Life is Beautiful

Life is Beautiful Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Life is Beautiful, Digital creator, Savar Bas Stand, Savar.

পেঁয়াজ খাওয়ার ভালো এবং খারাপ দিক দুটোই আছে🔰পেয়াজ খাওয়ার ভালো দিক🔰✅হৃদযন্ত্রের জন্য উপকারী: পেয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট ও স...
26/04/2025

পেঁয়াজ খাওয়ার ভালো এবং খারাপ দিক দুটোই আছে

🔰পেয়াজ খাওয়ার ভালো দিক🔰

✅হৃদযন্ত্রের জন্য উপকারী: পেয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ থাকে, যা রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

✅রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: পেয়াজে ভিটামিন C থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

✅পাচনতন্ত্র ভালো রাখে: পেয়াজে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে।

✅ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে: গবেষণায় দেখা গেছে, নিয়মিত পেয়াজ খাওয়ার সঙ্গে কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমার সম্পর্ক থাকতে পারে।

✅রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে: পেয়াজ ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।

✅চুল ও ত্বকের জন্য ভালো: পেয়াজের রস চুল পড়া কমাতে ও ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।

🔰পেয়াজ খাওয়ার খারাপ দিক🔰

✅পাকস্থলীর সমস্যা হতে পারে: অতিরিক্ত পেয়াজ খেলে গ্যাস, বদহজম, এবং পেট ফাঁপার সমস্যা হতে পারে।

✅দুর্গন্ধের সমস্যা: পেয়াজ খাওয়ার পর মুখে এবং ঘামে দুর্গন্ধ হতে পারে।

✅অ্যালার্জি: কিছু মানুষের পেয়াজে অ্যালার্জি থাকতে পারে, যার ফলে ত্বকে চুলকানি বা ফুসকুড়ি দেখা দিতে পারে।

✅রক্তপাতের ঝুঁকি: বেশি পরিমাণ পেয়াজ খেলে রক্ত পাতলা হতে পারে, বিশেষ করে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের জন্য সমস্যা হতে পারে।

✅ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকা উচিত: যদিও নিয়ন্ত্রিত মাত্রায় ভালো, তবে অতিরিক্ত খেলেও রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে।

#পেয়াজ #স্বাস্থ্য_সচেতনতা #ভালো_খাবার #হেলথটিপস #খাদ্য_ও_পুষ্টি #স্বাস্থ্যকর_খাদ্য #পুষ্টিকর_খাবার #হেলদি_লাইফস্টাইল #ফুড_ফ্যাক্টস #বাংলা_পোস্ট

Apple iOS মানে হলো:Apple কোম্পানির তৈরি করা iPhone, iPad, এবং iPod Touch ডিভাইসের জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম (Operati...
19/04/2025

Apple iOS মানে হলো:

Apple কোম্পানির তৈরি করা iPhone, iPad, এবং iPod Touch ডিভাইসের জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম (Operating System)।

উদাহরণ দিয়ে বুঝি:
তুমি যেমন Android ফোন ব্যবহার করো, সেটা চলে Android OS দিয়ে (যেমন Samsung, Xiaomi)।

ঠিক তেমনি iPhone চলে Apple iOS দিয়ে।

iOS-এর ফুল ফর্ম:
iOS = iPhone Operating System

Apple iOS ডিভাইসের কিছু উদাহরণ:
iPhone 13, iPhone 14
iPad
iPhone SE

Sapling-  চারাগাছ
08/04/2025

Sapling- চারাগাছ

Assume (verb)It's a transitive verbএটা বিভিন্ন অর্থ রয়েছে এবং ইহা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ প্রকাশ করে, যেমন,১) ধরে ...
06/04/2025

Assume (verb)

It's a transitive verb
এটা বিভিন্ন অর্থ রয়েছে এবং ইহা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ প্রকাশ করে, যেমন,

১) ধরে নেওয়া / অনুমান করা( to suppose something without proof) : প্রমান ছাড়া কোনো কিছু সত্য ধরে নেওয়া

I assume he is coming to the party.

2) দায়িত্ব গ্রহন করা / নিয়ন্ত্রণ নেওয়া ( to take ok role or responsibility): কোনো পদ, দায়িত্ব বা কর্তৃক নিজের হাতে নেওয়া

He assumed resposibility for the project.

