Beiman manush

Beiman manush বেদনার সাগরে ভেসে বেড়াই�

আমি সেই রঙিন গোলাপ  যাকে আব্বু আম্মু যত্ন করে বড় করেছে😁 বয়স বাড়ার সাথে সাথে শরীরের যথেষ্ট সেফটিও  হয়েছে 💥তাই যখন তখন...
07/08/2025

আমি সেই রঙিন গোলাপ যাকে আব্বু আম্মু যত্ন করে বড় করেছে😁 বয়স বাড়ার সাথে সাথে শরীরের যথেষ্ট সেফটিও হয়েছে 💥তাই যখন তখন কেউ খোটা দিতে এসো না নইলে গায়ে কাটা ফুটে যাবে 😪

কথার আঘাত পলি  ব্যাগের সমতুল্য,,,,,, যা মাটির নিচে চাপা পড়ে গেলেও আবার নতুন করে ভেসে  উঠে,,,, পুরাই অক্ষয়
01/08/2025

কথার আঘাত পলি ব্যাগের সমতুল্য,,,,,, যা মাটির নিচে চাপা পড়ে গেলেও আবার নতুন করে ভেসে উঠে,,,, পুরাই অক্ষয়

31/07/2025
29/07/2025

বাজারে যেই দাম🥹

28/07/2025
23/07/2025

Good morning

হে জুলাই তুমি বারবার কেন আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দাও, আমরা ভুলিনি সেই ২৪ সালের আবু সাঈদ, মুগ্ধ, আবরার কে 😭এখন আবার...
22/07/2025

হে জুলাই
তুমি বারবার কেন আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দাও,
আমরা ভুলিনি সেই ২৪ সালের আবু সাঈদ, মুগ্ধ, আবরার কে 😭
এখন আবার নতুন করে মনে রাখতে হচ্ছে জুনায়েদ, রাইসা, হুমাইরা, মাহারিন ম্যাম, লেফটেন্যান্ট তৌকির, এদেরকে। একের পর এক লাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কান্নায় ভেঙ্গে পড়ছে পুরো বাংলাদেশবাসী।
জুলাই তুমি পরবর্তীতে খুশি না আনতে পারলেও কখনো কান্না আনিওনা 😭😭😭

pray for milestone college

21/07/2025

বাঙালি হিসেবে আমরা লজ্জিত!

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

Collected

উত্তরা মাইলস্টোন কলেজে যে বিমান ক্র্যাশ করেছে সেটা চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকির। F-7 BGI (701) মডেলের এ বিমানটাতে প্...
21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজে যে বিমান ক্র্যাশ করেছে সেটা চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকির। F-7 BGI (701) মডেলের এ বিমানটাতে প্রশিক্ষণ নিচ্ছিল সে।

প্রশিক্ষণ শেষ হলে হয়তো রেগুলার বিমান বাহিনীর বিমান চালাতো, একজন দক্ষ স্কোয়াড্রন হতো।

বিমানটা যেখানে ক্র্যাশ করেছে সেখানেই ছিল স্কুল। ফুলের মতো নিষ্পাপ কিছু শিশুও ছিল। তারা মাঠে খেলতেছিল।

বিমান উড়ে গেলে আমরা সবাই ই যেমন মুগ্ধ হয়ে বিমানের দিকে তাকিয়ে থাকি তারাও আগ্রহ নিয়েই বিমানটার দিকে তাকিয়ে ছিল।

কিন্তু কে জানতো একটু পর এ বিমানটাই তাদের উপর ক্র্যাশ করবে!

