17/11/2025
বাবার ছাদ বাগান।
এক সময় এই ছাদ বাগানে ফল, ফুল, সবজিতে ভরপুর ছিল।তিন বছর পর আবার নতুন করে শুরু করলাম মরু ছাদ বাগান কে সবুজ করতে। জানি পারবো না বাবার মতো করে সাজাতে। দেড় মাসে এতোটাই করতে পেরেছি।