Abu Toha Adnan

Abu Toha Adnan I Love Jannat ���

16/08/2023

কতোটা ভালোবাসলে মানুষ এতোটা পাগল হয়।

15/08/2023

আল্লামা সাঈদীর শেষ ইচ্ছে কি ছিল শুনুন চোখে পানি চলে আসবে😭😭😭

10/07/2023

আজরাইল যেভাবে মানুষের জান কবজ করে | 😭মৃত্যুর স্বাদ😭

পৃথিবীতে মৃত্যুর মতো সত্য আর কিছু নেই। সব প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে। পরিভাষায় মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের সমাপ্তি এবং মৃত্যু-পরবর্তী জীবন তথা আখিরাতের প্রবেশদ্বার অথবা মৃত্যু হচ্ছে জাগতিক দেহ থেকে আত্মার পৃথক্করণ এবং একই সঙ্গে এ আত্মার জাগতিক দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশে যাত্রা। সব আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইরশাদ হয়েছে, ‘আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না। সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে।’ সুরা আলে ইমরান, আয়াত ১৪৫।
মানুষের জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। যখন মৃত্যু চলে আসবে তখন কেউ তাকে দমন বা প্রতিহত করতে পারবে না। মৃত্যু আসার জন্য কোনো সময়, বয়স, জাতপাত বা শ্রেণি নির্দিষ্ট নেই। যখন এসে যাবে তখন তার থেকে পলায়ন করা বা তাকে পিছিয়ে দেওয়া কোনোটাই সম্ভব নয়। আল্লাহ আরও বলেন, ‘প্রতিটি সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে, আর না সামনে অগ্রসর হতে পারবে।’ সুরা আরাফ, আয়াত ৩৪।
আল্লাহ্ সুবহানওয়া তা'আলা বলেন:
"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়।" -(সূরা আল ইমরান, আয়াত: ১৮৫)
প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।" -(সূরা আম্বিয়া, আয়াত: ৩৫)
তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।..." -(সূরা আন নিসা, আয়াত: ৭৮)
হে ঈমাণদারগণ! তোমরা তাদের মত হয়ো না, যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোন অভিযানে বের হয় কিংবা জিহাদে যায়, তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে মরতোও না আহতও হতো না। যাতে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের সমস্ত কাজই, তোমরা যা কিছুই কর না কেন, আল্লাহ সবকিছুৃই দেখেন।" -(সূরা আল ইমরান, আয়াত: ১৫৬)
হে নবী ওদের বলুন, যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ, তোমাদেরকে সে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। শেষ পর্যন্ত তোমাদেরকে হাজির করা হবে দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর কাছে। জীবদ্দশায় যা করেছ, তা তোমরা তখন পুরোপুরি জানতে ও উপলব্ধি করতে পারবে।’ (সূরা জুমআ, আয়াত ৮)
যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন।যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি। কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত।" -(সূরা আল মুমিনুন, আয়াত: ৯৯-১০০)
হে নবী! তোমার পূর্বেও আমি কোন মানুষকে অমরত্ব দান করিনি। তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে?’ (সূরা আম্বিয়া, আয়াত ৩৪)

08/07/2023

বর্তমান সমাজের জেনা😥

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Toha Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share