ছোট ছোট ফুলের মতো নিষ্পাপ বাচ্চাসহ ২৩ জন আহত হয়েছে। কয়েকজন একদম পুড়ে ঝলসে গিয়েছে। বাচ্চারা খেলছিল, কেউ ক্লাস করছিল। তারা কেউই জানতো না একটু পর পুড়ে ঝলসে যাবে তারা।

স্কোয়াড্রন লিডার তৌকির বিয়ে কয়েছে মাত্র ১ বছর হয়েছে। বাসায় এখনো নতুন বউ। বিমান বাহিনীতে তেমন একটা ছুটি পাওয়া যায় না বলে এখনো দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাদের।

তাই তার প্ল্যান ছিল বিমান বাহিনীর এ প্রশিক্ষণটা শেষ হলে ছুটির জন্যে দরখাস্ত দিবে। বউকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবে। আরও অনেক প্ল্যান ছিল, স্বপ্ন ছিল।

কিন্তু সে প্ল্যান বা স্বপ্ন কোনটাই আর পূরণ হলো না। নিমিষের মধ্যেই ঝলসে পুড়ে গিয়েছে তৌকির। তীব্র আঘাতে গুরুতর অবস্থা হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল CMH হাসপাতালে।

তার অবস্থা এতটাই গুরুতর যে ব্লাড প্রেসার ছিল 90/50, Internal haemorrhage ও হয়েছে। তারপর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে হাসপাতালেই মারা গিয়েছে সে।

সবকিছু যেন সেকেন্ডের মধ্যেই সব শেষ!

আমরা কতশত প্ল্যান করে রাখি অথচ জীবন কত অনিশ্চিত

একটি দম্পতি মধ্যরাতে একটি প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরলেন, তারা আসার পর কেবল বাড়ির আশেপাশের গ্যাসের গন্ধ পাচ্ছিলো। তাই তা...
25/06/2025

একটি দম্পতি মধ্যরাতে একটি প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরলেন, তারা আসার পর কেবল বাড়ির আশেপাশের গ্যাসের গন্ধ পাচ্ছিলো। তাই তারা সন্ধান করছিলো।
লোকটি রান্নাঘরে গিয়ে তীব্র গন্ধ সনাক্ত করল। অবচেতন মনে সে বাতি জ্বালিয়ে ফেলে তখনই রান্নাঘরটি বিস্ফোরিত হয়, স্বামী তাৎক্ষণিকভাবে মারা যায় এবং স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় কিছুদিন পর মারা যায়।
ঘরটি থেকে ২০০ মিটার দূর থেকেও এই বিস্ফোরণ এর আলো দেখা গেছে। যার অর্থ গ্যাস পাইপের বিস্ফোরণ বোমার চেয়ে শক্তিশালী ছিল।
অতএব,বাসায় গ্যাসের গন্ধ পেলে সাবধানে ঘরের জানালা দরজা গুলো খুলে দিবেন। বৈদ্যুতিক বাতি জ্বালাবেন না, ফ্রিজ খুলবেন না এবং কিচেনের ফ্যান চালু করবেন না। এগুলোতে থাকা চার্জিত ইলেকট্রন স্পার্ক (আগুনের ফুলকী) তৈরি করতে পারে।
আগুনের ফুলকির কারনে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে।
পারলে মেইন সুইচ অফ করে দিবেন।
আপনার এই বিষয়গুলা একা পড়া উচিত নয়, যতটা সম্ভব প্রকাশ করুন, এটি অন্যকে বিপদ এড়াতে সাহায্য করবে।আশা করি অনেকেই বিষয়টি অবগত হয়ে অন্যকে অবগত হতে সাহায্য করবেন।
(সংগৃহীত)

24/06/2025

বৃষ্টি আসার আগ মুহূর্ত,,,,,,

পৃথিবী বড়ই ভয়ানক, এতে মায়ার  চেয়ে ভয় বেশি, ভালোবাসা থেকে বেইমানি বেশি, সবাই তবুও ভালোবাসার কাঙ্গাল 😢যেমনটা আমি 😔বেই...
15/06/2025

পৃথিবী বড়ই ভয়ানক,
এতে মায়ার চেয়ে ভয় বেশি,
ভালোবাসা থেকে বেইমানি বেশি,
সবাই তবুও ভালোবাসার কাঙ্গাল 😢
যেমনটা আমি 😔
বেইমান মানুষের মিথ্যা মায়ার ভিড়ে, সত্যি কারের ভালোবাসার জালে আটকাইতে পারবো কি তোমাকে???
😥😥
😢
লেখাসও্ব বেইমান মানুষ

Address

Ashulia
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beiman manush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share