05/11/2024
আমাদের জাফর সাহেব হুজুর (পীর সাহেব ঢালকানগর, মুহতামিম— মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর) আজকের মহা সম্মেলনে চমৎকার সুন্দর করে সংক্ষেপে বিষয়টা বলে দিয়েছেন ৷ হুজুরের কথাগুলো শুনে দিল জুড়িয়ে গেল ৷
হুজুর বলেছিলেন,
‘আমি নিজে সাদ সাহেবের সাথে সাক্ষাত করার জন্য মদীনা পাকে তিন ঘন্টা অপেক্ষা করেছিলাম ৷ এই সাদ সাহেব আমাকে ইজতেমার মাঠে নেওয়ার জন্য কয়েকবার গাড়ি পাঠিয়েছেন ৷ কিন্তু আমি যাইনি’
উল্লেখ্য, হুজুর যেহেতু ছবি তুলতে নিষেধ করেন, তাই হুজুরের ফটোটা ব্লার করে দেওয়া হয়েছে ৷