রতি মাপে সফল হয়, গত ১ বছরে ৪-৫ টি মাপে তারা মিলাতে পারে নি, আমি আগেই নির্দেশনা দিয়ে রাখছি কোনো মাপ না মিললে, গুজামিল দেয়া যাবে না,

ক্লায়েন্টদের বুঝিয়ে আরেকটা ডেট করতে হবে, এবং সেই মাপের নেতৃত্ব আমি নিজে থেকে দিবো,

উদাহরণ স্বরূপ গত ১৪ তারিখে টংগী থানার বড় দেওরা তে একটা মাপ মিলাতে পারেনি, সেটার তারিখ দেয়া হয়ছে আগামী ১৮ তারিখ বৃহস্পতিবার, যেটাতে আমি নিজে উপস্থিত থাকবো, আমার টিম কি কারণে মিলাতে পারলো না এটা তাদের শিখিয়ে আসবো এবং কাজটাও সমাধান করে আসবো,

এতো এতো জেলাতে সফল ভাবে গুছিয়ে জমি মাপার কাজ করতে পারবো একটা সময় যখন একা বসে চিন্তা করি ,

কি ছিলো আমার, পরিশ্রম আর দক্ষতা থাকলে যে মহান আল্লাহ সোবহানা তা আলা কখনোই নিরাশ করে না,

আমার টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেই,

সার্ভেয়ার আনোয়ার হোসেন,
সার্ভেয়ার টিপু সুলতান,
সার্ভেয়ার রফিকুল ইসলাম
সার্ভেয়ার রায়হান পারভেজ
সার্ভেয়ার রবিন,

সহযোগী হিসেবে,
সার্ভেয়ার রাকিবুল
সার্ভেয়ার আমজাদ,

নিজের হাতে গুছানো এই টিমটাকে নিয়ে গর্ব করতেই পারি,

আর সারাদেশে হাজারের ও বেশি সার্ভেয়ার তারাও গুছিয়ে কাজ করে যাচ্ছে,

অনেকে আসছেন, মাঠে অলরেডি কাজ করেন নিজেকেও আরও গুছিয়ে নিতে, তাদের জন্য ও চেষ্টা করছি, কিন্তু সময় মিলাতে পারি না, আমার ক্যাপাসিটি ৫-১০ জন শিখানোর সেখানে যোগাযোগ করে ৪০-৫০ জন,

একটা সময় গুছানো দক্ষ লোকেরা সারাদেশে ছড়িয়ে পড়বে, আর সবচেয়ে বড় কথা এই জগতে যারা পূরাতন তাদের দক্ষতা অর্জন করতে একটু কম সময় লাগে, নতুনরাও যাদের ধৈর্য শক্তি আছে তারা ও পিছিয়ে যাবার নয়।

সকলের জন্য শুভ কামনা 🥰

01790-503376

15/07/2024

কিভাবে মাপের জগতটা নিজ হাতে গুছিয়ে নিলাম,

BD Land Survey টিমের আজকের কাজ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার, মোথাজুড়ি গ্রামে,

এমন সুন্দর ভাবে গুছিয়ে এই টিমটা তৈরি করেছি, একটা সময় ছিলো যখন সকল মাপে আমার উপস্থিতি বাধ্যতামূলক ছিলো,

এমন ও হতো একই তারিখে ২-৩ টি শালিশের কাজ পড়ে যেতো,

১ টি তে যেতে পারলেও বাকি ২ টার ডেট ঘুরিয়ে দিয়েছি, বা ছেড়ে দিয়েছি, কারণ আমার একার পক্ষে এটা অসম্ভব ছিলো,

যেহেতু আমি নিজে প্রফেশনাল সার্ভেয়ার, প্রফেশনাল ট্রেইনার সারা বছর ই ট্রেনিং করাই,

এর পাশাপাশি বেশ কিছু বিজনেস, অফিস মেইনটেইন সব ধরনের কাজে চূড়ান্ত মাত্রায় হিমশিম খেতে হতো,