3) কোনো রূপ বা আচরণ গ্রহন করা ( to begin to particular appearance or behaviour)
: কোনো বিশেষ ভাব, রূপ বা ভঙ্গি প্রকাশ করা

His voice assumed a sad tone

4) (আইনি বা অফিসিয়াল ভাষায়) কোনো পদে অধিষ্ঠিত হওয়া

The new minister assumed office yesterday

More Example :

I assume he will be late
Don't assume things without asking.
I assumed you knew the answer.
People assumed he was rich.
Let's assume everything will go well.
He assumed i was angry.
I assumed it was your book.
You always assume the worst.
He assumed resposibility for the team.
I will assumed command starting tomorrow.

"Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies."
24/03/2025

"Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies."

22/03/2025

অনেকদিন আগের কথা, ২০০৯ বা ২০১০ এমন।
প্রাইমারিতে সম্ভবত তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীতে পড়তাম। একবার স্কুলে বসে হঠাৎ মাথাব্যথা উঠলো। প্রচন্ড মাথাব্যথা। পরে কোনো এক স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে বাসায় চলে আসার জন্য রওনা হলাম।
স্কুল থেকে বাসা প্রায় দুই কিলোমিটার মতো হবে। স্বাভাবিক একজন যুবক কিংবা তরুণ লোকের কাছে দুই কিলোমিটার কম পথ মনে হলেও, আমার মতো প্রাইমারিতে পড়া ৮,৯ বছরের বাচ্চার কাছে সেটা ঢেড় পথ ছিলো।
তখন যানবাহন ব্যবস্থা তেমন উন্নত ছিলো না। যা ছিলো, তা আমাদের প্রাইমারির রাস্তা দিয়ে চলতো না। কারন সে রাস্তা ছিলো, ইট দ্বারা নির্মিত প্রচন্ড ভাঙা।
তখন যদিও আমাদের এলাকার সকল রাস্তায় ইটের তৈরী ছিলো। পিচ ডালাই রাস্তা তখনও হয় নি।

শিক্ষকের অনুমতি নিয়ে স্কুল থেকে রওনা দিলাম। ভরদুপুরে নির্জন রাস্তা দিয়ে মাথাব্যথায় জর্জরিত একটা হেঁটে আসছে।
আশেপাশে কেউ ছিলো না।
দুই কিলোমিটার পথকে যেনো ভূপৃষ্ঠ থেকে আকাশ পর্যন্ত বাসা দূরে মনে হচ্ছিলো। মনে হচ্ছিলো এটাই বুঝি পৃথিবীর সবচেয়ে বেশী দূরত্বের পথ। পথের যেন শেষই হচ্ছে না।

মাথাব্যথা প্রকোপে চোখের অশ্রু একা একই গড়িয়ে পড়ছে মাটিতে। হাঁটতে হাঁটতে খুব কষ্টে এক কিলোমিটারের বেশী পথ অতিক্রম করে ফেলছি। পরিশেষে, পৌছালাম আমাদের হাইস্কুল নিকটবর্তী একটা স্থানে। বাসা এখনো আমার কাছে অনেকটা পথ।
দু পা যেন আর চলছে না। মাথাব্যথা মাথাব্যথায় জ্ঞান হারানোর পরিক্রমা আমার।
আল্লাহকে বারবার ডাকতে লাগলাম। ঘামিয়ে আমি একাকার হয়ে গেছি। আর পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এরপর হঠাৎ দেখলাম দূরে থেকে একজন লোক আসছে।
যে কিনা বাজারের দিকেই যাবে, কিন্তু কে তা দূর থেকে বুঝে উঠতে পারলাম না। মাথাব্যথা চোখে ধোঁয়াশা দেখছি।
ক্রমে ক্রমে লোকটা আমার নিকটবর্তী আসতে দেখলাম, আমারই পরিচিত এক কাকা। তার নাম ছিলো ইসমাইল। তার ভাই আমাদের ক্লাশমেট ছিলো।
কাকাকে বললাম, " কাকা আমার প্রচন্ড মাথাব্যথা, আমাকে একটু দয়া করে বাসায় দিয়ে আসেন" ।
কাকা আমার করুন অবস্থা দেখে, আমাকে কাঁধে উঠিয়ে বাসায় নিয়ে এলো। বাবা আমাকে এ অবস্থায় দেখে দোকান থেকে আতঙ্কিত হয়ে বের হলো। জিজ্ঞেস করলো কি হয়েছে।
তারপর বাসায় নিয়ে বাবা শুয়িয়ে দিলো আমাকে। এবং একটা কেক খায়িয়ে ঔষধ খায়িয়ে দিছিলো।
সে বারে যেন ঢেড় বাঁচলাম!!!!

