08/10/2025
দোয়া ইউনুস হলো একটি কুরআনী দোয়া যা হজরত ইউনুস (আ.) মাছের পেটে বন্দি থাকা অবস্থায় পড়েছিলেন এবং এটি “লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন” এই বাক্যটিতে রয়েছে। এই দোয়া পাঠ করলে যেকোনো বিপদ, দুশ্চিন্তা ও উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহ বান্দার দোয়া কবুল করেন।
দোয়া ইউনুস (আরবি):
لَا إِلٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
বাংলা উচ্চারণ:
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
অর্থ:
“আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত”।
ফজিলত ও উপকারিতা:
বিপদমুক্তি: কোনো মুসলমান যখনই এই দোয়া পড়ে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন এবং যেকোনো সংকট থেকে মুক্তি দেন।
দুশ্চিন্তা ও উদ্বেগ থেকে মুক্তি: দুনিয়ার যাবতীয় বিপদ-আপদ, দুশ্চিন্তা, পেরেশানি ও উদ্বেগ থেকে মুক্তির জন্য এই দোয়া পাঠ করা অত্যন্ত কার্যকর আমল,।