একটা সময় উপলব্ধি করলাম পাবলিক তো চায়,

একবার যেখানে কাজ করে দিয়ে আসছি,
আমার যদি ভূল না হয় তাদের ফ্যামিলি অন্য কোথাও ভরসা করিয়ে কাজ করায় না, ফলে একই এলাকায় বার বার কাজ করার সুযোগ হয়,

কিন্তু আমি একা কত দিক সামলাবো, একটা টিম তৈরি করব আমার সাথে থেকে তারা সর্বোচ্চ টা শিখবে,

কিন্তু প্রতিটা ব্যাচ থেকে যে কয়জন দক্ষতাসম্পন্ন লোক বের হয়, কয়েক মাস পর বা কিছুটা পর তারা নিজেরা নিজেদের কাজে সর্বোচ্চ ভাবে ফেসে যায়,

আমার কাজগুলো করা তাদের জন্য ও কঠিন হয়ে যায়,

এটা সমাধানের জন্য শুণ্য জানা লোকদের চূড়ান্ত গাইডলাই দিয়ে গুছিয়ে নিলাম,

আমার একেকটা টিমের সদস্যরা,
সীমানা নির্ধারণ করতে পারে, ভাগ বন্টন করতে, মোবাইল ও কম্পিউটারে ক্যাড চালাতে পারে, টোটাল স্টেশন মেশিন চালাতে পারে, মাপের মধ্যে সর্বোচ্চ গুছিয়ে কাজ করতে পারে,

একেকজন কে তৈরি করতে সব মিলিয়ে ২ বছর করে লেগেছে,

তার মানে যে এই না, তারা প্রতি মাপে সফল হয়, গত ১ বছরে ৪-৫ টি মাপে তারা মিলাতে পারে নি, আমি আগেই নির্দেশনা দিয়ে রাখছি কোনো মাপ না মিললে, গুজামিল দেয়া যাবে না,

ক্লায়েন্টদের বুঝিয়ে আরেকটা ডেট করতে হবে, এবং সেই মাপের নেতৃত্ব আমি নিজে থেকে দিবো,

উদাহরণ স্বরূপ গত ১৪ তারিখে টংগী থানার বড় দেওরা তে একটা মাপ মিলাতে পারেনি, সেটার তারিখ দেয়া হয়ছে আগামী ১৮ তারিখ বৃহস্পতিবার, যেটাতে আমি নিজে উপস্থিত থাকবো, আমার টিম কি কারণে মিলাতে পারলো না এটা তাদের শিখিয়ে আসবো এবং কাজটাও সমাধান করে আসবো,

এতো এতো জেলাতে সফল ভাবে গুছিয়ে জমি মাপার কাজ করতে পারবো একটা সময় যখন একা বসে চিন্তা করি ,

কি ছিলো আমার, পরিশ্রম আর দক্ষতা থাকলে যে মহান আল্লাহ সোবহানা তা আলা কখনোই নিরাশ করে না,

আমার টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেই,

সার্ভেয়ার আনোয়ার হোসেন,
সার্ভেয়ার টিপু সুলতান,
সার্ভেয়ার রফিকুল ইসলাম
সার্ভেয়ার রায়হান পারভেজ
সার্ভেয়ার রবিন,

সহযোগী হিসেবে,
সার্ভেয়ার রাকিবুল
সার্ভেয়ার আমজাদ,

নিজের হাতে গুছানো এই টিমটাকে নিয়ে গর্ব করতেই পারি,

আর সারাদেশে হাজারের ও বেশি সার্ভেয়ার তারাও গুছিয়ে কাজ করে যাচ্ছে,

অনেকে আসছেন, মাঠে অলরেডি কাজ করেন নিজেকেও আরও গুছিয়ে নিতে, তাদের জন্য ও চেষ্টা করছি, কিন্তু সময় মিলাতে পারি না, আমার ক্যাপাসিটি ৫-১০ জন শিখানোর সেখানে যোগাযোগ করে ৪০-৫০ জন,

একটা সময় গুছানো দক্ষ লোকেরা সারাদেশে ছড়িয়ে পড়বে, আর সবচেয়ে বড় কথা এই জগতে যারা পূরাতন তাদের দক্ষতা অর্জন করতে একটু কম সময় লাগে, নতুনরাও যাদের ধৈর্য শক্তি আছে তারা ও পিছিয়ে যাবার নয়।

