01/04/2025
ফেরাউনের ওপর যে ৮টি আজাব এসেছিল-
মুসা (আ.) ফেরাউনের কাছে সত্যের দাওয়াহ নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফেরাউন ও তার অনুসারীরা একের পর এক আল্লাহর নিদর্শন অস্বীকার করেছিল। ফলে তাদের ওপর নেমে এসেছিল ৮টি ভয়াবহ আজাব, যার কথা কুরআনেও এসেছে। প্রতিটি আজাব ছিল তাদের জন্য একেকটি সতর্কবার্তা, কিন্তু তারা শিক্ষা নেয়নি।
🛑 দুর্ভিক্ষের আজাব
"আমি ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষ ও ফল-ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা পাকড়াও করেছিলাম, যেন তারা হেদায়েত গ্রহণ করে।" (সূরা আরাফ: ১৩০) মিসরের উর্বর জমিতে হঠাৎ শস্য উৎপাদন কমে গেল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, নদীর পানি কমে গেল। ফলে খাদ্যসংকট দেখা দিল। কিন্তু তারা এই দুর্ভিক্ষকেও আল্লাহর সতর্কবার্তা হিসেবে নিল না।
🛑 তুফানের আজাব
প্রথম আজাবে যখন তারা শুধরালো না দ্বিতীয় দফায় মিসরে ভয়াবহ তুফান দেখা দিল। নীলনদ ভয়ংকরভাবে ফুলে উঠল, সব ফসল ধ্বংস হয়ে গেল। চারদিকে কাদার স্তূপ জমে থাকত, বাড়িঘর নষ্ট হয়ে যায়। কিন্তু এর পরেও ফেরাউনের জাতি শুধরালো না।
🛑 পঙ্গপালের আজাব
তুফানের পর ফেরাউনের কৃষিজীবী অনুসারীরা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু তখনই আল্লাহ পাঠালেন পঙ্গপালের ঝাঁক। এসব পঙ্গপাল ফসল, ফলমূল, এমনকি কাঠের ঘরবাড়িও খেয়ে ফেলত। ফলস্বরূপ খাদ্যসংকট আরও তীব্র হয়ে গেল।
🛑 উকুনের আজাব
পঙ্গপালের পর ক্ষতিগ্রস্ত মিসরীয়রা আশা করেছিল পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এবার তাদের ওপর নেমে এলো উকুনের আজাব। উকুন এতই বেশি হয়ে গিয়েছিল যে তারা পোশাক পরতে পারত না, খেতে পারত না, স্বাভাবিক চলাফেরা করতে পারত না।
🛑 ব্যাঙের আজাব
উকুনের পর ফেরাউনের অনুসারীরা কিছুটা স্বস্তি পেয়েছিল, কিন্তু এবার পুরো মিসর ভরে গেল ব্যাঙে। রান্নার হাঁড়িতে, বিছানায়, পানির পাত্রে—সব জায়গায় ব্যাঙ! ব্যাঙের কারণে ঘর-বাড়ি নোংরা হয়ে যায়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
🛑 রক্তের আজাব
এবার নীলনদের পানি রক্তে পরিণত হলো! পান করতে গেলে তা রক্তের মতো হয়ে যেত। মিসরীয়রা পানি সংগ্রহ করতে পারত না, ফলে তীব্র পিপাসায় ভুগত।
🛑 প্লেগ রোগের আজাব
এইসব আজাবের পরও ফেরাউন ও তার অনুসারীরা সত্যের কাছে ফিরে আসেনি। ফলে আল্লাহ তাদের ওপর প্লেগের মতো ভয়ংকর মহামারি পাঠালেন। অসংখ্য মানুষ এতে মারা গেল।
🛑 চূড়ান্ত আজাব: সাগরে ডুবে মৃত্যু
শেষ পর্যন্ত আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাইলকে মুক্তির নির্দেশ দিলেন। তারা যখন লোহিত সাগরের দিকে রওনা হলো, তখন ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল। আল্লাহ মুসা (আ.)-কে লাঠি দিয়ে সাগর আঘাত করতে বললেন, ফলে সাগর দ্বিখণ্ডিত হলো। বনি ইসরাইল নিরাপদে পার হলো, কিন্তু ফেরাউন ও তার বাহিনী যখন মাঝপথে পৌঁছাল, তখন সাগরের পানি একত্রিত হয়ে তাদের ডুবিয়ে মারল।