
09/07/2025
উনার নাম চিত্রনায়িকা নূপুর। উনাকে আমি চিনতাম না। উনাকে চিনেছি উনার বয়ফ্রেন্ড রাজের কারণে। রাজ উনার সঙ্গে প্রেম করেছে, এখন বিয়ে করতে চাইছে না। এই কারণে পালিয়ে গেছে।
নূপুর বুঝতে পেরেছেন, উনি চিটেড হয়েছেন। তাই সাংবাদিক দিয়ে রাজের বাড়ি ঘেরাও করেছেন।
এখন নূপুর রাজের শাস্তি চান, বিচার চান।
বিচার আমিও চাই।
এই রাজ যদি নূপুর কে ধোঁকা না দিতো—তাহলে নূপুর কোনো ইন্টারভিউ দিতেন না। ইন্টারভিউ না দিলে আমি নূপুরকে চিনতামও না।
এটা নিয়ে আমার OCD হতো না, অশান্তিও লাগতো না ভাই উনার ভ্রু এতো বেশী অসামঞ্জস্য যে আলাদা ভাবে আমার চোখে পরছে না।
সেইম মেকাপের ক্ষেত্রেও।গলার সাথে মিল নাই।মনে হচ্ছে মাথাডা আলাদা বসায়ছে গলার উপর।
চুলও সেইম।🙄
আমার ভাই এতো অশান্তি লাগতাছে!!!!!😭😭
ভালো কথা এই রাজ,পরীমনির রাজ না ত 🙄
#নূপুর #রাজ #নায়িকা