সকলের জন্য শুভ কামনা 🥰

01790-503376

BD Cad  নিয়ে কেনো এতো হাইপ?  কি আছে এটাতে,  কেনো এটা নিয়ে এত আলোচনা , এখনো কাউকে দেয়া হয় নাই, অথচ  ১ দিনে ১০০ এর বেশী প্...
10/07/2024

BD Cad নিয়ে কেনো এতো হাইপ?
কি আছে এটাতে, কেনো এটা নিয়ে এত আলোচনা ,

এখনো কাউকে দেয়া হয় নাই, অথচ ১
দিনে ১০০ এর বেশী প্রি বুকিং,

তো চলুন জেনে নেয়া যাক,

প্রশ্ন: এটাতে কি শুধু বাংলা ফ্রন্ট এর সাপোর্ট থাকবে?

এটা তো আরও অনেকে তাদের এপে অফার করছে এটা নতুন আর কি,

তো চলুন মৌলিক ফিচার গুলো জানি,

এটা একটা স্টেবল এপ্স, যেটা আমার নিজের তত্বাবধানে, এখন অনেকের প্রশ্ন আসবে কে ভাই আপনি?

যার রয়েছে হাজারের বেশি শালিশ নিষ্পত্তির অভিজ্ঞতা, যিনি নিজের হাতে হাজারও সার্ভেয়ার এই জগতে গুছিয়ে দিয়েছেন, যার দেখানো পথ সঠিক ভাবে অনুসরণ করে অসংখ্য লোক তাদের দক্ষতা বৃদ্ধি করেছে , আমি নিজে এটা শিখাবো, যার মধ্যে প্রফেশনালিজম নাই মাঠের অভিজ্ঞতা নাই তার থেকে কি অনেক গুণ ভালো করে শিখাতে পারবো না।

১, এক ক্লিকে প্রিন্ট এবং নিদিষ্ট স্কেলে,
বড় সাইজের কাগজে, ডিফল্ট সেট করা A2, A3, A4 পোট্রেট ও ল্যান্ডস্ক্যাপ ২ স্টাইলে,

৮০" ও ১৬০" ২ ভাবে। যা কেউ এখন পর্যন্ত চিন্তায় করে নাই।

২, প্যান্টাগ্রাফ তৈরিঃ আরে ভাই এটা কি ফাইজলামি , অটোক্যাডের কাজ এটা দিয়ে, কেউ তো দেখায় ই নি, আবার এটা শিখাবেন এই বিষয়ের উপর যার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে৷

৩, সার্ভেয়ার স্কেচ ম্যাপ তৈরি, এটা আর নতুন কি অনেকেই তো পারে,

৪, ইন্সট্যান্ট মৌজা ম্যাপ জয়েন্ট করে কাজ সমাধান, এটা কিভাবে কেউ তো এটা নিয়ে চিন্তাই করে নাই, অথচ বিগত বছর গুলোতে এটা সফলতার সাথে প্রয়োগ করছি , এবং সমাধান করছি,

৫, সেটেলাইট এর সহযোগিতায় সীমানার পয়েন্ট যাচাই, আরে ভাই এইটা কি মসকরা করছেন?

এইটা নিয়া তো কেউ শিখায় নাই,

ভূমি জরিপের সাথে জড়িত বিশেষ বিশেষ সমস্যার সমাধান, তাও আবার প্রফেশনাল একজনের কাছ থেকে ,

১ মাস পর পর নতুন নতুন কৌশল,

সার্বক্ষণিক আপ টু ডেট আপডেট,

আমি নাকি মানুষকে লোভ দেখিয়ে আরেএকজনের এপ মডিফাই করে দিতেছি,

জ্বি, আমি লোভ দেখাচ্ছি, কারণ এই লোভ গুলো দেখানোর সামর্থ আছে,

যারা অতি পাকনা আজ বলে দিলাম, আমার একেকজন পার্ফেক্ট ফলোয়ার ও BD cad এর সদস্যরা তাদের থেকে বেশি সফল হবে।

