
17/09/2025
💔 হৃদয় বিদারক প্রতিবেদন। আনন্দ 25
গরিবের বুফের ভাইরাল মিজান ভাই — এবার অন্য এক গল্পে আলোচনায়।
এক হাতে ভাতের থালা, অন্য হাতে মানুষের প্রতি অশেষ মায়া—এভাবেই মিজান ভাই হয়ে উঠেছিলেন হাজারো গরিবের আশার প্রতীক। কিন্তু এবার দৃশ্যটা ছিল ভিন্ন। জনসমক্ষে এক সুন্দরী নারী নিজ হাতে ভাত তুলে খাইয়ে দিলেন মিজান ভাইকে। মুহূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে আবেগের ঢেউ, যেন গরিবের বুকের ক্ষুধা ভরে উঠলো অন্য এক মানবিক স্পর্শে।
শুধু তাই নয়—নিজের বড় ভাই মিজানকে দেখে বাবার আসনে বসিয়েছেন। “এই মানুষটা আমাদের জন্য শুধু খাবার নয়, বেঁচে থাকার ভরসা। বাবার মতোই তিনি আমাদের অভিভাবক,”—কণ্ঠ কেঁপে উঠে বললেন সেই তরুণী।
মানুষ খেতে খেতে থেমে গেল, চেয়ে রইলো নীরবে। চোখের পানি মিশলো ভাতের কণায়। ভাইরাল হাসির পেছনে যে এমন এক করুণ অথচ মহিমান্বিত গল্প লুকিয়ে আছে, তা কেউ ভাবেনি।
আজ মিজান ভাই শুধু ভাইরাল নন, তিনি হয়ে উঠেছেন গরিবের বুকের আর্তনাদের অবলম্বন, এবং হাজারো মানুষের চোখের অশ্রুসিক্ত “বাবা”।