Kaira's Thoughts

Kaira's Thoughts নিজের অভিজ্ঞতা নিজের চিন্তাশক্তির বহিঃপ্রকাশ....

21/04/2024

প্রেগ্ন্যাসির জার্নিতে একটা মেয়ে সবচেয়ে বেশি যত্ন ও ভালবাসা আশা করে তাঁর স্বামীর কাছ থেকে।
আর, ছোটখাটো অবহেলায় সবচেয়ে বেশি কষ্টও পায় স্বামীর কারণেই।

🖋️

21/02/2024

বউ পাশে রেখে যেসব পুরুষ মোবাইলে পরনারীর গোপনাঙ্গের ভিডিও দেখে অভস্ত্য, তাঁদের বউদের প্রতি ভাল লাগা ভালবাসা না থাকাটাই স্বাভাবিক।

🖊️

31/08/2023

ভালবাসার মানুষকে কখনও ভুলা যায় না।
আর,
ভাল লাগার মানুষকে ভুলতে সময় লাগে না৷

15/06/2023

বিয়ের পর একটা ছেলের মাথা খায় তার মা ও বোন। অপরদিকে একটা মেয়ের মাথা খায় মেয়ের মা।
অতঃপর সংসার হয়ে যায় জাহান্নাম, আর ফলাফল ডিভোর্স।
☞ তিতা হলেও সত্যি ✘

14/06/2023

True indeed...!!

14/06/2023

আয়নায় দাঁড়িয়ে নিজের হাসি মুখটা দেখলে তুমি বলতেই পারো তুমি সত্যিই ভালো আছো...!!! 🤗

13/06/2023

আমার গল্প জুড়ে তোমার বসবাস,
তোমার গল্প জুড়ে আমার সর্বনাশ...

তাঁকে পাবো না জেনেও, তাঁকে হারানোর ভয়ের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।  ব্যপারটা কি অদ্ভুত তাই না...!!!!একটা মেয়ে কখনই তার...
13/06/2023

তাঁকে পাবো না জেনেও, তাঁকে হারানোর ভয়ের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।
ব্যপারটা কি অদ্ভুত তাই না...!!!!

একটা মেয়ে কখনই তার অনুভূতি বলে কয়ে বেড়াতে পারে না। বা কাউকে বোঝাতেও পারে না৷ দিন শেষে যেখানে আশ্রয় খুঁজে সেখানে তার নূনতম স্থানটা না পেলে তার ভিতরে কেমন ঝড় বয়ে যায়, একমাত্র তার ভিতরের ক্ষতি টা সে ছাড়া কেউ বুঝে না ।

সব মেয়ে টাকা লোভী হয় না।
কিছু মেয়ে ভালবাসা লোভী হয়। কিছু মেয়ে আদর সোহাগের লোভী হয়৷ কিছু মেয়ে দিন শেষে কাছের মানুষের কাছ থেকে হাসিমুখে কিছু ভালবাসার কথার লোভী হয়৷ কিছু মেয়ে টক ঝাল মিষ্টি দুষ্টুমীর লোভী হয়।

এগুলোর কোনোটা না পেলেও সে থেকে যাবে আপনার কাছে। কিন্তু কখনও তার আবেগের কারণ হতে পারবেন না। কখনও তার ভালবাসার অংশ হতে পারবেন না৷
একই ছাঁদের নিচে একই বিছানায় তাঁকে ভোগ করেও আপনি তার মন ছুঁতে পারবেন না৷
আর আপনি কখনও এটা বুঝতেই পারবেন না আপনি কি হারাচ্ছেন..?

অথচ বার বার অবহেলিত হওয়ার পর সে কোথাও আশ্রয় খুঁজে পেলে এর দোষটা তাঁকেই নিতে হবে। দুশ্চরিত্রা>চরিত্রহীনা ছাড়াও আরো সুন্দর সুন্দর ট্যাগ লাগাতে আপনারা একবারও ভাবনেন না৷

সত্যিই মেয়েরা অবহেলিত। দেশে সমাজে নিজের ঘরে এমনকি নিজের সাথে নিজেই অবহেলা করে যাচ্ছে আজীবন তাঁরা।

আমাকে যদি আরেকবার জন্ম নেয়ার কথা বলা হয়। আমি কখনই মেয়ে হয়ে জন্ম নিতে চাইবো না।
আবার জন্ম নিয়ে একজন মেয়েকে ভালবাসা দিয়ে কিভাবে আগলে রাখতে হয় তা দেখানোর জন্য হলেও আমি পুরুষ হয়ে জন্ম নিতে চাই৷

আবারও বলি, সব মেয়ে টাকা লোভী হয় না। কিছু মেয়ে ভাল থাকার লোভী হয়৷
💔

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaira's Thoughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share