Afia’s World

Afia’s World "Afia’s World – যেখানে ছোট্ট একটি প্রাণ আমাদের শেখায়, কিভাবে ভালোবাসা আর দায়িত্বে জীবন বদলায়।"

26/09/2025

শুক্রবার গরীবের হজ্জের দিন
❤️আলহামদুলিল্লাহ ❤️

25/09/2025

গরম কেমন? আমাদের এখানে আগুন পরতেছে,,🔥🔥🔥🔥

প্রত্যেক বাচ্চারই আলাদা  সৌন্দর্য থাকে,  তবে এই বাচ্চাটা একদমই গ্রামে, চরাঞ্চলে বসবাস করা বাচ্চা, কিন্তু দেখুন কত কিউট ম...
24/09/2025

প্রত্যেক বাচ্চারই আলাদা সৌন্দর্য থাকে, তবে এই বাচ্চাটা একদমই গ্রামে, চরাঞ্চলে বসবাস করা বাচ্চা, কিন্তু দেখুন কত কিউট মাশাআল্লাহ 🥰🥰

যদি শহরের পরিবেশ পেতো এই মেয়ের কিউটনেস কতটা স্মার্ট হতো? জানাবেন কিন্তু....!!!

আমাদের বাড়িটা এখন গবাদি পশু শূন্য প্রায়,😢😢 শখ থাকলেই তা পুরন হয়না।আল্লাহ হয়তো কোনদিন শখের খামার গড়ে তোলার তাওফিক দিবে।আপ...
21/09/2025

আমাদের বাড়িটা এখন গবাদি পশু শূন্য প্রায়,😢😢 শখ থাকলেই তা পুরন হয়না।

আল্লাহ হয়তো কোনদিন শখের খামার গড়ে তোলার তাওফিক দিবে।

আপনাদের খামারের কি অবস্থা?

#গবাদিপশু #খামার #শখের

♦️ বাউফলে কলা খেতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃ/ত্যুএকটা পরিবার—যাদের ঘরে আগে তিন কন্যা সন্তান ছিল। বহু প্রতীক্ষার পর অবশেষে...
21/09/2025

♦️ বাউফলে কলা খেতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃ/ত্যু

একটা পরিবার—যাদের ঘরে আগে তিন কন্যা সন্তান ছিল। বহু প্রতীক্ষার পর অবশেষে জন্ম নিল একটি পুত্র সন্তান। মা–বাবা, দাদা–দাদি, আত্মীয়স্বজন—সবাই যেন নতুন প্রাণ পেলো। যেন পরিবারের স্বপ্নপূরণ হলো এই ছোট্ট শিশুটির আগমনে।

কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না।
একদিন দুপুরে ঘরে বসে খাচ্ছিল ছোট্ট শিশুটি। তার হাতে দেওয়া হলো একটি কলা। কলা খেতে খেতেই হঠাৎ দম বন্ধ হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই শিশুটি নিথর হয়ে গেল মায়ের কোলেই।

কেউ প্রথমে বুঝতেই পারেনি কী ঘটছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ততক্ষণে সব শেষ…!

🛑 আমরা কি সচেতন?

অনেক সময় আমরা মনে করি কলা, আঙুর, বাদাম, লিচুর বিচি—এসব শিশুদের জন্য নিরীহ খাবার। কিন্তু আসলে এগুলোই শিশুদের জন্য হতে পারে সবচেয়ে বড় ঝুঁকি।
👉 ছোটদের গলায় আটকে গিয়ে দম বন্ধ হয়ে চোকিং থেকে মৃ/ত্যু ঘটতে পারে কয়েক মিনিটের মধ্যে।

✅ কী করবেন?

ছোট শিশুদের হাতে পুরো কলা/আঙুর/বাদাম দেবেন না।

টুকরো করে বা চেঁছে দিয়ে খাওয়ান।

শিশু খাওয়ার সময় সবসময় নজর রাখুন।

শিশু যদি হঠাৎ শ্বাস নিতে না পারে → অবিলম্বে চোকিং ফার্স্ট এইড প্রয়োগ করুন (হাইমলিক ম্যানুভার)।

দ্রুত হাসপাতালে নিন—সময় নষ্ট করবেন না।

এই পরিবারের মতো আর কোনো পরিবারকে যেন সন্তানহারা হতে না হয়।
একটু সচেতনতা, একটুখানি সতর্কতা হয়তো বাঁচাতে পারে একটি নিষ্পাপ প্রাণ।

#সচেতন #শিশু_সুরক্ষা #শিশু_নিরাপত্তা

দেশি মুরগির ডিমে বানানো হোমমেড নুডলস আর হোমমেড ঘি দিয়ে রান্নার স্বাদে ভরপুর 💛🍳🍜শিশুর সুস্থতার শুরু হোক প্রাকৃতিক আর ভালো...
21/09/2025

দেশি মুরগির ডিমে বানানো হোমমেড নুডলস আর হোমমেড ঘি দিয়ে রান্নার স্বাদে ভরপুর 💛🍳🍜
শিশুর সুস্থতার শুরু হোক প্রাকৃতিক আর ভালোবাসায় ভরা খাবার দিয়ে।

আপনার বাচ্চাকে কি খাওয়াইলেন আজ?

20/09/2025

❤️শুভ রাত্রি সবাইকে ❤️🥰🥰🥰

আফিয়ার ২ মাস ১১ দিনের ছোট কিন্তু মাশাআল্লাহ বাবাটার সুস্বাস্থ্য আমাদের খুশি করে দিয়েছে। ❤️❤️🥰😍   #মা  's
20/09/2025

আফিয়ার ২ মাস ১১ দিনের ছোট কিন্তু মাশাআল্লাহ বাবাটার সুস্বাস্থ্য আমাদের খুশি করে দিয়েছে। ❤️❤️🥰😍

#মা 's

আফিয়া সব সময় আমার ওড়না নিয়ে খেলা করে, মাথায় দিয়ে আর নামাতে পারে না কান্না করে দেয় তাই আজ ওড়না দিয়ে শাড়ির মতো পরিয়ে দিলাম...
17/09/2025

আফিয়া সব সময় আমার ওড়না নিয়ে খেলা করে, মাথায় দিয়ে আর নামাতে পারে না কান্না করে দেয় তাই আজ ওড়না দিয়ে শাড়ির মতো পরিয়ে দিলাম। মেয়ে খুশি অনেক, 🥰😍ছবি তোলা মুশকিল, ১৫/১৬ ছবি থেকে একটা মোটামুটি হইছে।❤️
আমার সোনাপাখিকে সোনা বউ সেজে কেমন লাগছে?

#মা

16/09/2025

বৃষ্টির দিনে বাচ্চার মায়েদের কি অবস্থা? আমার বাচ্চাটার ঠান্ডা লাগছে, আমারও 😢
আপনার বাচ্চা সুস্থ আছে তো??

13/09/2025

বাচ্চার ওজন নিয়ে চিন্তিত, সবাই শুকনো বলে, আপনাদের বাচ্চাদের ওজন কেমন বয়স অনুযায়ী?

06/06/2025

ঈদ মোবারক 🌟👑🎉

Address

Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afia’s World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category