Rakib Universe

Rakib Universe Love To Explore - New Things

18/09/2025
01/09/2025

আর তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, যারা মানুষের দিকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দিবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে। আর তারাই সফলকাম।
> *(সূরা আলে-ইমরান ৩:১০৪)*

যে কেউ আল্লাহর পথে অন্যকে ভালো কাজে উৎসাহিত করে বা ইসলামিক জ্ঞান ছড়ায়, আল্লাহ তার জন্য পুরস্কার লিখেন। যে আল্লাহর পথে আহ্বান জানায়, তার জন্য সেই পুরস্কার আছে যা অনুসরণকারী পাবে, তবে তাদের পুরস্কার থেকে কিছু কমবে না।
> *(সহীহ মুসলিম, বই ২০, হাদিস ৪৮৩৫)*

✨ আজ একজনকে মনে করিয়ে দাও আল্লাহর পথে কাজ করতে – এটি তোমার জন্যও সওয়াব (পুরস্কার) হবে। ✨

29/08/2025

উত্তম রিজিক কোনটা জানেন?

- যে রিজিক অর্জন করতে গিয়ে আপনি দ্বীন থেকে বিমুখ হয়ে যান না।
- যে রিজিক অর্জন করতে গিয়ে আপনি আপনার সুস্বাস্থ্য নষ্ট করে দেন না।
- যে রিজিক অর্জন করতে গিয়ে আপনি মানুষের কাছে অসম্মান আর তিরস্কার পান না।
- যে রিজিক সহজেই আপনার হস্তগত হয়।
- যে রিজিক আপনাকে সারাদিনব্যপী পেরেশান করে রাখে না।
- যে রিজিক আপনাকে পরিবার-পরিজন থেকে দূরে রাখে না।
- যে রিজিক আপনাকে পরোপকারে সাহায্য করে।
- যে রিজিক এর মাধ্যমে আল্লাহর আনুগত্য বৃদ্ধি পায়।
- যে রিজিক আপনাকে দুনিয়ামুখী করে না।

আমার সাথে কারও দ্বিমত থাকতে পারে। আপাতত শরীয়াহর দৃষ্টিকোণ থেকে এবং বর্তমান বাস্তবতায় উত্তম রিজিক বলতে এটাই বুঝি।

kheta puri
27/08/2025

kheta puri

আল্লাহ চাইলে এক মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন।তাঁর এক কুন (হও) বলার মাধ্যমেই অসম্ভবকে সম্ভব করা হয়। তবুও যখন কিছু পে...
27/08/2025

আল্লাহ চাইলে এক মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন।
তাঁর এক কুন (হও) বলার মাধ্যমেই অসম্ভবকে সম্ভব করা হয়। তবুও যখন কিছু পেতে দেরি হয়, তখন মনে রাখতে হবে— সেই দেরির মাঝেও আমাদের জন্য হয়তো কোনো রহমত, কল্যাণ কিংবা বিপদ থেকে সুরক্ষা লুকিয়ে আছে।

আল্লাহ কখনো আমাদের দু'আ ফিরিয়ে দেন না, তিনি হয়ত সেটা পরে কবুল করেন, ভালো কিছুর বদলে দেন, অথবা আমাদের রক্ষা করেন এমন কিছু থেকে যা আমরা বুঝি না।

তাই ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আর প্রার্থনা করে যান। কারণ আল্লাহ কখনো তাঁর বান্দার আশা ভঙ্গ করেন না।🖤🌸

22/08/2025

when your soul is calling you to your true creator ❤️

❝নিশ্চয়,কষ্টের সাথেই স্বস্তি আছে❞
21/08/2025

❝নিশ্চয়,কষ্টের সাথেই স্বস্তি আছে❞

20/08/2025
20/08/2025

গত মাসে আমার সাধারণ উপার্জনের চেয়ে ১ লক্ষ টাকারও বেশি আয় হয়েছে।

এর পিছনে কোনো বিশেষ কারণ পাইনি, যেমন অতিরিক্ত শ্রম বা অতিরিক্ত কাজ। তবে, একমাত্র পার্থক্য যা লক্ষ্য করেছি তা হলো, গত মাসে আমি অন্যান্য মাসের তুলনায় প্রায় ২০ গুণ বেশি ইস্তিগফার করেছি।

ইস্তিগফারের বরকত ও গুরুত্ব এখানে স্পষ্ট হয়ে ওঠে—আল্লাহ তায়ালা ইস্তিগফারের মাধ্যমে আমাদের রিজিকের দ্বার খুলে দেন এবং অনাকাঙ্ক্ষিত বাঁধা দূর করেন।

ইস্তিগফার কেবল পাপের ক্ষমা নয়, বরং জীবনযাত্রায় প্রাচুর্য, মানসিক শান্তি, এবং আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম।

> শাহ মুহাম্মদ তন্ময়

Address

Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Universe:

Share