Sunan Faatiha

Sunan Faatiha Sunan Faatiha likes to know & learn everything.

14/04/2025

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
🎏শুভ নববর্ষ🪁

#সুনানফাতিহারআবৃত্তি

Shout out to my newest followers! Excited to have you onboard! S M Sohag Milon, Arif Mredha, Sohel Rana, Afsar Ali   ゚  ...
02/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!
S M Sohag Milon, Arif Mredha, Sohel Rana, Afsar Ali

02/04/2025

💫𝗛𝗲𝘆 𝗘𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 ! You can now support me by sending 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 𝙎𝙩𝙖𝙧𝙨 ! ⭐ Your support helps me keep creating content you love.

Just tap the 𝙎𝙩𝙖𝙧𝙨 𝙞𝙘𝙤𝙣 whenever you see it and send your love! 💖






01/04/2025

ফেরাউনের ওপর যে ৮টি আজাব এসেছিল-
মুসা (আ.) ফেরাউনের কাছে সত্যের দাওয়াহ নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফেরাউন ও তার অনুসারীরা একের পর এক আল্লাহর নিদর্শন অস্বীকার করেছিল। ফলে তাদের ওপর নেমে এসেছিল ৮টি ভয়াবহ আজাব, যার কথা কুরআনেও এসেছে। প্রতিটি আজাব ছিল তাদের জন্য একেকটি সতর্কবার্তা, কিন্তু তারা শিক্ষা নেয়নি।
🛑 দুর্ভিক্ষের আজাব
"আমি ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষ ও ফল-ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা পাকড়াও করেছিলাম, যেন তারা হেদায়েত গ্রহণ করে।" (সূরা আরাফ: ১৩০) মিসরের উর্বর জমিতে হঠাৎ শস্য উৎপাদন কমে গেল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, নদীর পানি কমে গেল। ফলে খাদ্যসংকট দেখা দিল। কিন্তু তারা এই দুর্ভিক্ষকেও আল্লাহর সতর্কবার্তা হিসেবে নিল না।
🛑 তুফানের আজাব
প্রথম আজাবে যখন তারা শুধরালো না দ্বিতীয় দফায় মিসরে ভয়াবহ তুফান দেখা দিল। নীলনদ ভয়ংকরভাবে ফুলে উঠল, সব ফসল ধ্বংস হয়ে গেল। চারদিকে কাদার স্তূপ জমে থাকত, বাড়িঘর নষ্ট হয়ে যায়। কিন্তু এর পরেও ফেরাউনের জাতি শুধরালো না।
🛑 পঙ্গপালের আজাব
তুফানের পর ফেরাউনের কৃষিজীবী অনুসারীরা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু তখনই আল্লাহ পাঠালেন পঙ্গপালের ঝাঁক। এসব পঙ্গপাল ফসল, ফলমূল, এমনকি কাঠের ঘরবাড়িও খেয়ে ফেলত। ফলস্বরূপ খাদ্যসংকট আরও তীব্র হয়ে গেল।
🛑 উকুনের আজাব
পঙ্গপালের পর ক্ষতিগ্রস্ত মিসরীয়রা আশা করেছিল পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এবার তাদের ওপর নেমে এলো উকুনের আজাব। উকুন এতই বেশি হয়ে গিয়েছিল যে তারা পোশাক পরতে পারত না, খেতে পারত না, স্বাভাবিক চলাফেরা করতে পারত না।
🛑 ব্যাঙের আজাব
উকুনের পর ফেরাউনের অনুসারীরা কিছুটা স্বস্তি পেয়েছিল, কিন্তু এবার পুরো মিসর ভরে গেল ব্যাঙে। রান্নার হাঁড়িতে, বিছানায়, পানির পাত্রে—সব জায়গায় ব্যাঙ! ব্যাঙের কারণে ঘর-বাড়ি নোংরা হয়ে যায়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
🛑 রক্তের আজাব
এবার নীলনদের পানি রক্তে পরিণত হলো! পান করতে গেলে তা রক্তের মতো হয়ে যেত। মিসরীয়রা পানি সংগ্রহ করতে পারত না, ফলে তীব্র পিপাসায় ভুগত।
🛑 প্লেগ রোগের আজাব
এইসব আজাবের পরও ফেরাউন ও তার অনুসারীরা সত্যের কাছে ফিরে আসেনি। ফলে আল্লাহ তাদের ওপর প্লেগের মতো ভয়ংকর মহামারি পাঠালেন। অসংখ্য মানুষ এতে মারা গেল।
🛑 চূড়ান্ত আজাব: সাগরে ডুবে মৃত্যু
শেষ পর্যন্ত আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাইলকে মুক্তির নির্দেশ দিলেন। তারা যখন লোহিত সাগরের দিকে রওনা হলো, তখন ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল। আল্লাহ মুসা (আ.)-কে লাঠি দিয়ে সাগর আঘাত করতে বললেন, ফলে সাগর দ্বিখণ্ডিত হলো। বনি ইসরাইল নিরাপদে পার হলো, কিন্তু ফেরাউন ও তার বাহিনী যখন মাঝপথে পৌঁছাল, তখন সাগরের পানি একত্রিত হয়ে তাদের ডুবিয়ে মারল।