না হলে এই জগত ছাইড়া অন্য জগতে চইলা যামু,

জীবনে ও এইভাবে পোস্ট দেয়া লাগবে কোনদিন চিন্তা করি নাই, আল্লাহ সোবহানা তা আলা যা দিয়েছেন যা পেয়েছি যথেষ্ট, যারা আমার সম্মান নিচে নামাতে চেয়েছে মহান আল্লাহ সোবহানা তা আলা যদি চান কেউ নিচে নামাতে পারবে না।

প্রফেশনাল GNA Cad এর এডভান্সড  মডিফাইড BD Cad,সকল কাজ কম্পিলিট,৪ টি অসাধারণ ভিডিও টিউটোরিয়াল, এক ক্লিকেই নিদিষ্ট স্কেলে ...
09/07/2024

প্রফেশনাল GNA Cad এর এডভান্সড মডিফাইড BD Cad,

সকল কাজ কম্পিলিট,

৪ টি অসাধারণ ভিডিও টিউটোরিয়াল,

এক ক্লিকেই নিদিষ্ট স্কেলে প্রিন্ট,
৮ টি টেম্পেলেট, ইন্সট্ট্যান্ট প্যান্টাগ্রাফ মেথড, মাঠের কাজের বেশ কিছু কৌশল , বাংলা লিখা, বাংলা ডাইমেনশন সব পাবেন।

১০৯০ টাকার কোর্সটি আমার ফলোয়ার প্রথম ১০০ জন পাবেন ৫৯০ টাকায়,

অল ইন ওয়ান সলোশন ফর প্রফেশনাল, লাইফ টাইম উইথ ৬ ডিজিট সিক্রেট কোড,

গেট রেডি, প্রফেশনাল রা গুছিয়ে কাজ করতে পারবেন,

ডিমার্কেশন ও প্যান্টাগ্রাফ, প্লট ড্রয়িং, সার্ভেয়ার রিপোর্ট সহ এডভান্সড প্রফেশনাল টিউটোরিয়াল।

আগামী শনিবার ১৩ জুলাই থেকে পাবেন, এখন অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারবেন।

৬ সংখ্যার সিক্রেট কোড ও এপ্স ফাইল ও টিউটোরিয়াল, পাবেন অল টাইম সাপোর্ট।

আমাদের সাথে যোগাযোগের মাধ্যম:

সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন
01790-503376 ( সরাসরি কথা বলার জন্য)

রিমন খান 01832-421046 (শুধু what'sapp)

সরাসরি হোয়াটস এপ whats app মেসেজ লিংক-

wa.me/8801832421046

শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সেবা নিতে পারবেন, অধিক পরিমাণে ফোন আসায় অনেক ফোন রিসিভ করা সম্বভ হয় না।

মোহাম্মদ ইসরাইল 01811-811182 (শুধু what'sapp)

একই তারিখে ৪ টি ভিন্ন ভিন্ন জেলাতে  BD Land  Survey টিম জমি পরিমাপে যায়,  এবং সফলতার সাথে জমির সীমানা বিরোধ সংক্রান্ত শা...
07/07/2024

একই তারিখে ৪ টি ভিন্ন ভিন্ন জেলাতে BD Land Survey টিম জমি পরিমাপে যায়,

এবং সফলতার সাথে জমির সীমানা বিরোধ সংক্রান্ত শালিশ নিষ্পত্তি করা হয়।

গত শনিবার ০৬ জুলাই ২০২৪ এ

৪ টি কাজ ই আমার নিজের সার্বক্ষণিক তত্বাবধানে পরিচালিত হয়।

টিম -১ , সার্ভেয়ার আনোয়ার হোসেন ও সহকারী সার্ভেয়ার আমজাদ হোসেন , গাজীপুর বোর্ড বাজার মৈরান মৌজাতে, ২ পক্ষের লোকজন ও স্থানীয় কাউন্সিলর এর উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তি করা হয়।

টিম-২, চাদপুর জেলার শাহরাস্তি থানার শোরশাক মৌজাতে একাধিক পক্ষের লোকজনে ও বিপক্ষের সার্ভেয়ার এর সমন্বয়ে সমাধান করা হয়। সার্ভেয়ার রবিন ও সহকারী সার্ভেয়ার রাকিবুল

