আনন্দ 25

আনন্দ 25 “প্রতিবাদের কণ্ঠ, বাস্তবের দর্পণ। এখানে মেলে জীবনের নির্মম সত্য—ভিডিওর মাধ্যমে।”
বাস্তবতার সাথে মিল রেখে কাল্পনিক রুপ দিয়ে ভিডিও তৈরি করে আনন্দ 25

💔 হৃদয় বিদারক প্রতিবেদন। আনন্দ 25গরিবের বুফের ভাইরাল মিজান ভাই — এবার অন্য এক গল্পে আলোচনায়।এক হাতে ভাতের থালা, অন্য হাত...
17/09/2025

💔 হৃদয় বিদারক প্রতিবেদন। আনন্দ 25

গরিবের বুফের ভাইরাল মিজান ভাই — এবার অন্য এক গল্পে আলোচনায়।

এক হাতে ভাতের থালা, অন্য হাতে মানুষের প্রতি অশেষ মায়া—এভাবেই মিজান ভাই হয়ে উঠেছিলেন হাজারো গরিবের আশার প্রতীক। কিন্তু এবার দৃশ্যটা ছিল ভিন্ন। জনসমক্ষে এক সুন্দরী নারী নিজ হাতে ভাত তুলে খাইয়ে দিলেন মিজান ভাইকে। মুহূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে আবেগের ঢেউ, যেন গরিবের বুকের ক্ষুধা ভরে উঠলো অন্য এক মানবিক স্পর্শে।

শুধু তাই নয়—নিজের বড় ভাই মিজানকে দেখে বাবার আসনে বসিয়েছেন। “এই মানুষটা আমাদের জন্য শুধু খাবার নয়, বেঁচে থাকার ভরসা। বাবার মতোই তিনি আমাদের অভিভাবক,”—কণ্ঠ কেঁপে উঠে বললেন সেই তরুণী।

মানুষ খেতে খেতে থেমে গেল, চেয়ে রইলো নীরবে। চোখের পানি মিশলো ভাতের কণায়। ভাইরাল হাসির পেছনে যে এমন এক করুণ অথচ মহিমান্বিত গল্প লুকিয়ে আছে, তা কেউ ভাবেনি।

আজ মিজান ভাই শুধু ভাইরাল নন, তিনি হয়ে উঠেছেন গরিবের বুকের আর্তনাদের অবলম্বন, এবং হাজারো মানুষের চোখের অশ্রুসিক্ত “বাবা”।

নিউজ রিপোর্ট। আনন্দ 25গরিবের বুফেতে ভিক্ষার থালা হাতে যুবকের কাণ্ড: আইফোন কেনার স্বপ্নে ভাইরাল মিজানের লাঠিচার্জ‘গরিবের ...
17/09/2025

নিউজ রিপোর্ট। আনন্দ 25

গরিবের বুফেতে ভিক্ষার থালা হাতে যুবকের কাণ্ড: আইফোন কেনার স্বপ্নে ভাইরাল মিজানের লাঠিচার্জ

‘গরিবের বুফে’ নামে পরিচিত ভাইরাল মিজানের খাবার হোটেলে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। সাধারণত এখানে অসহায় মানুষদের জন্য স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা থাকে। কিন্তু এবার সেখানে হাজির হয় এক যুবক, হাতে ভিক্ষার থালা।

ওই যুবকের দাবি—সে খাবারের জন্য ভিক্ষা করছে না, বরং মানুষের কাছ থেকে টাকা চাইছে যেন শিগগিরই একটি আইফোন কিনতে পারে। তার এই অদ্ভুত চাওয়া শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়।

ভাইরাল মিজান বিষয়টি সহ্য করতে পারেননি। তিনি ক্ষিপ্ত হয়ে ভিক্ষার থালা হাতে যুবকটিকে লাঠি নিয়ে ধাওয়া করেন। দোকানে উপস্থিত মানুষজনের মধ্যে হাসি ও ক্ষোভ দুটোই ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, “মিজান ভাই গরিবদের সাহায্য করেন, কিন্তু ভিক্ষাকে এভাবে বিলাসী স্বপ্ন পূরণের হাতিয়ার বানানো তিনি মেনে নিতে পারেননি।”