31/03/2025
31/03/2025

আবু লাহাব যদি ঈমান আনতো, তাহলে সূরা লাহাবের কী হতো? কখনো কি ভেবে দেখেছেন?
কুরআনের সত্যতার একটি বিস্ময়কর প্রমাণ হলো, আবু লাহাবের ঘটনা। যে ঘটনার প্রেক্ষিতে সূরা মাসাদ (সূরা লাহাব) নাজিল হয়েছিল। এটি একমাত্র সূরা, যেখানে ইসলামের প্রকাশ্য শত্রু আবু লাহাব ও তার স্ত্রীর ভয়ানক পরিণতির কথা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল।
একদিন রাসূল ﷺ মক্কার পাহাড়ের ওপরে দাঁড়িয়ে কুরাইশদের ডাকলেন এবং বললেন, “আমি যদি তোমাদের বলি, এই পাহাড়ের পেছনে একটি শত্রুবাহিনী আছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করতে?”
সবাই একসঙ্গে বলল, “হ্যাঁ! তুমি তো কখনো মিথ্যা বলোনি।” তখন নবী ﷺ বললেন, “আমি তোমাদের সতর্ক করছি—তোমাদের সামনে কঠিন শাস্তি আসছে।”
লোকেরা নড়েচড়ে বসলো, কিন্তু আবু লাহাব বিদ্রুপ করে বলল, “তোমার সর্বনাশ হোক! আমাদের এখানে ডাকার কি দরকার ছিল?”
ঠিক তখনই আল্লাহ নাজিল করলেন সূরা আল-মাসাদ: تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَهَبٍ وَّ تَبَّ (ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।) এই সূরায় ঘোষণা করা হলো, আবু লাহাব ও তার স্ত্রী দুনিয়াতেও ধ্বংস হবে এবং আখিরাতেও জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই আয়াত নাজিল হওয়ার পর আবু লাহাব প্রায় ১০ বছর বেঁচে ছিল। সে চাইলে ইসলাম গ্রহণ করে এই ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করতে পারতো! কিন্তু সে তা করেনি। বরং বদর যুদ্ধের কিছুদিন পর এক ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মরলো এবং তার মৃতদেহ এতটাই ঘৃণিত ছিল যে, নিজের সন্তানরাও তাকে কবর দিতে আসেনি।
এটি কুরআনের অন্যতম বিস্ময়কর শানে নুযুল, যেখানে এক ব্যক্তির ভবিষ্যৎ আগেভাগেই বলে দেওয়া হয়েছিল এবং তা অক্ষরে অক্ষরে সত্য হয়!

31/03/2025

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
🌙ঈদ মোবারক🌙

#সুনানফাতিহারআবৃত্তি

ঈদের দিনের ৭টি সুন্নত-👉 ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়াঈদুল ফিতরের সকাল শুরু হোক সুন্নত পালনের মাধ্যমে। রাসূল (ﷺ) এই দিনে ...
30/03/2025

ঈদের দিনের ৭টি সুন্নত-
👉 ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া
ঈদুল ফিতরের সকাল শুরু হোক সুন্নত পালনের মাধ্যমে। রাসূল (ﷺ) এই দিনে ঈদগাহে যাওয়ার আগে কয়েকটি খেজুর খেতেন, বিজোড় সংখ্যায়।
👉 নামাজের আগে গোসল করা
ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নাত। রাসূল (ﷺ) ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন।
👉 সর্বোত্তম পোশাক পরা এবং আতর ব্যবহার
ইবনুল কায়্যিম (রহ.) বলেন, রাসূল (ﷺ) দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। আর সুগন্ধি তো নবীজির সবসময় প্রিয় জিনিস ছিল।
👉 ঈদগাহে যাওয়া-আসার পথে তাকবির বলা
ঈদগাহে যাওয়া-আসার সময় তাকবির বলা সুন্নত। এতে একদিকে ঈদের আনন্দ প্রকাশ পায়, অন্যদিকে মুসলিম উম্মাহর ঐক্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ ঘটে।
👉 ঈদগাহে হেঁটে যাওয়া
যদি শারীরিক সক্ষমতা থাকে, তবে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। রাসূল (ﷺ) নিজে হেঁটে যেতেন এবং হেঁটে আসতেন।
👉 যাওয়া ও আসার রাস্তা পরিবর্তন করা
রাসূল (ﷺ) ঈদগাহে যাওয়ার জন্য এক রাস্তা ব্যবহার করতেন, কিন্তু ফিরতেন অন্য রাস্তা দিয়ে।
👉 সাক্ষাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করা
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন কুম" (অর্থ: আল্লাহ্‌ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে কবুল করুক) —এই দুআটি সাহাবিরা ঈদের দিন পরস্পর বলতেন। এটি কেবল একটি শুভেচ্ছাবার্তা নয়, বরং একে অপরের জন্য কল্যাণ কামনার এক উত্তম দুআ।
আসুন, এই ঈদে সুন্নতের আলোয় আলোকিত হই।


تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْসবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা-"এই ঈদ আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাক এবং আপনার জী...
30/03/2025

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা-
"এই ঈদ আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাক এবং আপনার জীবন শান্তি ও বরকতে পরিপূর্ণ করুক।
🌙ঈদ মোবারক🌙


Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Sunan Faatiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunan Faatiha:

Share

Category