টিম- ৩, মস্তুল, কুড়িল বিশ্বরোড খিলক্ষেত,
অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ , কাজের মধ্যেও দফায় দফায় ঝগড়া বিবাদ হয়, ২ পক্ষের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যায়, কিন্তু শেষ ধাপে সমাধান হয়। সার্ভেয়ার রফিক সাহেবের সাথে যুক্ত ছিলেন সার্ভেয়ার ফরহাদ সর্দার,

টিম- ৪, খাগুরিয়া, ভাকুর্তা এটার সমাধানে ছিলেন সার্ভেয়ার টিপু সুলতান

একই দিনে 4 টি ভিন্ন ভিন্ন জায়গায় প্রতিকুল পরিবেশে আমার তত্বাবধানে গুছিয়ে সীমানা বিরোধ নিষ্পত্তি করতে পারায়, মহান আল্লাহ সোবহানা তা আলা র নিকট শুকরিয়া, আলহামদুলিল্লাহ!!

বিগত ২ বছরে এই সার্ভেয়ার গুলোকে শূন্য থেকে হাতে কলমে প্রস্তুত করিয়েছি,

শিখেয়িছি ম্যানুয়াল, শিখিয়েছি অটোক্যাড, শিখিয়েছি টোটাল স্টেশন শিখিয়েছি GIS এবং আমার নিজের মডিফাইড করা BD Cad এর ফাংশন, একেকজন অল ইন ওয়ান, মাঠের কাজ করে আবার পিসিতে রিপোর্ট অনলি ওয়ান ম্যান শো,

আমার তত্বাবধানে এই চারটি মাপ সফল ভাবে করার জন্য সকলের জন্য শুভ কামনা থাকল।

সারাদেশে নতুন মাপের জন্য :

সরাসরি ফোনে যোগাযোগ :

সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন

মোবাইল: 01790-503376

হোয়াইটস এপ মেসেজ লিংক-
wa.me/8801790503376

প্রতিকুল পরিবেশে,  প্রতিকুল আবহাওয়া কে ভেদ করে অসম্ভব একটা চ্যালেঞ্জ জয় করলাম।  ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া,  টিমটেক্স,  ...
29/06/2024

প্রতিকুল পরিবেশে, প্রতিকুল আবহাওয়া কে ভেদ করে অসম্ভব একটা চ্যালেঞ্জ জয় করলাম।

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, টিমটেক্স, শেয়ার এন্ড কেয়ার ডেভলাপার, শ্যামলি, হানিফ কোম্পানি সহ এদের জমির সীমানা নির্ধারণ করা হয়,

ভৌগোলিক ভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং যায়গা, চারদিকে শুধু কোম্পানি বালি আর পানি, উচু নিচু কর্দমাক্ত পরিবেশ,

কাছাকাছি দাগ বা সীমানা কোনটায় নেই,

প্রথম ২ ঘন্টা কুল কিনারা করতে পারিনি, কোন যায়গা থেকে শুরু করবো,

নিজের প্রতি বিশ্বাস ছিলো পারবো, গুছিয়ে কাজটি সমাধান করা যাবে,

প্রয়োগ করলাম নিজের ইনভেন্ট, এতেই পেলাম সফলতা, মূহুর্তের মধ্যে সকলকে অবাক করে চারদিক মিলিয়ে দিলাম,

পেয়ে গেলাম এই বছরে একদিনের সর্বোচ্চ পারিশ্রমিক,

নিজের একটা দক্ষ গ্রুপ নিয়ে গিয়েছি,

সাথে ছিলেন
সার্ভেয়ার সালাউদ্দিন সাহেব

সার্ভেয়ার রফিক সাহেব

সার্ভেয়ার টিপু সুলতান

সার্ভেয়ার রাসেল মোল্লা

সাভার নামা বাজারের আরও একজন,

সকলের ইফোর্ট দেখার মত ছিলো, স্যার এইটা কিভাবে করলেন, বিশেষ করে রফিক সাহেব স্যার আমার ফি লাগবেনা, আমি আজকেও যা শিখলাম সারা জীবন তো কামামু, জোড় করে কিছু টা ফি দিলাম ,

একটা সময় দক্ষ সার্ভেয়ার পাওয়ায় যেতো না, এখন নিজের হাতে গুছিয়ে দিয়ে যাচ্ছি, জানি চিরদিন বাচবো না,

সকল দক্ষ সার্ভেয়ার দের হৃদয়ে বেচে থাকতে চাই,

মহান আল্লাহ সোবহানা তা আলা যথেষ্ট দিয়েছেন, এতেই সন্তুষ্ট।

সকলকে সাথে নিয়ে এগুতে চাই, কর্ম দিয়ে মানুষ মনে রাখুক!