22/03/2025

একটি তিক্ত বিরক্ত জীবন বহন করে চলেছি আমি। এতোটা তিক্ত যেটা আসলে বলে বুঝানোর মতো নয়। না আছে বাবার অর্থ-ভিত্ত, না আছে বংশীয় কিংবা অন্য কোনো ক্ষমতা। না আছে টাকার জোর, না আছে কোনো উচ্চ লেবেলের নিকটাত্মীয়। নিজের সমস্যা গুলো শেয়ার করার মতো ছিলো একমাত্র প্রিয় মা। যে কিনা আমার জীবনের সবকিছুর সাপোর্টার। পাশাপাশি বাবাও। সেই মা ও এখন স্ট্রোক করে, হাত পা প্যারালাইজড হয়ে গেছে। নিজে না পড়ছি ভালো একটা ভার্সিটিতে, আর আছে সামনে ভালো কিছু করার মতো অবস্থা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তভূক্ত একটা কলেজে একটা উচ্চ মানের সাবজেক্ট নিয়ে পড়ছি। কিন্তু এ কলেজে এ সাবজেক্ট নিয়ে পড়ে, বিন্দুমাত্র ফায়দা হবে না।
আগে বাড়ি থেকে টাকা পাঠাতো, বিভিন্নভাবে ধারদেনা করে, তারপর আমাকে পাঠাতো ঢাকাতে, তাতে মা বাবা অনেক ঋনী হয়ে গেছে। যে ঋনের চিন্তার পাহাড় সইতে না পেরে মায়ের আজ করুন পরিণতি। বিগত দেড় বছর যাবত বাড়ি থেকে টাকা পাঠাতে হচ্ছে না। একটা বন্ধু সহযোগিতায় টিউশন পেয়েছিলাম। পরে নিজে আরো কিছু টিউশন পাই, তা দিয়ে এখন চলছে। সারাক্ষণ মাথাব্যথা লেগেই থাকে।
সেই শৈশবের থেকে শুরু হওয়া মাথাব্যথা নাম পরজীব, আমাকে তীলে তীলে শেষ করছে।

22/03/2025

আমার জীবনের অধিকাংশ প্ল্যান, ইচ্ছা, ভ্রমন, সুন্দর মুহুর্ত, নিমন্ত্রণ, যোগাযোগ ধ্বংস করে দিলো "মাথাব্যথা (Headache)☠️" নামক এক নীরব শত্রু!

sycamore
22/03/2025

sycamore

গ্রন্থ: ভানুসিংহ ঠাকুরের পদাবলীকবিতা নং: ১ম১ম স্তবক: (বসন্তের আগমন)“বসন্ত আগল রে!”কবি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছেন য...
14/03/2025

গ্রন্থ: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতা নং: ১ম

১ম স্তবক: (বসন্তের আগমন)

“বসন্ত আগল রে!”
কবি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছেন যে, বসন্ত এসে গেছে। এটি একটি আশাবাদী ডাকে ভরপুর।

“মধুকর গুণ গুণ, অনুযোগমঞ্জরী কানন ছাঁগল রে।”
মধুকর অর্থাৎ ভ্রমর বা মৌমাছি গুনগুন করছে। তারা ফুলের মধ্যে উড়ে বেড়াচ্ছে। ‘অনুযোগমঞ্জরী’ বলতে ফুলের কুঁড়ি বা ফুলের মঞ্জরীকে বোঝানো হচ্ছে, যা প্রকৃতির মিষ্টি ধ্বনিতে উজ্জ্বল হয়ে উঠেছে। ‘কানন ছাঁগল রে’ বলতে বোঝানো হয়েছে যে এই মধুর সুরে পুরো বাগান মুখরিত হয়ে উঠেছে।

---

২য় স্তবক: (প্রকৃতির আহ্বান)

“শুন শুণ সজনী হৃদয় প্রাণ মম হারতে আকুল ভেল।”
কবি তাঁর প্রিয়জনকে আহ্বান করছেন এই মধুর বসন্তের সুর শুনতে। এই সুর যেন হৃদয় ও প্রাণের গভীরতম অংশকে স্পর্শ করে এবং আকর্ষণ করে।

---

৩য় স্তবক: (দুঃখের বিদায়)

“জর জর রিবসে দুঃখ জ্বালা সব দূর দূর চলি গেল।”
বসন্তের আগমনে পৃথিবীর সকল দুঃখ, জ্বালা ও কষ্ট দূর হয়ে গেছে। সমস্ত পুরানো জড়তা বা বিষণ্ণতা কেটে গেছে। বসন্ত সবকিছুকে নতুন করে তৈরি করেছে।

---

৪র্থ স্তবক: (নতুন প্রাণের সঞ্চার)