ঘটনার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ এটিকে তরুণ প্রজন্মের বিভ্রান্ত স্বপ্নের প্রতিফলন বলছেন, আবার কেউ একে নিছক দৃষ্টি আকর্ষণের কৌশল মনে করছেন।

আনন্দ 25 রিপোর্ট হেডলাইন:ক্যান্টিনে পচা খাবার, ডাকসুর নতুন VP আজিজুল হক সরব: ১৫ দিনের আল্টিমেটামপ্রথম কর্মদিবসে কলেজ ক্য...
15/09/2025

আনন্দ 25 রিপোর্ট
হেডলাইন:

ক্যান্টিনে পচা খাবার, ডাকসুর নতুন VP আজিজুল হক সরব: ১৫ দিনের আল্টিমেটাম

প্রথম কর্মদিবসে কলেজ ক্যান্টিনে খাবারের মান নিয়ে শোরগোল! ডাল, পানি ও আলু পাওয়া গেছে পচা। এ নিয়ে সরব হয়েছেন ডাকসুর নতুন VP আজিজুল হক।
তিনি সতর্ক করেছেন, যারা খাবারের দায়িত্বে আছেন, তাদেরকে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। খাবার ঠিক না হলে “লেজ গুটিয়ে চলে যেতে হবে” বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

কঠিন একশন, শিক্ষার্থীদের স্বার্থে সঠিক পদক্ষেপ।

আনন্দ 25 রিপোর্টরাজধানীর রাস্তায় দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। একজন যুবক রিকশা চালাচ্ছেন, আর সাথে সাথে নিজের কণ্ঠে গলা ...
15/09/2025

আনন্দ 25 রিপোর্ট

রাজধানীর রাস্তায় দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। একজন যুবক রিকশা চালাচ্ছেন, আর সাথে সাথে নিজের কণ্ঠে গলা উঁচু করে কোরআন তেলাওয়াত করছেন। শুধু তেলাওয়াতই নয়, তিনি প্রতিটি আয়াতের অর্থও উচ্চারণ করে শুনিয়ে দেন।

পথে যাত্রী থাকুক বা না থাকুক— এই যুবকের মুখ থেকে নিরবচ্ছিন্নভাবে ভেসে আসে কোরআনের বাণী। ফলে চারপাশের মানুষ থেমে যান, মনোযোগ দিয়ে শোনেন, কেউ আবার মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

ইতোমধ্যেই ঘটনাটি ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, এ উদ্যোগ শুধু ব্যতিক্রমই নয়, বরং সমাজে হেদায়েত ও সত্যের আলো ছড়িয়ে দেওয়ার এক বিরল দৃষ্টান্ত।

15/09/2025

মিজানের বউ প র কী য়া ধরা খাইছে। অতঃপর #আনন্দ25

15/09/2025

শশুর বৌ মার প র কী য়া। অতঃপর #আনন্দ25

08/09/2025

জনগণের হাতে প র কী য়া কর খাইছে অতঃপর #আনন্দ25

08/09/2025

জনগণের হাতে মন্ত্রী কট খাইছে অতঃপর #আনন্দ25

24/08/2025

সুন্দরী মহিলা জিটাল পাল্লা ভেঙ্গে গুড়া গুড়া করলো ৷ অতঃপর

24/08/2025

প রো কী য়া করতে গিয়ে সামীর হাতে কট অতঃপর

21/08/2025

সুন্দরী মহিলার বাড়িতে চা দা বা জি অতঃপর

20/08/2025

আবাসিক হো*টে*লে বউয়ের হাতে স্বামী ধরা খাইছে #আনন্দ25

Address

Dhaka
Savar
1343

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ 25 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category