ভর্তি চলছে! ভর্তি চলছে!ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান "ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " ...
04/06/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে!
ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান

"ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " এর উত্তরা (ঢাকা) ইউনিটে নতুন ব্যাচে ভর্তি চলছে!

কেন্দ্র : দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা সেক্টর #০৬,রোড-০৩,
হাউজ-০৪, উত্তরা মডেল টাউন,ঢাকা-১২৩০।

প্রশিক্ষক: সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক(এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

মোবাইলঃ 01952-865793
01824-516105

ক্লাস শুরু আগামী ২১জুন ২০২৪ ইং,শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায়।

মাত্র তিনমাসের প্রশিক্ষণ শেষে আপনি পাবেন সরকার স্বীকৃত সার্টিফিকেট ; যা দিয়ে দেশের যেকোন স্থানে স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে পারবেন।

এছাড়াও পরবর্তীতে পরীক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।

কোর্সটিতে রয়েছে প্রাকটিক্যাল সুবিধা; ফলে সরাসরি জমিতে গিয়ে পরিমাপ শিখতে পারবেন।

কোর্সটি সম্পন্ন করার পর জমির বিভিন্ন পরিমাপ,জমির কাগজপত্র এবং জমিসংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করতে পারবেন।

তাছাড়াও কোর্টে এডঃ কমিশনার,সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব,বনবিভাগ,সাব-রেজিষ্ট্রি অফিস,পৌরসভা,হাউজিং প্রকল্প ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে শর্ত ও প্রয়োজনীয়তা সাপেক্ষে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

চাকুরীজীবি,ছাত্র,শিক্ষক,আইনজীবী ও অন্যান্য পেশার লোকেরা সহজেই অংশগ্রহন করতে পারবেন এই কোর্সে।

*কেন্দ্র: দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা,সেক্টর #০৬,রোড-৩, হাউজ-০৪,উত্তরা মডেল টাউন। ঢাকা-১২৩০।

*ক্লাশ প্রতি সপ্তাহে ০১দিন-শুক্রবার

* ক্লাস শুরু আগামী ২১জুন ২০২৪ ইং শুক্রবার সকাল ৯.৩০
ঘটিকায়।

* ভর্তির জন্য প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি,শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

*ভর্তি ফিঃ ২০০০/=টাকা মাত্র।

যোগাযোগঃ সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক( এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

প্রশিক্ষক ও শাখা পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট.

মোবাইলঃ 01952-865793
01824-516105

রিমন স্যারের নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে!! হাজারো দক্ষ সার্ভেয়ার (আমিন) গড়...
17/05/2024

রিমন স্যারের নতুন ব্যাচে

ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে!!

হাজারো দক্ষ সার্ভেয়ার (আমিন) গড়ার কারিগর, দেশের প্রতিটা থানা উপজেলায় রিমন স্যারের একাধিক ছাত্র রয়েছে যারা দক্ষ সার্ভেয়ার হিসেবে , সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে চূড়ান্ত মাত্রায় সফল হয়েছেন, দক্ষতা ও সুনামের সহিত নিজ নিজ অবস্থানে কাজ করে যাচ্ছেন।

রিমন স্যারের BD Land Surveyor
ইউটিউব ও প্লে স্টোর এপ ব্যাবহার কারী প্রায় ১৫ লক্ষাধিক।

অনলাইন ও অফলাইনে ২ জগতে স্যার সমান হারে অবাদান রেখেছেন,

হাজারের ও বেশি শালিশে সফল সীমানা নির্ধারণ এর কাজ করেছেন, এত কিছুর পরেও স্যার এখনো গুছিয়ে ক্লাস করান এবং প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ টা দেন।