“মরনে বহই বসন্তসীরণ, মরনে ফুটই ফুল।”
পুরানো দুঃখ, জ্বালা, এবং হতাশার মৃত্যু হয়েছে। বসন্তের বাতাসের সাথে নতুন ফুল ফুটেছে। নতুনভাবে প্রকৃতি জীবন লাভ করেছে।

---

৫ম স্তবক: (কোকিলের ডাক)

“মরমকুঞ্জপর বোলই কুউ কুউ, অহরহ কোকিলকুল।”
কোকিলের মিষ্টি সুরে প্রকৃতি ভরে উঠেছে। কোকিলের এই গান যেন প্রকৃতির আনন্দের সুর। এটি প্রকৃতির নতুন জাগরণকে প্রতিফলিত করে।

---

৬ষ্ঠ স্তবক: (প্রেমের উন্মেষ)

“সখি রে উচ্ছবত প্রেমভরে অব চলল বিহবল প্রাণ।”
কবি তাঁর প্রিয়জনকে উদ্দেশ্য করে বলছেন, প্রেমের উচ্ছ্বাসে এখন প্রাণ বিভোর হয়ে উঠেছে। বসন্তের প্রভাব শুধু প্রকৃতিতে নয়, মানব হৃদয়েও প্রেমের উন্মেষ ঘটিয়েছে।

---

৭ম স্তবক: (পৃথিবীর নবজীবন)

“নিসিল জগত জনু হর্ষ - ভোর ভাই, গাহ রতসরসান।”
পৃথিবী যেন নতুন করে জেগে উঠেছে। এই নবজীবনের উচ্ছ্বাসে গান গাওয়া হচ্ছে। প্রকৃতির সঙ্গীত যেন মধুর আনন্দের সুরে ভরে উঠেছে।

---

৮ম স্তবক: (বসন্তের সৌন্দর্য)

“বসন্তভূষণভূষিত নিদুবন, কহিছে দুঃখিণী রাত্রা।”
বসন্তের অলংকারে অলংকৃত বন, যার মধ্যেও কখনো কখনো বিষণ্নতা দেখা যায়। এটি সেই রাতের কথা বলছে যা হয়তো দু:খের রাত হতে পারে।

---

৯ম স্তবক: (প্রশ্ন ও সংশয়)

“বাহে মেওলো ত্রিয়, বাহে মেওলো ত্রিয়ত্ন, হৃদিবসন্ত সো মাধা?”
এই লাইনটি কিছুটা জটিল। সম্ভবত এখানে কবি বুঝাতে চেয়েছেন যে, প্রকৃতির সৌন্দর্যের মধ্যে সেই মিষ্টি সুর বা মাধুর্য কোথায়? বসন্তের আসল রূপ কি আমরা বুঝতে পারছি?

---

১০ম স্তবক: (সূর্যের উপস্থিতি ও বসন্তের হাওয়া)

“ভানু কহত অতি গহন রয়ন অব, বসন্তসীর শাঁসে মোদিত।”
সূর্যের আলো (ভানু) বসন্তের বাতাসে ভর করে প্রকৃতিকে উজ্জ্বল করে তুলেছে। বসন্তের বাতাসের মৃদু স্পর্শে প্রকৃতির আনন্দ নতুন করে ছড়িয়ে পড়েছে।

---

১১তম স্তবক: (মনের বাগানে বসন্ত)

“বিল্বল চিত্তকুঞ্জতল ফুল্ল বাসনা - বাসে।”
মনের গোপন বাগানে (চিত্তকুঞ্জতল) বসন্তের বাসনা বা আকাঙ্ক্ষা ফুটে উঠেছে এবং তা সুবাস ছড়াচ্ছে। এটি প্রেম, আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্যের এক নিখুঁত মিলনের প্রতীক।

---

মূল ভাব:

কবিতাটি বসন্তের আগমনের আনন্দ এবং তার প্রভাব প্রকৃতি ও মানুষের মনে কিভাবে ছড়িয়ে পড়ে তা তুলে ধরেছে। এটি প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি মানুষের মনের আবেগকেও প্রকাশ করেছে। বসন্তের আনন্দ শুধু বাহ্যিক রূপে নয়, অন্তরের গভীরতম স্তরেও প্রভাব বিস্তার করে।

11/03/2025

I am going to tuition. I will teach my student untill 4 o'clock. then i will go to another student's house and teach there untill 5:30. After that, i will go home. And i will change my clothes and freshen up.
I am currently sitting on a bench under a footwear. And next to me, a little boy and an elderly women sitting.

Address

Savar Bas Stand
Savar
SAVER-1340

Alerts

Be the first to know and let us send you an email when Life is Beautiful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share