
24/04/2025
একদিনের কথা। গাজীপুরের রবিন ভাই ফেসবুকে অ্যাড দিতেন—
"ভালো মানের ননস্টিক ফ্রাইপ্যান! কিনুন এখনই!"
কিন্তু কেউ কিনতো না!
কমেন্টে শুধু থাকত,
– “ভাই দাম কতো?”
– “ক্যাশ অন ডেলিভারি আছে?”
– “এইটা কি জাপানের?”
রবিন ভাই টেনশনে চুল ছিঁড়ছিলেন। তখনই ফানেলম্যান নামের এক ডেমু সুপারহিরো হাজির হল!
ধাপ ১: পরিচিতি (𝗔𝘄𝗮𝗿𝗲𝗻𝗲𝘀𝘀– লোক চিনুক আগে)
ফানেলম্যান বলল,
“ভাই, সরাসরি ‘কিনুন’ বললে কেউ কিনবে না। আগে মানুষকে জানাও তুমি কে, তোমার প্রোডাক্ট কী!”
তাই রবিন ভাই প্রথমে একটা ভিডিও অ্যাড বানালেন।
ভিডিওতে দেখালেন:
– কিভাবে তার ফ্রাইপ্যানে ডিম একটুও না লেগে ভাজা যায়
– আর রাতে আলো ছাড়া কিভাবে প্যানটা জ্বলজ্বলে করে!
রেজাল্ট: হাজার হাজার লোক ভিডিও দেখলো, লাইক দিলো, শেয়ারও করলো!
ধাপ ২: আগ্রহ (𝗖𝗼𝗻𝘀𝗶𝗱𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 – মন গলাও)
এবার ফানেলম্যান বলল,
“ভিডিও যারা দেখেছে, তাদের আবার টার্গেট করো। এবার বলো, ‘দেখুন আমাদের রিভিউ’, ‘কেন এই প্যান সেরা’, ‘৫০০০+ হ্যাপি কাস্টমার’।"
রবিন ভাই দিলেন রিভিউ, বিফোর-আফটার ছবি, আর ছোট ছোট ভিডিও।
রেজাল্ট: মানুষ ইনবক্সে মেসেজ দিতে শুরু করলো।
– “ভাই, কোথায় পাবো?”
– “ভাই, আমার বাসায় একটাই লাগবে।”
ধাপ ৩: বিক্রি (𝗖𝗼𝗻𝘃𝗲𝗿𝘀𝗶𝗼𝗻 – এখন কিনে ফেলে!)
ফানেলম্যান চোখ টিপে বলল,
“এবার অফার দাও! যারা ওয়েবসাইটে গিয়েছিল বা ইনবক্স করেছিল, তাদের বলো – ‘মাত্র ৩ টা বাকি’, ‘আজই অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারি’।"
রবিন ভাই সেইম কাজ করলেন।
রেজাল্ট:
– বিক্রি বেড়ে গেল ৫ গুণ
– একদিনে ৩০+ অর্ডার!
বোনাস: পুরানো কাস্টমারকে আবার আনো
ফানেলম্যান বলল,
“যারা কিনেছে, তাদের আবার টার্গেট করো! বলো – ‘নতুন সাইজ এসেছে’, ‘গিফট অফার চলছে’, ‘একটা কিনলে একটার ওপর ২০% ছাড়!’ ”
রেজাল্ট:
– পুরোনো কাস্টমার আবার অর্ডার দিলো
– লোকজন নিজেরা রেফার করতে লাগলো!
শেষ কথা:
রবিন ভাই এখন ফেসবুক অ্যাড ম্যানেজারে বসে চা খেতে খেতে বলেন,
“ফানেলম্যান ভাইয়ের দোয়া, এখন শুধু অর্ডার গুনে সময় কাটে!”