কেন্দ্র: ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস

মোল্লা মার্কেট (১ম তলা), হেমায়েতপুর বাস স্ট্যান্ড এর দক্ষিণ পাশে, সাভার, ঢাকা।

ক্লাস হবে আধুনিক ও মানসম্মত স্কুল
এ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ,
আলমনগর বাসস্ট্যান্ড , হেমায়েতপুর সাভার, ঢাকা,

শুধু ভর্তির জন্য যোগাযোগঃ

সার্ভেয়ার আনোয়ার হোসেন
( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01790-503376

প্রথম ক্লাস: 24 মে, 2024 রোজ শুক্রবার সকাল 10.30 টায় ক্লাস শুরু হবে।

প্রথম ক্লাসে ক্লাস করেও ভর্তি হতে পারবেন।

মোট কোর্স ফি ৬০০০ টাকা ,

ভর্তি ফি ২,০০০ বাকি ৪০০০ পরিক্ষার সময় দিতে পারবেন।

মাত্র ৬ মাসে এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ ।

[ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ]

যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন শুক্রবার

ক্লাস শুরু হবে সকাল ১০.৩০ টা থেকে

ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে।

ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাশ উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে।


যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "।

এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।

কোর্সটি তে মোট 40 টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।

দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।

কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা।

সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।

যারা স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।

কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে।

বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করতে পারবেন।

" ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় "



শুধু ভর্তির জন্যঃ
সার্ভেয়ার আনোয়ার হোসেন
( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01790-503376

কোর্স করাবেন সবার প্রিয়,

জনাব মোঃ রিমন খান স্যার
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা

প্রশিক্ষক পরিচালক,
ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট।

পরিচালক, BD Land Surveor অনলাইন প্লাটফর্ম,

ডিজিটাল মেশিন দিয়ে   ভূমি সমস্যার  সমাধান।গত ১ মাসে যে সকল যায়গায় আমাদের টিম  ভূমি সংক্রান্ত শালিশ নিষ্পত্তিতে সহায়তা কর...
08/05/2024

ডিজিটাল মেশিন দিয়ে ভূমি সমস্যার সমাধান।

গত ১ মাসে যে সকল যায়গায় আমাদের টিম ভূমি সংক্রান্ত শালিশ নিষ্পত্তিতে সহায়তা করে,

১, চাদপুর জেলার হাজীগঞ্জ থানার রান্ধনীমোড়া গ্রামে,

২, টাংগাইলের কালিহাতি চারান গ্রামে

৩, সাভার উপজেলার নিমেরটেক গ্রামে

৪, কুমিল্লা -দেবীদ্বার বড় শালঘর

৫, ধামরাই থানার সীতি মৌজা

৬, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে

এছাড়াও আরও ৮-১০ টি শালিশ নিষ্পত্তি তে সহায়তা করা হয়।

আমাদের BD Land Survey টিম সমগ্র বাংলাদেশে সরাসরি গিয়ে,

ডিজিটাল টোটাল স্টেশন মেশিন ও
কম্পিউটারের মাধ্যমে ভূমি পরিমাপ

ও সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যার সমাধান দিয়ে থাকি।

মোবাইল: 01790-503376

আমাদের রয়েছে উন্নত মানের প্রফেশনাল সার্ভে টিম যা রিমন স্যারের সরাসরি তত্বাবধানে পরিচালিত।

ইউটিউব: BD Land Surveyor

প্রায় পোনে ৩ লক্ষ সাবক্রাইবার

গুগল প্লে স্টোর কন্সোল এপ্স:

BD Land Surveyor

সব মিলিয়ে ১০ লক্ষাধিক ব্যাবহার কারি।

সারা দেশে সুনামের সাথে বিগত ১ যুগে কয়েক হাজার ভূমি সংক্রান্ত শালিশ নিষ্পত্তির অভিজ্ঞতা রয়েছে।

ডিজিটাল সার্ভে টোটাল স্টেশন সহ ফি ৮-১২ হাজার, নির্ভর করবে কাজের ধরণ ও দূরত্বের উপর।

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service:

Share